পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় mcq
১. স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয়-
ক. স্থিতি
খ. গতি
গ. স্থিতি জড়তা
ঘ. গতি জড়তা
২. থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপরের অংশ স্থির থাকতে চায় কেন?
ক. বলের জন্য
খ. ভরের জন্য
গ. গতিজড়তার জন্য
ঘ. স্থিতি জড়তার জন্য
৩. চলন্তবাস ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
ক. যাত্রীদের বলের জন্য
খ. যাত্রীদের ভরের জন্য
গ. গতি জড়তার জন্য
ঘ. স্থিতি জড়তার জন্য
৪. যা বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করে তাই হচ্ছে-
ক. জড়তা
খ. বল
গ. বেগ
ঘ. ত্বরণ
৫. বলের একক কী?
ক. মিটার (m)
খ. নিউটন (n)
গ. কিলোগ্রাম (kg)
ঘ. ডিগ্রি (°)
৬. একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বল হচ্ছে-
ক.অস্পর্শ বল
খ. স্পর্শ বল
গ. ঘর্ষণ বল
ঘ. অসাম্য বল
৭. কোনো বস্তুর সাম্যাবস্থায় থাকার শর্ত কী?
ক. ত্বরণ নির্দিষ্ট থাকা
খ. ত্বরণ না থাকা
গ. বল প্রয়োগ করা
ঘ. গতিশীল বস্তুকে স্থির করা
৮. কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি বলের মান সমান ও দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলে-
ক. স্পর্শ বল
খ. অস্পর্শ বল
গ. সাম্য বল
ঘ. অসাম্য বল
৯. গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার জন্য সিটবেল্ট বাঁধার কারণ হচ্ছে-
ক. বল
খ. জড়তা
গ. ত্বরণ
ঘ. গতি
১০. অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?
ক. বেগ
খ. দিক
গ. বেগ অথবা দিক
ঘ. বেগ এবং দিক
১১. ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল সবসময় কাজ করে
ক. একই বস্তুর উপর
খ. দুটি ভিন্ন বস্তুর উপর
গ. উপরের কোনটিই নয়
ঘ. উপরের দুটিই
১২. একটি গতিশীল বস্তু একটি স্থির বা গতিশীল বস্তুকে ধাক্কা দিলে যে ঘটনা ঘটে তাকে বলা হয়-
ক. ভরবেগ
খ. নিরাপদ ভ্রমণ
গ. সংঘর্ষ
ঘ. ত্বরণ
১৩. বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কী বলে?
ক. বল
খ. ত্বরণ
গ. জড়তা
ঘ. বেগ
১৪. কোন বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে?
ক. বস্তুর গতি
খ. বস্তুর ভর
গ. বস্তুর ত্বরণ
ঘ. সময়
১৫. দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে কোন বলের সৃষ্টি হয়?
ক. স্পর্শ বল
খ. অস্পর্শ বল
গ. সাম্য বল
ঘ. অসাম্য বল
১৬. অস্পর্শ বলের উদাহরণ কোনটি?
ক.অভিকর্ষ বল
খ. ঘর্ষণ বল
গ. টান বল
ঘ. সংঘর্ষের সময় সৃষ্ট বল
১৭. একটি ৫০ kg ভরের স্থির বস্তুর ভরবেগ কত?
ক. 0 kg m s-1
খ. অসীম
গ. শূন্য
ঘ. 50 kg
১৮. একটি গতিশীল ট্রাককে ব্রেক কষে থামানো হলো। ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটে?
ক. বৃদ্ধি পাবে
খ. অপরিবর্তিত থাকে
গ. হ্রাস পাবে
ঘ. অসীম হবে
১৯. দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান থাকে। এটি কিসের সূত্র?
ক. জড়তার সূত্র
খ. মহাকর্ষ সূত্র
গ. পড়ন্ত বস্তুর সূত্র
ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র
২০. যানবাহনে ভ্রমণের সময় নিচের কোন দুটি জিনিস ওঁতপ্রোতভাবে জড়িত?
ক. গতি ও ত্বরণ
খ. গতি ও বল
গ. বল ও সময়
ঘ. গতি ও সরণ
২১. কোন গাড়ির গতিশক্তি নয় গুণ হলে এর বেগ হবে-
ক. সাতাশ গুণ
খ. একাশি গুণ
গ. চার গুণ
ঘ. তিন গুণ
২২. ঘর্ষণ সর্বদা গতিকে-
ক. সহজ করে
খ. সহায়তা করে
গ. বাধা দেয়
ঘ. বাড়িয়ে দেয়
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post