উদ্দেশ্য ও বিধেয় mcq : বাক্যকে উদ্দেশ্য ও বিধেয়- এই দুই অংশে ভাগ করা যায় । বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে। যেমন – ‘সুমন বল খেলে ।’ এই বাক্যে সুমনকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। অতএব ‘সুমন” বাক্যটির উদ্দেশ্য । বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয়, তাকে বিধেয় বলে । বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে । এখানে ‘বল খেলে’ অংশটি বাক্যের বিধেয়।
বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের শব্দ ও বর্গ যুক্ত হতে পারে। উদ্দেশ্য ও বিধেয়কে এইসব শব্দ ও বর্গ প্রসারিত করে বলে এগুলোর নাম প্রসারক। এছাড়া বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলা হয় পূরক।
উদ্দেশ্য ও বিধেয় mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. বাক্যের দুই অংশ—
ক. উদ্দেশ্য ও কর্তা
খ. বিধেয় ও কর্ম
● উদ্দেশ্য ও বিধেয়
ঘ. উদ্দেশ্য ও কর্ম
২. বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
ক. উদ্দেশ্য
● বিধেয়
গ. পূরক
ঘ. প্রসারক
৩. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
● উদ্দেশ্য
খ. বিধেয়
গ. পূরক
ঘ. প্রসারক
৪. উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ ও বৰ্গ নিয়ে, তাকে বলে-
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
গ. পূরক
● প্রসারক
৫. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-
ক. উদ্দেশ্য
● বিধেয়
গ. পূরক
ঘ. প্রসারক
৬. বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে?
● বাক্যের শুরুতে
খ. বাক্যের মাঝে
গ. বাক্যের শেষে
ঘ. যে কোনো জায়গায়
৭. ‘এইসব মিলিয়ে তৈরি হয় চিনি বা শর্করা’- এখানে ‘এইসব মিলিয়ে’ বর্গ হলো—
ক. উদ্দেশ্য
খ. উদ্দেশ্যের প্রসারক
● বিধেয়ের প্রসারক
ঘ. বিধেয়
৮. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে—
● উদ্দেশ্যের পূর্বে
খ. উদ্দেশ্যের বা বিধেয়ের পরে
গ. উদ্দেশ্যের বা বিধেয়ের পূর্বে
ঘ. বিষেয়ের পূর্বে
৯. মোঘল সম্রাট শাজাহান তাঁর ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন— এখানে মোঘল সম্রাট কী?
ক. উদ্দেশ্য
● উদ্দেশ্যের প্রসারক
গ. বিধেয়ের প্রসারক
ঘ. বিধেয়
১০. ‘যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ আমরা শোধ করতে পারব না’- এখানে ঋণ কী?
ক. উদ্দেশ্য
খ. উদ্দেশ্যের প্রসারক
● বিধেয়ের পূরক
ঘ. বিধেয়
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
১১. বাক্যের বিধেয় অংশে সাধারণত কী থাকে?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. সর্বনাম
● ক্রিয়া
১২. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?
ক. উদ্দেশ্য
খ. বিধেয়
● পূরক
ঘ. প্রসারক
১৩. বাক্য দীর্ঘতর হলে উদ্দেশ্য ও বিধেয় অংশের সঙ্গে নানা ধরনের কী যুক্ত হতে পারে?
ক. শব্দ ও যোজক
● শব্দ ও বর্গ
গ. যোজক ও বলক
ঘ. বলক ও বর্ণ
১৪. ‘চিনি বা শর্করা এইসব মিলিয়ে তৈরি হয়।’ এখানে ‘এইসব মিলিয়ে’ অংশটুকু কী?
ক. উদ্দেশ্য
খ. উদ্দেশ্যের প্রসারক
● বিধেয়ের প্রসারক
ঘ. বিধেয়
১৫. ১৯৫২ সালে সালাম-বরকত-রফিক-জব্বার মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। – এখানে বিধেয়ের পূরক কোনটি?
ক. ১৯৫২ সালে
● জীবন
গ. মাতৃভাষার জন্য
ঘ. উৎসর্গ করেছিলেন
১৬. কখনও কখনও বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের কী বদলে যেতে পারে?
● অবস্থান
খ. প্রকৃতি
গ. ভাব
ঘ. অর্থ
১৭. বাক্যে দুটি অংশ থাকে- এ দুটি কী?
ক. উদ্দেশ্য ও কর্তা
খ. বিধেয় ও কর্ম
● উদ্দেশ্য ও বিধেয়
ঘ. উদ্দেশ্য ও কর্ম
১৮. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
● দুই প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. পাঁচ প্রকার
১৯. সরল উদ্দেশ্য কাকে বলে?
ক. পদক্রম অনুসারী কর্তৃপদকে
খ. একবচন সংবলিত কর্তৃপদকে
● একটিমাত্র পদবিশিষ্ট কর্তৃপদকে
ঘ. সরল বাক্যে অবস্থিত কর্তৃপকে
২০. ‘ভুবনের ঘাটে ঘাটে ভাসিছে’- বাক্যটিতে কী যোগে বিধেয়ের সম্প্রসারণ হয়েছে?
ক. ক্রিয়া বিশেষণ
খ. বিধেয় বিশেষণ
গ. ক্রিয়া বিশেষণীয় বিশেষণ
● কারকাদি
২১. কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে?
● ঘোড়া দ্রুত চলে
খ. তোমাকে যেতে হবে
গ. ইনি আমার ভাই
ঘ. কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে
২২. ‘অমিতের ভাই এসেছে’- বাক্যে কীভাবে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে?
ক. বিশেষণ সহযোগে
খ. সমার্থক বাক্যাংশ সহযোগে
● সম্বন্ধ পদ সহযোগে
ঘ. অসমাপিকা ক্রিয়া বিশেষণ সহযোগে
২৩. ‘কুখ্যাত ডাকাত দল ধরা পড়েছে’- এ বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কীভাবে?
ক. সমার্থক বাক্যাংশ যোগে
খ. ক্রিয়াবিশেষণ যোগে
গ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
● বিশেষণ যোগে
২৪. ‘যারা অত্যন্ত পরিশ্রমী তারাই উন্নতি করে’ – বাক্যে উদ্দেশ্যর সম্প্রসারণ কীভাবে ঘটেছে?
● সমার্থক বাক্যাংশ যোগে
খ. ক্রিয়াবিশেষণ যোগে
গ. বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগে
ঘ. বিশেষণ যোগে
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির উদ্দেশ্য ও বিধেয় mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post