পরিচ্ছেদ ২৮ বিভক্তি mcq : বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। যেমন: -এ, -তে, -য়, -য়ে, -কে, -রে, -র, -এর, -য়ের ইত্যাদি। বাক্যে গৌণকর্মের সে সাধারণত -কে এবং -রে বিভক্তি বসে । ক্রিয়াকে “কাকে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তার সঙ্গে এই বিভক্তি যুক্ত হয়। যেমন – শিশুকে, দরিদ্রকে, আমাকে, আমারে ইত্যাদি।
পরিচ্ছেদ ২৮ বিভক্তি mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. ‘লোকে কিনা বলে’- বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?
● -এ
খ. -তে
গ. -রে
ঘ. -যে
২. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে, রে
● -এ, – তে
গ. -র, -এর
ঘ. -এ, -য়ের
৩. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়—
ক. -য়ে
খ. কে
গ. -এ
● -তে
৪. আ-কারান্ত শব্দের শেষে -এ বিভক্তির রূপভেদ-
ক. -ই
খ. -রে
● -য়
ঘ. -র
৫. শব্দের শেষে দ্বিস্বর থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়—
ক. -ই
খ. -রে
● -য়ে
ঘ. -র
৬. বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?
ক. -ই
খ. -রে
● -কে
ঘ. -র
৭. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?
ক. -ই
খ. -রে
গ. -য়
● -র
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৮. বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত অর্থহীন লগ্নকগুলোকে কী বলে?
ক. বচন
খ. নির্দেশক
● বিভক্তি
ঘ. লিঙ্গ
৯. বিভক্তিগুলোকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?
ক. দুই
খ. চার
● তিন
ঘ. পাঁচ
১০. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -ই
খ. -রে
গ. -য়
● -এ
১১. ই-কারান্ত শব্দের শেষে ‘-য়ে’ বিভক্তি ব্যবহারের উদাহরণ কোনটি?
● ঝিয়ে
খ. ছুইয়ে
গ. বউয়ে
ঘ. ভাইয়ে
১২. -এ, -তে, -র, -রে ইত্যাদি বিভক্তি কখনো বাক্যের কিসের সঙ্গেও বসে?
● কর্তার
খ. ক্রিয়ার
গ. কথকের
ঘ. লেখকের
১৩. যেসব শব্দে ‘এর’ বিভক্তি যুক্ত হয়, সেসব শব্দে কী নেই?
● কারচিহ্ন
খ. কর্ম
গ. ফলাচিহ্ন
ঘ. কর্তা
১৪. শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে
খ. -রে
গ. -এর
● -য়ের
১৫. সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে
● -র
গ. -এর
ঘ. -য়ের
১৬. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?
● শূন্য
খ. তৃতীয়া
গ. ৪র্থ
ঘ. পঞ্চম
১৭. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
ক. উচ্চারণগত
খ. অবস্থানগত
গ. অর্থগত
● আকৃতিগত
১৮. র, এর, দিগের, দের, গুলির, গণের গুলোর কোন বিভক্তির চিহ্ন?
● ষষ্ঠী
খ. তৃতীয়া
গ. ৪র্থ
ঘ. পঞ্চম
১৯. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?
● কে, রে
খ. র, এর
গ. এ, য়, তে
ঘ. দ্বারা, দিয়ে, কর্তৃক
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির পরিচ্ছেদ ২৮ বিভক্তি mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post