পদার্থ বিজ্ঞান ১ম অধ্যায় mcq
১. নিচের কোনটি মৌলিক একক?
ক. লুমেন
খ. জুল
গ. মোল
ঘ. নিউটন
২. দৈর্ঘ্যরে একক নির্ধারণে কার ভূমিকা রয়েছে?
ক পানির
খ. লোহার
গ. আলোর
ঘ. তাপমাত্রার
৩. আদর্শ এক কিলোগ্রাম ভরের সিলিন্ডারের উচ্চতা ও ব্যাস কত?
ক ৬.৯ সে. মি.
খ. ৬.৩ সে. মি.
গ. ৩.৯ সে. মি.
ঘ. ৩.৬ সে. মি.
৪. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী?
ক জুল
খ. নিউটন
গ. প্যাসকেল
ঘ. কেলভিন
৫. দীপন তীব্রতার একক কোনটি?
ক কেলভিন
খ. অ্যাম্পিয়ার
গ. ক্যান্ডেলা
ঘ. মোল
৬. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?
ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি
খ. বল বৃদ্ধিকরণ নীতি
গ. লিভারের নীতি
ঘ. উপরের সবগুলো
৭. পদার্থবিজ্ঞানে কীসের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর উদঘাটন করা হয়?
ক. পর্যবেক্ষণ
খ. পরীক্ষণ
গ. বিশ্লেষণ
ঘ. উপরের সবগুলো
৮. কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ভেজাল নির্ণয় করেন?
ক. লিভারের নীতি
খ. জ্যামিতিক উপপাদ্য
গ. পরমাণু তত্ত্ব
ঘ. তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল
৯. চুম্বকত্ব নিয়ে গবেষণা এবং তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন-
ক. রবার্ট হুক
খ. স্নেল
গ. ডা. গিলবার্ট
ঘ. হাইগেন
১০. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে?
ক. হাইগেন
খ. স্নেল
গ. রবার্ট হুক
ঘ. ভন গুয়েরিক
১১. “পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিৎ” এটি কার মত?
ক. ইউক্লিড
খ. টলেমী
গ. নিউটন
ঘ. রজার বেকন
১২. পদার্থের স্থিতীস্থাপক ধর্মের অনুসন্ধান কে করেন?
ক. হাইগেন
খ. রবার্ট হুক
গ. রবার্ট বয়েল
ঘ. রোমার
১৩. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র এর আবিষ্কারক কে?
ক. নিউটন
খ. গ্যালিলিও
গ. আইনস্টাইন
ঘ. স্টিফেন হকিংস
১৪. পদার্থের অবিভাজ্য একক পরমাণু- কে এ ধারণা দেন?
ক. আর্কিমিডিস
খ. অ্যারিস্টার্কাস
গ. ডেমোক্রিটাস
ঘ. রজার বেকন
১৫. পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কে?
ক. নীলস বোর
খ. রাদারফোর্ড
গ. আইনস্টাইন
ঘ. নিউটন
১৬. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ক. নিউটন
খ. হকিংস
গ. জেমস ওয়াট
ঘ. হেনরিখ হার্জ
১৭. নিচের কোনটি শিতূগু বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল?
ক. বায়ুকল
খ. বায়ুবাষ্প
গ. বাষ্পীয় ইঞ্জিন
ঘ. ইউরেনিয়াম
১৮. যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে কোনটি আবিষ্কার করা হয়?
ক. বাষ্পীয় ইঞ্জিন
খ. তড়িৎ মোটর
গ. জেনারেটর
ঘ. বায়ুপাম্প
১৯. X-ray আবিষ্কার করেন কে?
ক. আইনস্টাইন
খ. জগদীস চন্দ্র বসু
গ. বেকরেল
ঘ. রন্টজেন
২০. হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা প্রদান করেন কে?
ক. জন ডাল্টন
খ. আর্নেস্ট রাদারফোর্ড
গ. বেকরেল
ঘ. নীলস বোর
২১. নিউক্লিয় ফিশনের ফলে নির্গত হয়-
ক. শক্তি
খ. বাতাস
গ. আলো
ঘ. পানি
২২. বোসন কী ধরনের কণা?
ক. মৌলিক কণা
খ. যৌগিক কণা
গ. রাসায়নিক কণা
ঘ. দুর্বল কণা
২৩. আবহাওয়ার পূর্বাভাস দানে ভূমিকা রাখছে-
ক. টেলিভিশন
খ. রেডিও
গ. কৃত্রিম উপগ্রহ
ঘ. আইপ্যাড
২৪. নিচের কোন রাশিটি অন্য রাশির উপর নির্ভরশীল?
ক. তাপমাত্রা
খ. ওজন
গ. তড়িৎ প্রবাহ
ঘ. দীপন তীব্রতা
২৫. অন্য এককের উপর ভিত্তি করে যে একক পাওয়া যায় তাকে বলে
ক. মৌলিক একক
খ. লম্বিক একক
গ. দেশীয় একক
ঘ. লব্ধ একক
২৬. দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কোনটি?
ক. মিটার স্কেল
খ. ভার্নিয়ার স্কেল
গ. স্ক্রু গজ
ঘ. স্লাইড ক্যালিপার্স
২৭. মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?
ক. মিলিমিটার
খ. মাইক্রোমিটার
গ. ন্যানোমিটার
ঘ. সেন্টিমিটার
২৮. ফাঁপা নলের অন্তঃব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে?
ক. স্ক্রু গজ
খ. মিটার স্কেল
গ. ভার্নিয়ার স্কেল
ঘ. স্লাইড ক্যালিপার্স
২৯. একটি সিলিন্ডারের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
ক. মিটার স্কেল
খ. ভার্নিয়ার স্কেল
গ. স্লাইড ক্যালিপার্স
ঘ. সেন্টিমিটার স্কেল
৩০. স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায়
ক. বেলনের উচ্চতা
খ. তারের ব্যাসার্ধ
গ. ফাঁপা নলে অন্তঃব্যাস
ঘ. ফাঁপা নলের বহিঃব্যাস
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post