শিক্ষার্থীরা, আমাদের স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যেহেতু এটি এখন খুবই আলোচিত এবং চর্চিত একটি বিষয়, তাই তোমাদের পরীক্ষার জন্য পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা মুখস্থ রাখা জরুরী। কেননা তোমরা জানো যে, সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয়গুলোর ওপর অনুচ্ছেদ লিখতে বলা হতে পারে।
কোর্সটিকায় আমরা তোমাদের সামনে আজ পদ্মা সেতু সম্পর্কিত অনুচ্ছেদ রচনাটি তুলে ধরব। এটিতে সর্বাধিক আপডেট তথ্য রাখা হয়েছে। তোমরা আগেও পদ্মা সেতু নিয়ে অনুচ্ছেদ পড়েছো, তবে আমি তোমাদের পরামর্শ দেব এই আপডেট লেখাটি পড়তে এবং পরীক্ষার খাতায় লিখতে।
পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা pdf
পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। ২৫ জুন, ২০২২ এ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বৃহত্তম এ অবকাঠামো উদ্বোধন করেন। সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত। স্বপ্নের এই পদ্মা সেতু কোনো বৈদেশিক সাহায্য ছাড়াই বাংলাদেশের বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প।
মূল সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি এবং প্রস্থ ১০.১০ মিটার। মুন্সীগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা সংযোগকারী সেতুটির দুটি স্তর (তলা) রয়েছে। এর উপরের দিকে একটি চার লেনের রাস্তা এবং নীচে একটি রেলপথ রয়েছে। পদ্মা সেতু ভবিষ্যতে রেল, গ্যাস, পাওয়ার লাইন এবং ফাইবার অপটিক কেবল সম্প্রসারণে ব্যবহার করা হবে।
৩০,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত সেতুটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সেতুটি শুধু দেশেই নয়, এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
►► আরো দেখো: কোভিড-১৯ অনুচ্ছেদ রচনা
►► আরো দেখো: মুজিব বর্ষ অনুচ্ছেদ রচনা
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পদ্মা সেতু অনুচ্ছেদ রচনা pdf download ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post