সন্ধি mcq ssc : পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে। পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল। যেমন ‘আমি এখন চা আনতে যাই’ বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধি সূত্র অনুযায়ী ‘আম্যেখন চানতে যাই’ বলা যায় না। তবে বাংলা ভাষায় উপসর্গ-প্রত্যয় দিয়ে এবং সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।
সন্ধি mcq ssc
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. পাশাপাশি ধ্বনির মিলনকে কী বলে?
ক. একত্রীকরণ
খ. সন্নিবেশ
গ. সমাস
● সন্ধি
২. অ/আ + অ/আ = আ সূত্রের উদাহরণ কোনটি?
● উত্তরাধিকার
খ. জনৈক
গ. অতীন্দ্রিয়
ঘ. নাবিক
৩. স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কী সন্ধি বলে?
● স্বরসন্ধি
খ. বিসর্গসন্ধি
গ. ব্যঞ্জনসন্ধি
ঘ. স্বর-ব্যঞ্জন সন্ধি
৪. গো + আদি = গবাদি কোন সূত্রে সিদ্ধ?
● ও + অন্য স্বর = অব্ + স্বর
খ. এ + অন্য স্বর = = অ + স্বর
গ. ঋ + অন্য স্বর = র্ + স্বর
ঘ. উ/ঊ + অন্য স্বর = ব্ + স্বর
৫. ব্যঞ্জনসন্ধি কতভাবে হতে পারে?
ক. এক
খ. চার
● তিন
ঘ. পাঁচ
৬. ‘পরিচ্ছেদ’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
ক. স্বর + স্বর
● স্বর + ব্যঞ্জন
গ. ব্যঞ্জন + ব্যঞ্জন
ঘ. ব্যঞ্জন + স্বর
৭. নিচের কোনটিতে জ-এর প্রভাবে ত হয়েছে জ?
ক. সন্ধ্যা
● উজ্জ্বল
গ. বিপনমূলক
ঘ. চলচ্চিত্র
৮. নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
ক. সম্মান
● মনোযোগ
গ. ষষ্ঠ
ঘ. সঠিক
৯. নিচের কোনটিতে বিসর্গ ‘ও’ হয়ে গেছে?
ক. আরোগ্য
খ. ভৌগোলিক
● তিরোধান
ঘ. ভৌগোলিক
১০. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি কোনটি?
ক নায়ক
খ. শুভেচ্ছা
গ. পিত্রালয়
● একাদশ
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
১১. সন্ধি কত প্রকার?
ক. এক
খ. চার
● তিন
ঘ. পাঁচ
১২. ‘মহর্ষি’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
● মহা + ঋষি
খ. মহ + অর্ষি
গ. মহ + ঋষি
ঘ. ম + হর্ষি
১৩. ‘ঋ + অন্য স্বর = র্ + স্বর’ এই সূত্রের উদাহরণ কোনটি?
● পিত্ৰালয়
খ. সূর্যোদয়
গ. মহর্ষি
ঘ. অতীন্দ্রিয়
১৪. ‘এত স্বল্প খরচে সম্পূর্ণ কাজ করা যাবে না।’- এ বাক্যে সন্ধির মাধ্যমে সৃষ্ট পদ কোনটি?
ক. খরচে
● স্বল্প
গ. যাবে
ঘ. সম্পূর্ণ
১৫. ‘পিত্রালয়’-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. পিতা + আলয়
● পিতৃ + আলয়
গ. পিত্ৰা + লয়
ঘ. পিত্রা + আলয়
১৬. ‘উল্লাস’ কোন নিয়মে ব্যঞ্জনসন্ধি?
ক. স্বর + স্বর
খ. স্বর + ব্যঞ্জন
গ. ব্যঞ্জন + স্বর
● ব্যঞ্জন + ব্যঞ্জন
১৭. ‘ব্যঞ্জন + স্বর’ – এর উদাহরণ কোনটি?
ক. কথাচ্ছলে
খ. সম্মান
● সদুপায়
ঘ. চলচ্চিত্র
১৮. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধির উদাহরণ কোনটি?
● গোষ্পদ
খ. কলটা
গ. গবাক্ষ
ঘ. ষষ্ঠ
১৯. ‘চ-এর প্রভাবে ত হয়েছে চ’- এ নিয়মের সন্ধি কোনটি?
ক. কথাচ্ছলে
খ. পরিচ্ছেদ
গ. সময়
● চলচ্চিত্র
২০. বিসর্গ বিদ্যমান থাকে এমন উদাহরণ কোনটি?
ক. তিরঃ + ধান
● অধঃ + পতন
গ. পুর + কার
ঘ. নিঃ + রোগ
২১. পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় এমন বিসর্গ সন্ধির উদাহরণ কোনটি?
ক. পুনঃ + মিলন
খ. নিঃ + চয়
● নিঃ+ রোগ
ঘ. তিরঃ + ধান
২২. ‘স্বল্প’ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কী?
ক. স + অম্ল
খ. সো + অল্প
গ. সি + অল্প
● সু + অল্প
২৩. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
● শীত + ঋত
খ. শীত + আর্ত
গ. শিত + অর্ত
ঘ. শিত + ঋত
২৪. কোন শব্দটি আ + এ = ঐ নিয়মে সাধিত সন্ধি?
ক. জনৈক
● সদৈব
গ. সবৈধ
ঘ. জদেব
২৫. উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে সন্ধিতে কী হয়?
ক. র
খ. ম ফলা
● ব-ফলা
ঘ. ম-ফলা
২৬. ‘অন্বেষণ’— এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
● অনু + এষণ
খ. অম্ব + এষণ
গ. অন্ব + ষণ
ঘ. অনু + ষণ
২৭. ‘নাবিক’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. নো + ইক
খ. না + ইক
● নৌ + ইক
ঘ. না + বিক
২৮. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধিজাত শব্দ?
ক. পতঞ্জলি
খ. পরিষ্কার
গ. কুলটা
● ক ও খ
২৯. ‘মনীষা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মন + ঈষা
● মনস + ঈষা
গ. মনঃ + ইষা
ঘ. মনো+ ঈষা
৩০. ‘তত্ত্ব’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. ত + ত্ব
খ. তৎ + ভ
গ. তদ্ + ত্ত
● তদ্ + ত্ব
৩১. ত্ ও দ্ এর পরে হ থাকলে ত্ ও দ্ এর স্থলে দ্ এবং হ এর স্থলে ধ হয়। এ নিয়মের উদাহরণ নিচের কোনটি?
ক. তন্মধ্যে
খ. উচ্ছেদ
● পদ্ধতি
ঘ. উড্ডীন
৩২. ‘অহর্নিশ’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহঃ + নিশ
খ. অহ + নিশা
● অহঃ + নিশা
ঘ. অহ + নিশ
৩৩. সন্ধির নিয়মে অ-কারে অ-কারে আ-কার হয়েছে কোনটিতে?
ক. রত্নাকর
খ. বিদ্যালয়
গ. মহার্ঘ
● হিমাচল
৩৪. ‘যথার্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো-
অথবা, ‘যথার্থ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
● যথা + অর্থ
খ. যথা + আর্থ
গ. যথো + অর্থ
ঘ. যথঃ + অর্থ
৩৫. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাঁচা + কলা = কাঁচকলা
খ. নাতি + বৌ = নাতবৌ
● রুপা + আলি = রুপালি
ঘ. বদ + জাত = বজ্জাত
৩৬. ‘বিদ্যালয়’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্য + আলয়
খ. বিদ + আলয়
গ. বিদ্যা + অলয়
● বিদ্যা + আলয়
৩৭. আ + আ = আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে?
● মহাশয়
খ. মহাপ্রাণ
গ. প্রাণান্ত
ঘ. রত্নাকর
৩৮. ‘অ’ কার কিংবা ‘আ’ কারের পর ‘ই’ কার কিংবা ‘ঈ’ কার থাকলে উভয়ে মিলে-
ক. ঈ-কার হয়
খ. উ-কার হয়
গ. ও-কার হয়
● এ-কার হয়
৩৯. ‘শুভেচ্ছা’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
ক. শুভ + অচ্ছা
খ. শুভ + এচ্ছা
● শুভ + ইচ্ছা
ঘ. শুভে + ইচ্ছা
৪০. ‘পূর্ণেন্দু’ কোন সন্ধি?
● স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. নিপাতনেসিদ্ধ সন্ধি
৪১. নিচের কোনটি সঠিক নিয়মে সাধিত?
● মহা + ঈশ= মহেশ
খ. পরি + ইচ্ছা = পরীক্ষা
গ. হিমা + আলয় = হিমালয়
ঘ. বাগ্ + দান = বাগদান
৪২. অ-কার কিংবা আ-কারের পরে উ-কার কিংবা উ-কার থাকলে উভয়ে মিলে কী হয়?
● ও-কার
খ. ঔ-কার
গ. এ-কার
ঘ. ঐ-কার
৪৩. ‘সদা + এব’ এর সঠিক সন্ধি হলো-
ক. সর্বদা
খ. সর্বত্র
● সদৈব
ঘ. সর্বৈব
৪৪. ‘জনৈক’ শব্দটির সন্ধিবিচ্ছেদ—
ক. জন + ঐক
● জন + এক
গ. জন + ঔক
ঘ. জন + নৈক
৪৫. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত + এক
খ. মতঃ + এক
গ. মতঃ + ঐক্যঃ
● মত + ঐক্য
৪৬. আ + ও = ঔ-এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি?
● মহৌষধি
খ. বনৌষধি
গ. মহৌষধ
ঘ. পরমৌষধ
৪৭. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ – এর উদাহরণ কোনটি?
● পরহৌষধ
খ. বনৌষধি
গ. মহৌষধ
ঘ. পরমৌষধ
৪৮. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক উদ্ধার
খ. পুরস্কার
● অতীত
ঘ. তিরস্কার
৪৯. ‘পরীক্ষা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
● পরি + ঈক্ষা
খ. পরী + ঈক্ষা
গ. পরী + ইক্ষা
ঘ. পরি + ইক্ষা
৫০. ‘ঈ + ই = ঈ’ — এ সূত্রের সন্ধিজাত শব্দ কোনটি?
ক. অতীত
● সতীন্দ্র
গ. পরীক্ষা
ঘ. সতীশ
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির সন্ধি mcq ssc পরিচ্ছেদের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post