পরিচ্ছেদ ৩৭ উক্তি mcq : বক্তার কথা উপছ্থাপনের ধরনকে উক্তি বলে। উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি। যেমন- ছেলেটি বলেছিল, “আজ আমি অনেক পড়েছি।” – এটি প্রত্যক্ষ উক্তি। ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে। – এটি পরোক্ষ উক্তি।
যে উক্তিতে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হয়, তাকে বলে প্রত্যক্ষ উক্তি। আর যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয়, তাকে বলে পরোক্ষ উক্তি।
প্রত্যক্ষ উক্তি লেখার সময়ে উদ্ধারচিহ্ন ব্যবহৃত হয়। যেমন- রফিক হেসে বললো, “আমি আপনাকে লক্ষ করিনি ।” কালো চুলের মানুষটি বলল, “দশ পর্যন্ত গুনতে পারি। যোগ কী আমার ধারণা আছে। কিন্তু বিয়োগ করতে পারি না।”
পরিচ্ছেদ ৩৭ উক্তি mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময়ে কী ধরনের শব্দের বদল হয়?
ক. কালবাচক
খ. স্থানবাচক
গ. ভাববাচক
● কালবাচক ও স্থানবাচক
২. প্রত্যক্ষ উক্তিতে কোন যতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয়?
ক. সেমিকোলন
খ. ড্যাশ
গ. কোলন
● উদ্ধারচিহ্ন
৩. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
● সর্বনাম
খ. বিশেষণ
গ. বিশেষ্য
ঘ. অনুসর্গ
৪. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন হয় না-
ক. উদ্ধারচিহ্নের
খ. ভাব বিশেষ্যের
● ক্রিয়ার কালের
ঘ. নামবিভক্তির
৫. পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কী অনুযায়ী?
● কর্তা
খ. উদ্দেশ্য
গ. কর্ম
ঘ. নিষেধ
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৬. বক্তার কথা উপস্থাপনের ধরনকে কী বলে?
ক. বচন
খ. বাচ্য
● উক্তি
ঘ. কথন
৭. প্রত্যক্ষ উক্তিতে বক্তার কথা কীভাবে উদ্ধৃত করা হয়?
● সরাসরি
খ. বাঁকাভাবে
গ. অন্যের দ্বারা
ঘ. ইঙ্গিতের মাধ্যমে
৮. প্রত্যক্ষ উক্তির যেখান থেকে উদ্ধারচিহ্ন শুরু হয়, পরোক্ষ উক্তিতে সেখানে যোজক ‘যে’ বসে এবং-
ক. উদ্ধারচিহ্ন বহাল থাকে
● উদ্ধারচিহ্ন উঠে যায়
গ. সেমিকোলন বসে
ঘ. বাক্য সম্পূর্ণ হয়ে যায়
৯. উক্তি পরিবর্তনে বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয় কেন?
ক. বাক্যকে ঠিক রাখার জন্য
খ. পদগুলো যথাস্থানে রাখার জন্য
● অর্থের সংগতি রক্ষার জন্য
ঘ. সর্বনাম সবসময় পরিবর্তনশীল বলে
১০. লোকটি বললেন, ‘আমি আগামীকাল এখানে আবার আসব।’ – এটি পরোক্ষ উক্তি কী হবে?
● লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
খ. যে লোকটি বললেন যে, আমি আগামীকাল এখানে আবার আসব।
গ. লোকটি বললেন যে, তিনি পরদিন এখানে আবার যাবেন।
ঘ. লোকটি বললেন যে, তিনি আগামীকাল এখানে আবার আসবেন।
১১. প্রত্যক্ষ উক্তিতে কিসের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না?
ক. প্রশ্নবাচক
● চিরন্তন সত্য
গ. হৃদয়াবেগ
ঘ. স্থানবাচক
১২. ছেলেটি বলে উঠলো, ‘বাহ! কী সুন্দর বাড়ি।’— এটি পরোক্ষ উদ্ভিতে কী হবে?
ক. ছেলেটি বলে উঠলো যে, বাহ। কী সুন্দর বাড়ি।
খ. ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাহ! কী সুন্দর বাড়ি।
● ছেলেটি আনন্দের সাথে বললো যে, বাড়িটি খুব সুন্দর।
ঘ. ছেলেটি আনন্দের সাথে বাড়িটির সৌন্দর্যের কথা বললো।
১৩. প্রত্যক্ষ উক্তিতে কোন ভাব থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে ভাব অনুযায়ী ক্রিয়ার পরিবর্তন করতে হয়?
ক. প্রশ্নসূচক
খ. অনুজ্ঞাসূচক
গ. আবেগসূচক
● সবগুলোই
১৪. প্রত্যক্ষ উক্তির ‘আগামীকাল’ পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগের দিন
খ. পূর্ব দিন
● পর দিন
ঘ. পরের দিন
১৫. ‘তিনি বললেন যে বইটা তার দরকার’- বাক্যটি কিসের উদাহরণ?
ক. কর্মবাচ্যের
খ. প্রত্যক্ষ উক্তির
গ. কর্তৃবাচ্যের
● পরোক্ষ উক্তির
১৬. কোনো কথকের বাক্ কর্মের নাম কী?
ক. বাচ্য
● উক্তি
গ. বাগবিধি
ঘ. প্রবাদ
১৭. উক্তি কত প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
● দুই প্রকার
১৮. উক্তি পরিবর্তনে কোন সংযোজক অব্যয় পদ ব্যবহৃত হয়?
ক. যেহেতু
খ. যথা
● যে
ঘ. যদি
১৯. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোন পদের পরিবর্তন করতে হয়?
ক. বিশেষ্যের
খ. অব্যয়ের
গ. বিশেষণের
● সর্বনামের
২০. অর্থের সংগতি রক্ষার জন্যে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
● ক্রিয়া এবং সর্বনাম পদের
খ. সর্বনাম এবং পদের
গ. কালের
ঘ. অর্থের
২১. বাক্যের অর্থ-সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোনটির পরিবর্তন করতে হয়?
অথবা, উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
ক. বিশেষ্যের
খ. অব্যয়ের
গ. বিশেষণের
● সর্বনামের
২২. পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?
ক. প্রশ্ন জিজ্ঞাসায়
● চিরন্তন সত্যের বর্ণনায়
গ. অনুজ্ঞাসূচকভাবে
ঘ. আবেগ প্রকাশে
২৩. ‘গতকল্য’ এই কালসূচক শব্দটি পরোক্ষ উক্তিতে কী হবে?
ক. আগের দিন
● পূর্ব দিন
গ. পর দিন
ঘ. পরের দিন
২৪. প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দের ‘গতকাল’ শব্দটি পরোক্ষ উক্তিতে কীরূপে পরিবর্তিত হবে?
● আগের দিন
খ. পূর্ব দিন
গ. পর দিন
ঘ. পরের দিন
২৫. তিনি বললেন, ‘বইটা আমার দরকার’ -এর পরোক্ষ উক্তি কোনটি?
● তিনি বললেন যে, বইটা তাঁর দরকার।
খ. তিনি বললেন, বইটা তাঁর দরকার।
গ. তিনি বললেন, বইটা আমার দরকার।
ঘ. তিনি বইটা তাঁর দরকার বলে জানালেন।
২৬. বশির আমাকে বলল, ‘আমি এক্ষুণি আসছি’ – পরোক্ষ উক্তিতে বাক্যটি কী হবে?
ক. বশির আমাকে বলল যে আমি এগুলি যাচ্ছি
খ. বশির আমাকে বলল যে সে এক্ষুণি আসছে
● বশির আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে
ঘ. বশির আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছে
২৭. হামিদ বলল, ‘আমি এক্ষুণি আসছি’-এর পরোক্ষ উক্তি কোনটি?
● হামিদ বলল যে, সে তক্ষুণি যাচ্ছে
খ. হামিদ বলল যে, আমি এক্ষুণি যাচ্ছি
গ. হামিদ বলল যে, তুমি তক্ষুণি যাচ্ছ
ঘ. হামিদ বলল যে, সে এক্ষুণি আসছে
২৮. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয়?
● ভাব অনুসারে
খ. অর্থ অনুসারে
গ. উক্তি অনুসারে
ঘ. বাচ্য অনুসারে
২৯. প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না?
ক. ক্রিয়ার
খ. পুরুষের
● কালের
ঘ. কর্তার
৩০. শিক্ষক বললেন, ‘তোমরা কি ছুটি চাও?’ – এর পরোক্ষ উক্তি—
ক. আমরা ছুটি চাই কি না— শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
● আমাদের ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
গ. আমরা যে ছুটি চাই শিক্ষক তাহা জিজ্ঞেস করলেন
ঘ. আমাদের ছুটির দরকার কি না— শিক্ষক জানতে চাইলেন
৩১. বাবা বললেন, ‘সত্য কথা বলবে’—এই প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি?
ক. বাবা সত্য কথা বলার অনুরোধ করলেন
● বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন
গ. বাবা সত্য কথা বলার আদেশ দিলেন
ঘ. বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন
৩২. শিক্ষক বললেন, ‘চুপ করো’— এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. শিক্ষক চুপ করতে বললেন
খ. শিক্ষক বললেন যে, চুপ করো
● শিক্ষক চুপ করার আদেশ দিলেন
ঘ. শিক্ষক চুপ করার অনুরোধ জানালেন
৩৩. শিক্ষক বললেন, ‘পৃথিবী গোলাকার’— এর পরোক্ষ উক্তি কোনটি হবে?
● শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার
খ. শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার
গ. শিক্ষক বললেন, পৃথিবী হয় গোলাকার
ঘ. শিক্ষক বললেন যে, গোলাকার হয় পৃথিবী
৩৪. ছেলেটি বলেছিল, ‘আজ আমি অনেক পড়েছি।’ এই উক্তিটি—
● প্রত্যক্ষ উক্তি
খ. উক্তি
গ. বক্তার কথা
ঘ. পরোক্ষ উক্তি
৩৫. যে উক্তিতে বক্তার কথা অন্যের দ্বারা বর্ণিত হয় তাকে কী বলে?
ক. প্রত্যক্ষ উক্তি
খ. উক্তি
গ. বক্তার কথা
● পরোক্ষ উক্তি
৩৬. জনি হেসে বলল, ‘আমি আপনাকে লক্ষ করিনি।’ — এর পরোক্ষ উক্তি হলো—
● জনি হেসে বলল যে, সে তাঁকে লক্ষ করেনি।
খ. জনি হাসতে হাসতে বলল যে, সে আপনাকে লক্ষ করেনি।
গ. জনি হাসি দিয়ে বলল যে, আমি তাকে লক্ষ করিনি।
ঘ. জনি হাসির সঙ্গে বলল যে, তাকে লক্ষ করেনি।
৩৭. অর্থসংগতি রক্ষার জন্য উক্তি পরিবর্তনের সময় বাক্যে ব্যবহৃত সর্বনামের কী প্রয়োজন হয়?
ক. বিয়োজন
খ. সংযোজন
● পরিবর্তন
ঘ. সংকোচন
৩৮. রাজিব বলল, ‘আমি বাগান করা পছন্দ করি।’ এ বাক্যের পরোক্ষ উক্তি হবে-
ক. বাগান করা রাজিবের পছন্দ এটি সে বলল ।
খ. রাজিব বলল যে, বাগান করা আমার পছন্দ।
গ. রাজিব বলল যে, বাগান করা তার পছন্দ
● রাজিব বলল যে, সে বাগান করা পছন্দ করে।
৩৯. লিপি বলল, ‘আমি এখনই বের হচ্ছি।’ – এর পরোক্ষ উক্তি কোনটি?
ক. লিপি বলল যে, আমি তখনই বের হচ্ছি
খ. লিপি বলল যে, তিনি এখনই বের হচ্ছেন
● লিপি বলল যে, সে তখনই বের হচ্ছে
ঘ. লিপি বললেন যে, সে তখনই বের হচ্ছে
৪০. লোকটি বললেন, ‘আমি আগামীকাল এখানে আবার আসব।’ বাক্যটির পরোক্ষ উক্তি হবে-
ক. লোকটি বললেন যে, সে আগামীকাল আবার সেখানে যাব।
খ. লোকটি বললেন যে, আমি পরদিন সেখানে আবার যাব।
● লোকটি বললেন যে, তিনি পরদিন সেখানে আবার যাবেন।
ঘ. লোকটি আগামীকাল সেখানে যাবে বলে অঙ্গীকার করল।
৪১. কোন ক্ষেত্রে পরোক্ষ উক্তির ক্রিয়ার কাল পরিবর্তিত হয় না?
ক. প্রশ্ন জিজ্ঞাসায়
● চিরন্তন সত্যের উদ্ধৃতিতে
গ. অনুজ্ঞাসূচক উদ্ধৃতিতে
ঘ. আবেগসূচক উদ্ধৃতিতে
৪২. মা আমাকে বললেন, ‘তোমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে কবে?’ বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?
ক. মা আমাকে জিজ্ঞাসা করলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।
● মা আমার কাছে জানতে চাইলেন কবে আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি হবে।
গ. আমার মা আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি করে তা জানতে চাইলেন।
ঘ. আমাদের স্কুলে গ্রীষ্মের ছুটি কবে তা মা জানতে চাইলেন।
৪৩. লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করলেন। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হলো—
ক. লোকটি আমাকে বললেন, ‘আগে আসুন সামনে বসুন।’
খ. লোকটি আমাকে বললেন, ‘আপনি সামনের আসনে বসুন।’
● লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন।’
ঘ. লোকটি আমাকে বললেন, ‘অনুগ্রহ করুন এবং সামনের আসনে বসুন।’
৪৪. উক্তি কথাটির আভিধানিক অর্থ কোনটি?
ক. কথনীয়
খ. বচন
● কথন
ঘ. সারকথা
৪৫. ‘আজ’ পরোক্ষ উক্তিতে কী হবে?
ক. পূর্ব দিন
খ. পর দিন
গ. আগের দিন
● সেদিন
৪৬. তিনি বললেন, ‘দয়া করে ভিতরে আসুন।’ বাক্যটি কিসের উদাহরণ?
● প্রত্যক্ষ উক্তি
খ. উক্তি
গ. বক্তার কথা
ঘ. পরোক্ষ উক্তি
৪৭. সে বলল, ‘আমি ভালো আছি’ – বাক্যটির পরোক্ষ উক্তি কোনটি?
ক. সে বলল, সে ভালো আছে
খ. সে বলল, আমি ভালো আছি।
গ. সে বলল যে, আমি ভালো আছি।
● সে বলল যে সে ভালো আছে।
৪৮. প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. ওখানে
● সেখানে
গ. এই খানে
ঘ. এখানে
৪৯. তিথি বলেছিল, ‘আমি জাফলং যাচ্ছি’ – এর পরোক্ষ উক্তি কী?
ক. তিথি বলেছিল যে, সে জাফলং যাবে
● তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে
গ. তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছিল
ঘ. তিথি বলল যে, সে জাফলং গেল
৫০. বাক্য অসম্পূর্ণ রেখে প্রাসঙ্গিক অন্য তথ্য জ্ঞাপনের সময় কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. হাইফেন
খ. ড্যাশ
● কোলন
ঘ. কোলন ড্যাশ
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির পরিচ্ছেদ ৩৭ উক্তি mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post