পদ্মা সেতু নিয়ে প্রশ্ন, পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন, পদ্মা সেতু রেল লাইন, পদ্মা সেতুর বর্তমান অবস্থা, পদ্মা সেতুর বাজেট, পদ্মা সেতুর স্প্যান কয়টি, পদ্মা সেতুর উচ্চতা কত মিটার, পদ্মা সেতু বিসিএস, পদ্মা সেতুর স্প্যান কয়টি বসানো হয়েছে
বাংলাদেশিদের কাছে পদ্মা সেতু এখন একটি আবেগের নাম। নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ এবং আধুনিক এই সেতু নিয়ে তাই মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এই সেতুর মাধ্যমে। এটি যে বাংলাদেশের বৃহৎ একটি স্থাপনা হতে যাচ্ছে, শুধু তাই না। বরং পদ্মা সেতু চূড়ান্ত প্রতিষ্ঠা পেলে দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। কোর্সটিকায় আমরা সেই বহুল আলোচিত পদ্মা সেতু নিয়েই আলোচনা করবো।
►► আরো দেখো: গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণগুলো কি?
►► আরো দেখো: সিজারের পরে সহবাস কিভাবে করবেন?
►► আরো দেখো: গর্ভবতী হওয়ার আগে ভুলেও যা করা যাবে না
যেহেতু পদ্মা সেতু বর্তমানে খুবই আলোচিত একটি বিষবস্তু। তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় পদ্মা সেতু নিয়ে প্রশ্ন আসার জোড়ালো সম্ভাবনা থাকে। আর এ জন্য শিক্ষার্থীদের পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। তাহলে চলুন, শুরু করি। আজ আমরা পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ ২৩ টি প্রশ্ন এবং এর উত্তর জানবো। আপনি ইচ্ছে করলে এই প্রশ্নগুলো PDF ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। আলোচনার শেষে ডাউনলোড লিংক দেয়া থাকবে।
১. পদ্মা সেতু মূল প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
২. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি বা ২০,২০০ ফুট।
৩. পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার বা ৫৯.৪ ফুট।
৪. পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হবে কোন অংশে?
উত্তর: নিচ তলায়।
৫. পদ্মা সেতুর ভায়াডাক্ট কত কিলোমিটার?
উত্তর : ৩.১৮ কিলোমিটর।
৬. পদ্মা সেতুর সংযোগ সড়ক কত কিলোমিটার?
উত্তর: দুই প্রান্তে মোট ১৪ কিলোমিটার।
৭. পদ্মা সেতু প্রকল্পে কত কিলোমিটার নদীশাসন হয়েছে ?
উত্তর: দুই পাড়ে ১২ কিলোমিটার।
৮. পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় কত?
উত্তর: মূল সেতুতে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৯ লাখ টাকা। (ক্রমহৃাসমান)
৯. পদ্মা সেতু প্রকল্পে নদীশাসন ব্যয় কত?
উত্তর: ৮ হাজার ৭০৭ কোটি ৮১ লাখ টাকা।
১০. পদ্মা সেতু প্রকল্পে জনবল কতজন?
উত্তর: প্রায় ৪ হাজার।
১১. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তর: ৮১ টি।
১২. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ৬০ ফুট।
১৩. পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তর: ৩৮৩ ফুট।
১৪. প্রতি পিলারের জন্য পাইলিং কয়টি?
উত্তর: ৬ টি।
১৫. পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত?
উত্তর: ২৬৪ টি।
১৬. পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে কবে?
উত্তর: ৭ ডিসেম্বর, ২০১৪।
১৭. পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে কবে?
উত্তর : ২০২১ সালের ডিসেম্বরে। (ধারণা করা হচ্ছে)
১৮. পদ্মা সেতুতে কী কী থাকবে?
উত্তর : গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহন সুবিধা।
১৯. প্রশ্ন : পদ্মা সেতুর ধরন কেমন?
উত্তর : দ্বিতলবিশিষ্ট এই সেতু কংক্রিট আর স্টিল দিয়ে নির্মিত।
২০. পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর : ৪২ টি।
২১. পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী?
উত্তর : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ।
২২. সেতুটি কোন কোন জায়গার ওপর অবস্থিত?
উত্তর: মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরিয়তপুর ও মাদারীপুর।
২৩. পদ্মা সেতু অফিসিয়ালী কারা রক্ষাণাবেক্ষণ করবে?
উত্তর: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
►► আরো দেখো: গর্ভবতী হওয়ার প্রথম মাসের লক্ষণগুলো কি?
►► আরো দেখো: সিজারের পরে সহবাস কিভাবে করবেন?
►► আরো দেখো: গর্ভবতী হওয়ার আগে ভুলেও যা করা যাবে না
►► আরো দেখুন: এসআই নিয়োগ প্রস্তুতি : সাব-ইন্সপেক্টর হতে চাইলে যা করবেন
বিশেষ দ্রষ্টব্য: খুব শীঘ্রই পদ্মা সেতু সম্পর্কে আরো নতুন নতুন প্রশ্ন কোর্সটিকায় যুক্ত করা হবে। পদ্মা সেতু নিয়ে আপনার এর বেশি কিছু জানার আছে কি? তাহলে নিচের কমেন্ট বক্সে ঝটপট প্রশ্ন করুন।
Discussion about this post