পরিচ্ছেদ ৩৮ যতিচিহ্ন mcq : মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ বা বিরতিচিহ্নও বলা হয়।
পরিচ্ছেদ ৩৮ যতিচিহ্ন mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. যতিচিহ্নের অপর নাম কী?
● বিরামচিহ্ন
খ. বিরতিচিহ্ন
গ. বিষয়চিহ্ন
ঘ. ক ও খ উভয়ই
২. বাক্যের পূর্ণ সমাপ্তি বা পূর্ণ বিরতি নির্দেশ করতে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
ক. কমা
খ. সেমিকোলন
● দাঁড়ি
ঘ. বিকল্পচিহ্ন
৩. শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে ব্যবহৃত হয়?
ক. দাঁড়ি
● কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন
৪. দুটি অধীন বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠতা নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. দাঁড়ি
খ. কমা
● সেমিকোলন
ঘ. কোলন
৫. প্রশ্ন বোঝাতে কোন যতিচিহ্নের ব্যবহার হয়?
ক. বিস্ময়চিহ্ন
খ. উদ্ধারচিহ্ন
● প্রশ্নচিহ্ন
ঘ. দাঁড়ি
৬. শব্দসংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. ত্রিবিন্দু
● বিন্দু
গ. বিকল্পচিহ্ন
ঘ. কোলন
৭. লেখার সময়ে কোনো কথা অব্যক্ত রাখতে চাইলে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?
● ত্রিবিন্দু
খ. বিন্দু
গ. বিকল্পচিহ্ন
ঘ. কোলন
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৮. মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে ব্যবহৃত চিহ্নগুলোকে কী বলে?
ক. যতিচিহ্ন
খ. বিরতিচিহ্ন
গ. বিরামচিহ্ন
● সবগুলোই
৯. সামান্য বিরতি নির্দেশ করে কোন যতিচিহ্নটি?
ক. দাঁড়ি
● কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন
১০. সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে কোন যতিচিহ্নটি বসে?
ক. বিস্ময়চিহ্ন
খ. উদ্ধারচিহ্ন
● প্রশ্নচিহ্ন
ঘ. দাঁড়ি
১১. পাঠ্যবইয়ে কতগুলো যতিচিহ্নের আলোচনা করা হয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
● ১৩টি
ঘ. ১৫টি
১২. বাক্যের শেষে যে যতিচিহ্ন বসে—
ক. প্রশ্নচিহ্ন
খ. বিস্ময়চিহ্ন
গ. দাঁড়ি
● সবগুলোই
১৩. উদ্ধার চিহ্ন কত রকম?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
১৪. অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কালনির্দেশের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. কোলন
খ. হাইফেন
● বন্ধনী
ঘ. বিন্দু
১৫. একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. ত্ৰিবিন্দু
● বিকল্পচিহ্ন
গ. ড্যাশ
ঘ. বন্ধনী
১৬. ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে কোন যতিচিহ্ন বসে?
● ড্যাশ
খ. কোলন
গ. হাইফেন
ঘ. বন্ধনী
১৭. বন্ধনী কত প্রকার?
ক. দুই
● তিন
গ. চার
ঘ. পাঁচ
১৮. কোনো কিছু উদ্ধৃত করার কাজে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
ক. প্রশ্নচিহ্ন
খ. বিস্ময়চিহ্ন
গ. দাঁড়ি
● উদ্ধারচিহ্ন
১৯. শুদ্ধ/অশুদ্ধ চিহ্নিত করো। এ বাক্যের শুদ্ধ ও অশুদ্ধ পদ দুটোর মাঝে ব্যবহৃত চিহ্নটির নাম কী?
ক. প্রশ্নচিহ্ন
খ. বিস্ময়চিহ্ন
● বিকল্পচিহ্ন
ঘ. উদ্ধারচিহ্ন
২০. ‘কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা।’ এ বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?
● কমা
খ. হাইফেন
গ. বিকল্পচিহ্ন
ঘ. ড্যাশ
২১. যতিচিহ্নের অন্য নাম হচ্ছে-
ক. প্রশ্নচিহ্ন
খ. বিস্ময়চিহ্ন
● বিরতিচিহ্ন
ঘ. উদ্ধারচিহ্ন
২২. ‘গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত- বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ’ — এ বাক্যের শব্দগুলোর পরে এবং শেষে কোন যতিচিহ্ন বসবে?
● কমা, দাঁড়ি
খ. কমা, সেমিকোলন
গ. কমা, কোলন
ঘ. সেমিকোলন, দাঁড়ি
২৩. ‘রনি, দেখ তো কে এসেছে’ – এ বাক্যের শেষে কোন যতিচিহ্ন বসবে?
● দাঁড়ি
খ. হাইফেন
গ. বিকল্পচিহ্ন
ঘ. ড্যাশ
২৪. রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ‘পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ’- এ বাক্যে কী কী যতিচিহ্ন বসবে?
ক. বিন্দু, কোলন, দাঁড়ি
খ. কোলন, উদ্ধারচিহ্ন, কমা
● কমা, উদ্ধারচিহ্ন, দাঁড়ি
ঘ. কোলন, উল্কারচিহ্ন, দাঁড়ি
২৫. সোহাগ ক্রিকেট পছন্দ করে আমি ফুটবল পছন্দ করি। এ বাক্যের মাঝখানে কোন যতিচিহ্ন বসবে?
ক. কমা
● সেমিকোলন
গ. দাঁড়ি
ঘ. বিকল্পচিহ্ন
২৬. তিনি পড়েছেন বিজ্ঞান পেশা ব্যাংকার আর নেশা সাহিত্যচর্চা। এ বাক্যে ‘বিজ্ঞান’ ও ‘ব্যাংকার’ শব্দের পরে কোন যতিচিহ্ন বসবে?
ক. কমা
● সেমিকোলন
গ. দাঁড়ি
ঘ. বিকল্পচিহ্ন
২৭. বাংলাদেশ দল জয়লাভ করেছে বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। – এ বাক্যে কোন যতিচিহ্নের অভাব লক্ষণীয়?
ক. কমা
● ড্যাশ
গ. দাঁড়ি
ঘ. বিকল্পচিহ্ন
২৮. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যে কোন ধরনের উদ্ধার চিহ্ন ব্যবহার করা হয়?
ক. ত্রিবিন্দু
খ. বিন্দু
গ. একক
● দ্বৈত
২৯. ভাষায় ব্যবহৃত গাণিতিক চিহ্ন কোনটি?
ক. ধাতু বুঝাতে (√)
● বন্ধনী ()
গ. সংযোগচিহ্ন (-)
ঘ. ড্যাশ (-)
৩০. তিনি রেগে গিয়ে বললেন, ‘তার মানে তুমি একটা ___।’ এ বাক্যে শূন্যস্থানে যে যতিচিহ্নের ব্যবহার হবে তার নাম –
ক. ইলেক
● ত্রিবিন্দু
গ. বিন্দু
ঘ. সেমিকোলন
৩১. আমাদের ঐক্য বাইরের। … এ ঐক্য জড় অকৰ্মক, সজীব সকর্মক নয়। এ বাক্যে ‘এ’ শব্দের পূর্বে যে যতিচিহ্নের ব্যবহার হয়েছে তার নাম কী?
ক. ইলেক
● ত্রিবিন্দু
গ. বিন্দু
ঘ. সেমিকোলন
৩২. একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে যে যতিচিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে—
ক. ইলেক
● বিকল্পচিহ্ন
গ. বিন্দু
ঘ. সেমিকোলন
৩৩. কমার আরেক নাম কী?
ক. পাদটীকা
খ. পূর্ণচ্ছেদ
● পাদচ্ছেদ
ঘ. পাদবন্ধন
৩৪. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি
● কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন
৩৫. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
অথবা, বাক্যে সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
ক. দাঁড়ি
● কমা
গ. সেমিকোলন
ঘ. কোলন
৩৬. সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্যে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. দাঁড়ি
● হাইফেন
গ. সেমিকোলন
ঘ. কোলন
৩৭. যৌগিক ও মিশ্রবাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. দাঁড়ি
● ড্যাস
গ. সেমিকোলন
ঘ. কোলন
৩৮. বিরামচিহ্ন কেন ব্যবহৃত হয়?
ক. বাক্য সংকোচনের জন্যে
● বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্যে
গ. বাক্যের সৌন্দর্যের জন্যে
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্যে
৩৯. কোন যতি চিহ্নের জন্যে সবচেয়ে বেশি সময় থামতে হয়?
● দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
ঘ. কোলন
৪০. কোন যতি চিহ্ন ব্যবহারে ১ বলার দ্বিগুণ সময় লাগে?
ক. কমা (,)
খ. ড্যাস (-)
● সেমিকোলন (;)
ঘ. কোলন ড্যাস (:-)
৪১. বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
ক. ১ (এক) বলতে যে সময় লাগে
● ১ বলার দ্বিগুণ সময়
গ. এক সেকেন্ড
ঘ. ‘এক’ উচ্চারণে যে সময় লাগে
৪২. বাক্যে কোন যতিচিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
● হাইফেন/ইলেক
খ. ড্যাস
গ. সেমিকোলন
ঘ. কোলন
৪৩. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?
● দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
ঘ. কোলন
৪৪. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
ক. দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
● কোলন
৪৫. কোনটির বিরতিকাল কোলন ড্যাস-এর বিরতি কালের সমান?
ক. দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
● কোলন
৪৬. মৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?
ক. প্রশ্নচিহ্ন
● বিস্ময়সূচক
গ. বিরতিচিহ্ন
ঘ. উদ্ধারচিহ্ন
৪৭. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসবে?
ক. দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
● কোলন
৪৮. বাক্যে পরিসমাপ্তি বুঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ
খ. ড্যাস
গ. সেমিকোলন
● কোলন
৪৯. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
ক. ;
খ.।
গ. –
● !
৫০. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়?
ক. দাঁড়ি
খ. ড্যাস
গ. সেমিকোলন
● কোলন ড্যাস
আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির পরিচ্ছেদ ৩৮ যতিচিহ্ন mcq বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post