কারক mcq ssc : মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।
কারক ছয় প্রকার: কর্তা কারক, কর্ম কারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক ও সম্বন্ধ কারক। ক্রিয়া যার বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।
কারক mcq ssc
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কারক বলে?
● বিশেষ্য ও সর্বনাম
খ. বিশেষ্য ও বিশেষণ
গ. বিশেষ্য ও অনুসর্গ
ঘ. বিশেষণ ও আবেগ
২. ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই, তেমন কারকের নাম কী?
● সম্বন্ধ
খ. অপাদান
গ. অধিকরণ
ঘ. কর্তা
৩. বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি?
ক. চার
● ছয়
গ. সাত
ঘ. আট
৪. ‘আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম’- বাক্যটিতে আমরা কোন কারক?
● কর্তা
খ. কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৫. যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কোন কারক বলে?
ক. কর্তা
● কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৬. ‘শিক্ষককে জানাও’ — এই বাক্যে ‘শিক্ষককে’ কোন কারক?
ক. কর্তা
● কর্ম
গ. করণ
ঘ. অপাদান
৭. ‘ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়’— এই বাক্যে ‘ভেড়া দিয়ে’ কোন কারক?
ক. কর্তা
খ. কর্ম
● করণ
ঘ. অপাদান
৮. ‘জমি থেকে ফসল পাই’- বাক্যটিতে ‘জমি থেকে’ কোন কারক?
ক. কর্তা
খ. কর্ম
গ. করণ
● অপাদান
৯. কোন কারকে মূলত ক্রিয়ার স্থান, সময় ইত্যাদি বোঝায়?
ক. কর্তা
● অধিকরণ
গ. করণ
ঘ. অপাদান
১০. ‘গাছের ফল পেকেছে’— এখানে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
ক. -র
● -এর
গ. -য়ের
ঘ. -এ
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
১১. ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের সম্পর্ককে কী বলে?
ক. পদ
● কারক
গ. সমাস
ঘ. অনুসর্গ
১২. কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত হয়—
ক. উপসর্গ ও বিভক্তি
খ. উপসর্গ ও অনুসর্গ
গ. পদ ও অনুসর্গ
● বিভক্তি ও অনুসর্গ
১৩. কারক কত প্রকার?
ক. আট
● ছয়
গ. চার
ঘ. দুই
১৪. ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৫. কর্তা কারকে ‘-এ’ বিভক্তির উদাহরণ কোনটি?
● পাগলে কিনা বলে।
খ. শিক্ষককে জানাও।
গ. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
ঘ. রাজীব বাংলা ব্যাকরণে ভালো।
১৬. বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কী?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৭. কোন কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না?
● কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
১৮. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -কে
● -রে
গ. -র
ঘ. -ই
১৯. বাক্যের কর্ম কত প্রকার?
ক. আট
খ. ছয়
গ. চার
● দুই
২০. যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কী বলে?
ক. কর্তা কারক
খ. করণ কারক
● কর্ম কারক
ঘ. অপাদান কারক
২১. সাধারণত কোন কর্ম কারকে বিভক্তি হয় না?
ক. গৌণ কর্ম
● মুখ্য কর্ম
গ. ক ও খ
ঘ. কোনটাই না
২২. গৌণ কর্ম কারকে কোন বিভক্তি হয়?
● -কে
খ. -রে
গ. -র
ঘ. -ই
২৩. কোন কারকে দ্বারা, দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়?
ক. কর্তা কারক
● করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অপাদান কারক
২৪. অপাদান কারকে ক্রিয়ার কী নির্দেশ করা হয়?
ক. অবস্থা
খ. অবস্থান
● উৎস
ঘ. অর্থ
২৫. কোন কারকে সাধারণত হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে?
ক. কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
● অপাদান কারক
২৬. অপাদান কারকের উদাহরণ কোনটি?
ক. ফলের গন্ধে ঘুম আসে না।
খ. বাবা বাড়িতে আছেন।
● কাপটা উঁচু টেবিল থেকে পড়ে গেল।
ঘ. অসহায়কে সাহায্য করো।
২৭. কোন কারকে সাধারণত ‘-এ’, ‘-য়’, ‘-য়ে’, ‘-তে’ ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়?
ক. কর্তা কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
● অধিকরণ কারক
২৮. ‘ফুলের গন্ধে ঘুম আসে না।’- এখানে ফুলের পদটি কোন কারক?
● সম্বন্ধ কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অধিকরণ কারক
২৯. সম্বন্ধ কারকে যে বিভক্তি যুক্ত হয়-
ক. ‘র’, ‘-এর’
খ. ‘কার’, ‘কের’
গ. ‘-য়ের’
● সবগুলো
৩০. যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে কী বলে?
● সম্বন্ধ কারক
খ. করণ কারক
গ. কর্ম কারক
ঘ. অধিকরণ কারক
৩১. কোন বাক্যে প্রযোজক কর্তার ব্যবহার হয়েছে?
ক. শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন
খ. ছেলেরা ফুটবল খেলছে
● রাখাল গরুকে ঘাস খাওয়ায়
ঘ. বাঘে-মহিষে এক ঘাটে জল খায়
৩২. বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?
ক. আট
খ. ছয়
গ. চার
● তিন
৩৩. কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
● পাগলে কী না বলে।
খ. বনে বাঘ আছে।
গ. ফুলে ফুলে বাগান ভরেছে।
ঘ. অন্ধজনে দেহ আলো।
৩৪. কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তির প্রয়োগ রয়েছে?
ক. আমার যাওয়া হলো না।
● ডাক্তার ডাক।
গ. আমি ঢাকা যাচ্ছি।
ঘ. তারা বল খেলে।
৩৫. ‘জগতে কীর্তিমান হয় সাধনায়’ – এখানে ‘সাধনায়’ কোন কারকের উদাহরণ?
ক. কর্ম
খ. অধিকরণ
● করণ
ঘ. কারণ
৩৬. ‘খেজুর রসে গুড় হয়’ — কী বোঝাতে অপাদান কারক হয়েছে?
● জাত
খ. উৎপন্ন
গ. গৃহীত
ঘ. বিচ্যুত
৩৭. ‘বাঘে মহিষে এক ঘাটে জল খায়।’ এ বাক্যে কোন জাতীয় কর্তা উল্লেখ করা হয়েছে?
● ব্যতিহার কর্তা
খ. মুখ্য কর্তা
গ. প্রযোজক কর্তা
ঘ. প্রযোজ্য কর্তা
৩৮. ভাবাধিকরণে সবসময় কোন বিভক্তি যুক্ত হয়?
বা, ভাবাধিকরণ কারকে কোন বিভক্তির প্রয়োগ করা হয়?
ক. ৫মী
● ৭মী
গ. ৬ষ্ঠী
ঘ. সবগুলো
৩৯. ‘কান্নায় শোক মন্দীভূত হয়’ – ‘কান্নায়’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. অপাদান কারক
খ. কালাধিকরণ
গ. আধারাধিকরণ
● ভাবাধিকরণে ৭মী
৪০. ‘সারারাত বৃষ্টি হয়েছে’—এখানে ‘সারারাত’ কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. কর্তীয় শূন্য
● অধিকরণে শূন্য
ঘ. অপাদানে শূন্য
৪১. ‘বাড়ি থেকে নদী দেখা যায়।’- বাক্যে ‘বাড়ি’ কোন কারক?
ক. অপাদান
খ. কর্ম
● অধিকরণ
ঘ. করণ
৪২. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?
ক. আট
খ. ছয়
● চার
ঘ. তিন
৪৩. মূল কর্তার করণীয় কাজ যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
ক. প্রযোজক কর্তা
● প্রযোজ্য কর্তা
গ. মুখ্য কর্তা
ঘ. ব্যতিহার কর্তা
৪৪. ‘ঘোড়ায় গাড়ি টানে’- এ বাক্যে ‘ঘোড়ায়’ কোন কারকে কোন বিভক্তি হবে?
ক. কর্তৃকারকে প্রথমা
● কর্তৃকারকে সপ্তমী
গ. কর্মকারকে স
ঘ. করণকারকে সপ্তমী
৪৫. যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে, তাকে কোন কারক বলে?
● কর্মকারক
খ. সম্প্রদান কারক
গ. করণ কারক
ঘ. কর্তৃকারক
৪৬. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে বলে-
● মুখ্য কর্ম
খ. সমধাতুজ কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. উদ্দেশ্য কর্ম
৪৭. ব্যক্তিবাচক কর্মকে কী বলে?
ক. মুখ্য কর্ম
খ. সমধাতুজ কর্ম
● গৌণ কর্ম
ঘ. উদ্দেশ্য কর্ম
৪৮. কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে?
ক. তাকে আমি চিনি
খ. জিজ্ঞাসিব জনে জনে
● দুধকে মোরা দুগ্ধ বলি
ঘ. লাঙ্গল দ্বারা জমি চাষ হয়
৪৯. ‘ডাক্তার ডাক।’— ডাক্তার ডাক শব্দটি কোন কারক?
ক. করণ
খ. অধিকরণ
● কর্ম
ঘ. অপাদান
৫০. ‘জিজ্ঞাসিব জনে জনে’— এখানে ‘জনে জনে’ কোন কারক ও কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. অপাদানে ৭মী
● কর্মে ৭মী
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম সরল জটিল ও যৌগিক বাক্য mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post