পদার্থ বিজ্ঞান ৪র্থ অধ্যায় mcq
১. বস্তুর গতি শক্তি কোনটির উপর নির্ভর করে?
ক. ভর ও বেগের ওপর
খ. বেগ ও বলের ওপর
গ. ভর ও বলের ওপর
ঘ. ভরবেগ ও বলের ওপর
২. 5 kg ভরের বস্তুকে 15 m s-1 বেগে ছুঁড়ে মারলে এর গতিশক্তি কত হবে?
ক. 526.5 J
খ. 562.5 J
গ. 735 J
ঘ. 753 J
৩. ভূ-পৃষ্ঠ থেকে একটি বস্তুকে উপরে তোলা হলে বস্তুর মধ্যে কিরূপ শক্তি সঞ্চিত হবে?
ক. বিভব শক্তি
খ. গতি শক্তি
গ. যান্ত্রিক শক্তি
ঘ. রাসায়নিক শক্তি
৪. কাজের একক কোনটি?
ক. জুল
খ. নিউটন
গ. কেলভিন
ঘ. ওয়াট
৫. 500 N বল প্রয়োগে কোন বস্তুর বলের দিকে সরণ 50 m হলে কৃত কাজের পরিমাণ কত?
ক 25 x 104 J
খ. 5 x 104 J
গ. 25 x 104 J N
ঘ. 2.5 x 103 J
৬. একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
ক. গতিশক্তি
খ. বিভব শক্তি
গ. তাপ শক্তি
ঘ. রাসায়নিক শক্তি
৭. m ভরের একটি বস্তুকে 20 m, 30 m, 40 m ও 50 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
ক. 20 m
খ. 30 m
গ. 40 m
ঘ. 50 m
৮. কোনটি বিভবশক্তির পরিমাপ?
ক. ভর x উচ্চতা
খ. ওজন x উচ্চতা
গ. ভর x ত্বরণ
ঘ. ভর x অভিকর্ষজ ত্বরণ
৯. যখন কোন স্প্রিংকে সংকুচিত করা হয়, তখন এর মধ্যে কোন শক্তি সঞ্চিত থাকে?
ক. গতিশক্তি
খ. বিভবশক্তি
গ. তাপশক্তি
ঘ. শব্দ শক্তি
১০. বিভব শক্তি নির্ভর করে বস্তুর-
ক. উচ্চতার উপর
খ. আকারের উপর
গ. আয়তনের উপর
ঘ. তাপমাত্রার উপর
১১. কৃত্রিম উপগ্রহে তড়িৎ সরবরাহের জন্য কী ব্যবহার করা হয়?
ক. তড়িৎ কোষ
খ. শুষ্ক কোষ
গ. ড্যানিয়েল সেল
ঘ. সৌরকোষ
১২. একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে4 x 106J তাপশক্তি সরবরাহ করায় 2.64 x 106J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?
ক. ৩৩%
খ. ৬৬%
গ. ৩৮%
ঘ. কোনোটিই নয়
১৩. নিচের কোনটি ব্যবহারে পরিবেশ দূষণ কম হয়?
ক. কয়লা
খ. তেল
গ. সৌরশক্তি
ঘ. প্রাকৃতিক গ্যাস
১৪. প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?
ক. গতিশক্তি
খ. বিভব শক্তি
গ. গতিশক্তি ও বিভব শক্তি
ঘ. কোনো শক্তি নেই
১৫. প্রতি সেকেন্ডে আলো কত মিটার দূরত্ব অতিক্রম করে?
ক. 3 x 107 m
খ. 3 x 109 m
শ. 3 x 108 m
ঘ. 3 x 1010 m
১৬. একটি ফিশন বিক্রিয়ায় কত জুল শক্তি পাওয়া যায়-
ক. 3.6 x 106 J
খ. 3.2 x 10 x 11 J
গ. 2.3 x 105 J
ঘ. 3.2 x 1011 J
১৭. ফটোগ্রাফিক কাগজের উপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. তড়িৎ শক্তি
খ. রাসায়নিক শক্তি
গ. শব্দ শক্তি
ঘ. যান্ত্রিক শক্তি
১৮. তড়িৎ চুম্বকে বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক. রাসায়নিক শক্তি
খ. তাপশক্তি
গ. চৌম্বকশক্তি
ঘ. পারমাণবিক শক্তি
১৯. নিচের কোনটিতে তড়িৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে?
ক. নিউক্লিয় চুল্লি
খ. জেনারেটর
গ. হিটার
ঘ. বৈদ্যুতিক ঘণ্টা
শিক্ষার্থীরা উপরের বাটনে ক্লিক করে উত্তরসহ MCQ গুলো ডাউনলোড করে নাও। নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post