পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় mcq
১. সূর্যের চারদিকে পৃথিবীর গতি
ক. রৈখিক গতি
খ. চলন গতি
গ. স্পন্দন গতি
ঘ. পর্যাবৃত্ত গতি
২. নিচের কোনটি একই সাথে পর্যাবৃত্ত ও ঘূর্ণন গতির উদাহরণ?
ক. বৈদ্যুতিক পাখার গতি
খ. সোজা পথে সাইকেলের গতি
গ. সুর শলাকার গতি
ঘ. সরল দোলকের গতি
৩. কোন গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথের কোন বিন্দুকে বার বার একই দিক থেকে অতিক্রম করে?
ক. রৈখিক গতি
খ. চলনগতি
গ. পর্যাবৃত্ত গতি
ঘ. স্পন্দন গতি
৪. নিচের কোনটি পর্যাবৃত্ত গতির উদাহরণ?
ক. সোজা রাস্তায় গাড়ির গতি
খ. টেবিলের উপর বইয়ের গতি
গ. ঘড়ির কাঁটার গতি
ঘ. সুর শলাকার গতি
৫. ত্বরণ কী ধরনের রাশি?
ক. অদিক রাশি
খ. স্কেলার রাশি
গ. মৌলিক রাশি
ঘ. ভেক্টর রাশি
৬. কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরৈখিক মান কী প্রকাশ করে?
ক. বেগ
খ. ত্বরণ
গ. সরণ
ঘ. দ্রুতি
৭. চলমান একটি বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করলে তার দ্রুতিকে কী বলে?
ক. সুষম দ্রুতি
খ. অসম দ্রুতি
গ. সুষম ত্বরণ
ঘ. সুষম বেগ
৮. একটি গাড়ি ১ম সেকেন্ডে 5m দূরত্ব অতিক্রম করে ২য় সেকেন্ডে 10 m দূরত্ব অতিক্রম করে এখানে কি ঘটে?
ক. সুষম দ্রুতি
খ. অসম দ্রুতি
গ. সরণ
ঘ. গড় দ্রুতি
৯. কোনো বস্তুর সরণের হারকে কী বলে?
ক. দ্রুতি
খ. বেগ
গ. ত্বরণ
ঘ. গতি
১০. রুবেল ও রানার দ্রুতি যথাক্রমে 3 m s-1 ও 2 m s-1 হলে 30 সে. পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
ক. 10 m
খ. 30 m
গ. 40 m
ঘ. 60 m
১১. কোন বস্তুর দ্রুতি 36 km h-1 হলে ১০ সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ক. 10 m
খ. 36 m
গ. 100 m
ঘ. 1000 m
১২. কখন একজন লিফটের আরোহী নিজেকে সবচেয়ে ভারী অনুভব করে?
ক. (g + a) ত্বরণে উপরে উঠলে
খ. g ত্বরণে উপরে উঠলে
গ. (g – a) ত্বরণে নিচে নামলে
ঘ. g – g ত্বরণে নিচে নামলে
১৩. L-T2 লেখটি কেমন হবে?
ক. বক্ররেখা
খ. সরলরেখা
গ. বৃত্তাকার
ঘ. অধিবৃত্ত
১৪. কোনো বস্তু t সময়ে নির্দিষ্ট দিকে s দূরত্ব অতিক্রম করলে তার বেগ হবে-
ক. v = s/t
খ. v = sxt
গ. v = t/s
ঘ. সবগুলি
১৫. নির্দিষ্ট দিকের দ্রুতিকে কী বলে?
ক সরণ
খ ত্বরণ
গ. বেগ
ঘ মন্দন
১৬. কোনো নির্দিষ্ট দিকে একটি গাড়ি 20 সেকেন্ডে 100 m দূরত্ব অতিক্রম করলে গাড়িটির-
ক. ত্বরণ 5 m s-2
খ. বেগ 5 m s-1
গ. সরণ 5m
ঘ. মন্দন 5 m s-2
১৭. সময়ের সাথে বস্তুর অসমবেগের বৃদ্ধির হারকে কী বলে?
ক. ত্বরণ
খ. মন্দন
গ. সুষম ত্বরণ
ঘ. অসম ত্বরণ
১৮. সমবেগে চলমান বস্তুর ত্বরণের মান কোনটি?
ক. সর্বোচ্চ
খ. সর্বনিম্ন
গ. শূন্য
ঘ. কোনোটিই নয়
১৯. একটি রাইফেলের গুলি কেবল 0.5m পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে। গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কতটি তক্তা ভেদ করতে পারবে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২০. মেরু অঞ্চলে g এর মান কেমন?
ক. সবচেয়ে বেশি
খ. সবচেয়ে কম
গ. মধ্যম
ঘ. শূন্য
২১. কোন অঞ্চলে R এর মান সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. মরু অঞ্চলে
ঘ. সমুদ্র উপকূলে
২২. g এর আদর্শ মান কোথায়?
ক. মেরু অঞ্চলে
খ. বিষুবীয় অঞ্চলে
গ. ৯০° অক্ষাংশে
ঘ. ৪৫° অক্ষাংশে
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post