বাংলা ভাষার রীতি ও বিভাজন mcq : অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে: ১. কথ্য ভাষা রীতি ও ২. লেখ্য ভাষা রীতি। বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে আদর্শ কথ্য রীতি ও আঞ্চলিক কথ্য রীতি। আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে প্রমিত রীতি, সাধু রীতি ও কাব্য রীতি। একে একে এসব রীতি সম্পর্কে আলোচনা করা হলো।
বাংলা ভাষার রীতি ও বিভাজন mcq
এনসিটিবি প্রণীত পাঠ্যবইয়ের বহুনির্বাচনি
১. বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে-
ক. সাধু রীতি
খ. আঞ্চলিক রীতি
গ. লেখ্য রীতি
● প্রমিত রীতি
২. বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয়—
ক. প্রাচীন যুগে
● উনিশ শতকের শুরুতে
গ. মধ্যযুগে
ঘ. বিশ শতকের শুরুতে
৩. নিচের কোনটি সাধু রীতির ক্রিয়াপদ?
● করিল
খ. করেছে
গ. করত
ঘ. করলাম
৪. সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি?
● ক্রীয়ারূপ দীর্ঘ
খ. অনুসর্গ হ্রস্ব
গ. বিশেষ্যের অধিক্য
ঘ. সর্বনাম হ্রস্বতর
৫. বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায়?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
পরীক্ষায় কমন উপযোগী আরও বহুনির্বাচনি
৬. নিচের কোনটি লেখ্য ভাষা রীতি?
ক. প্রমিত রীতি
খ. কাব্য রীতি
গ. সাধু রীতি
● সবগুলোই সঠিক
৭. নিচের কোনটি লেখা রীতির অন্তর্ভুক্ত নয়?
● আদর্শ কথ্য রীতি
খ. সাধু রীতি
গ. প্রমিত নীতি
ঘ. কাব্য রীতি
৮. কোনটি ভাষার মূল রূপ?
ক. লেখ্য ভাষা রীতি
খ. সাধু ভাষা রীতি
● কথ্য ভাষা রীতি
ঘ. আঞ্চলিক ভাষা রীতি
৯. স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত-
ক. লেখ্য ভাষা রীতির
খ. সাধু ভাষা রীতির
● কথ্য ভাষা রীতির
ঘ. আঞ্চলিক ভাষা রীতির
১০. যে ভাষার পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা ও উপভাষার জন্ম—
ক. লেখ্য ভাষা রীতির
খ. সাধু ভাষা রীতির
● কথ্য ভাষা রীতির
ঘ. আঞ্চলিক ভাষা রীতির
১১. আসামের বরাক অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
● পূর্বি
১২. বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উপভাষার নাম কী?
● বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৩. বিহারের পূর্ব অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৪. বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপভাষার নাম কী?
● বাঙ্গালি
খ. কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৫. পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের উপভাষার নাম কী?
ক. বরেন্দ্রি
● কামরূপি
গ. রাঢ়ি
ঘ. পূর্বি
১৬. বস্তার কী ভেদে আদর্শ কথ্য রীতিতে কমবেশি পার্থক্য দেখা যায়?
ক. সামাজিক অবস্থান
খ. শিক্ষা
গ. সংস্কৃতি
● সবগুলোই সঠিক
১৭. ‘চর্যাপদ’ লেখ্য ভাষা রীতির কোন রীতিতে রচিত?
ক. প্রমিত রীতি
খ. সাধু রীতি
গ. গদ্য রীতি
● কাব্য রীতি
১৮. বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ কত আগে রচিত হয়েছিল?
ক. প্রায় পাঁচশ বছর
খ. প্রায় দুই হাজার বছর
গ. প্রায় সাড়ে তিন হাজার বছর
● প্রায় এক হাজার বছর
১৯. বাংলা সাধু রীতির বিকাশ ঘটে কখন?
● ঊনিশ শতকের শুরুতে
খ. বিশ শতকের শুরুতে
গ. উনিশ শতকের মাঝামাঝি
ঘ. বিশ শতকের দ্বিতীয়ার্ধে
২০. সাধু রীতি বাংলা লেখ্য ভাষায় চালু রয়েছে কত শতাব্দী ধরে?
ক. প্রায় তিন শতাব্দী
খ. এক শতাব্দী
গ. অর্ধ শতাব্দী
● প্রায় দুই শতাব্দী
২১. বিশ শতকের মাঝামাঝি পর্যায়ে চলিত রীতি কোন রীতির জায়গা দখল করে?
ক. কথা রীতির
খ. বাংলা কাব্য রীতির
গ. আদর্শ লেখ্য রীতির
● সাধু রীতির
২২. লেখ্য বাংলা ভাষার সর্বজনগ্রাহ্য লিখিত রূপ কোনটি?
ক. সাধু রীতি
খ. কাব্য রীতি
● প্রমিত রীতি
ঘ. চলিত রীতি
২৩. লিখিত বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?
● চর্যাপদ
খ. গদ্য রীতি
গ. পদ্মাবতী
ঘ. মঙ্গলকাব্য
২৪. ‘চর্যাপদ’ কত বছর আগের লিখিত বাংলা ভাষা?
ক. প্রায় পাঁচশ বছর
খ. প্রায় দুই হাজার বছর
গ. প্রায় সাড়ে তিন হাজার বছর
● প্রায় এক হাজার বছর
২৫. কোন যুগের ভাষার নিদর্শন বাংলা গদ্য?
● আধুনিক যুগ
খ. অন্ধকার যুগ
গ. মধ্যযুগ
ঘ. প্রাচীন যুগ
২৬. চলিত রীতির একটি আদর্শ রূপ প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে কোন শতকে?
● একুশ শতকে
খ. উনিশ শতকে
গ. সতেরো শতকে
ঘ. ষোলো শতকে
২৭. বাংলা কাব্য রীতি কয়ভাগে বিভক্ত?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৮. নিচের কোনটি সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য নয়?
ক. ক্রিয়াপদের দীর্ঘ রূপ
খ. সর্বনামে ‘হ’ বর্ণ যুক্ত
গ. তৎসম শব্দবহুল
● ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ
২৯. ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় কোন রীতিতে?
ক. সাধু রীতি
খ. কাব্য রীতি
গ. প্রমিত রীতি
● চলিত রীতি
৩০. শিশুর প্রমিত রীতি শেখার প্রধান মাধ্যম—
ক. মায়ের মুখের ভাষা
খ. বিভিন্ন ভাষার বই
গ. বিভিন্ন উপভাষা
● পাঠ্যপুস্তক
৩১. কীসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে?
ক. কাল ও দেশভেদে
খ. পরিবেশ ও অঞ্চলভেদে
গ. কাল ও স্থানভেদে
● দেশ, কাল ও পরিবেশভেদে
৩২. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলিত
খ. আঞ্চলিক
● সাধু
ঘ. প্রাকৃত
৩৩. বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্যরীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
ক. সাধু ভাষা
খ. মিশ্র ভাষা
● আদর্শ চলিত ভাষা
ঘ. আঞ্চলিক ভাষা
৩৪. বাংলা ভাষার রীতি কয়টি?
● দুইটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. চারটি
৩৫. বাংলা লেখ্য ভাষার রীতি কয়টি?
ক. দুইটি
● তিনটি
গ. পাঁচটি
ঘ. চারটি
৩৬. সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি?
● গুরুগম্ভীর
খ. অবোধ্য
গ. গুরুচণ্ডালী
ঘ. দুর্বোধ্য
৩৭. ভাষার কোন রূপ ব্যাকরণ অনুসরণ করে চলে?
ক. চলতি
খ. আঞ্চলিক
● সাধু
ঘ. প্রাকৃত
৩৮. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
ক. কথ্য ভাষা
খ. লেখ্য ভাষা
● সাধু ভাষা
ঘ. চলিত ভাষা
৩৯. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারীচাদ মিত্র
● প্রমথ চৌধুরী
৪০. আঞ্চলিক ভেন সহজে বোঝা যায় কোন রীতির?
ক. আঞ্চলিক রীতির
খ. চলিত রীতির
● কথ্য রীতির
ঘ. সাধু রীতির
৪১. আসামের বরাক ও ত্রিপুরা অঞ্চলের উপভাষা কী নামে পরিচিত?
ক. বরেন্দ্রি
খ. কামরূপি
গ. রাঢ়ি
● পূর্বি
৪২. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
ক. বিশেষ্য ও বিশেষণে
● ক্রিয়া ও সর্বনামে
গ. ক্রিয়ায়
ঘ. বিশেষ্য
৪৩. কোনটি চলিত ভাষারীতির বৈশিষ্ট্য?
ক. বিশেষণ ও ক্রিয়ায়
খ. গুরুগম্ভীর
গ. তৎসম শব্দবহুল
● তদ্ভব শব্দবহুল
৪৪. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী?
● সাধু রীতি
খ. কাব্য রীতি
গ. প্রমিত রীতি
ঘ. চলিত রীতি
৪৫. সাহিত্যের একমাত্র কোন মাধ্যমটিতে ভাষারীতি মিশ্রণ দূষণীয়?
ক. উপন্যাসে
খ. নাটকে
গ. গল্পে
● কবিতায়
৪৬. চলিত রীতির শব্দ কোনটি?
ক. তুলা
খ. শুকনা
● তুলো
ঘ. পড়িল
৪৭. ‘বন্য’ শব্দের চলিত রূপ কোনটি?
ক. বুন
খ. বন
● বুনো
ঘ. বৃন
৪৮. নিচের কোনটি চলিত রীতির শব্দ?
ক. তুলা
খ. পড়িল
● শুকনো
ঘ. শুকনা
৪৯. বাংলা ভাষার সবচেয়ে পুরনো রীতি হলো—
ক. অমিত্রাক্ষর
খ. মিত্রাক্ষর
● পদ্য কাব্য
ঘ. পয়ার
৫০. ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের যাবতীয় দাপ্তরিক কাজ চলে—
ক. সাধু রীতিতে
খ. কথ্য রীতিতে
● প্রমিত রীতিতে
ঘ. আঞ্চলিক রীতি
⮞ আরো দেখো: বাংলা ২য় পত্রের সকল পরিচ্ছেদের MCQ (উত্তরসহ)
শিক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে নবম-দশম শ্রেণির বাংলা ভাষার রীতি ও বিভাজন mcq পরিচ্ছেদের বহুনির্বাচনি প্রশ্নের উত্তরগুলো সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post