পল্লিজননী কবিতার mcq
১২২৩. জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. রসুলপুর
ড়. তাম্বুলখানা
গ. চাঁপাডাঙা
ঘ. কাটাদিয়া
১২২৪. জসীমউদ্দীনের কোন গ্রন্থ বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে?
ক. এক পয়সার বাঁশি
খ. মাটির কান্না
ড়. নকশিকাঁথার মাঠ
ঘ. সোজনবাদিয়ার ঘাট
১২২৫. কোন বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীনকে ডি-লিট ডিগ্রি প্রদান করে?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
ড়. বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়
১২২৬. কত খ্রিষ্টাব্দে জসীমউদ্দীন মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭৫
ড়. ১৯৭৬
গ. ১৯৭৭
ঘ. ১৯৭৮
১২২৭. মায়ের চোখের পাতা ঢুলছে কেন?
ক. ছেলের রোগ চিন্তায়
খ. রাত থমথম স্তব্ধ থাকায়
গ. রাত্রি জাগরণে
ড়. চোখে তন্দ্রা আসায়
১২২৮. ‘পল্লিজননী’ কবিতায় দীপটি কোথায় জ্বলছিল?
ক. বিছানার কোণে
ড়. শিয়রের কাছে
গ. পিলসুজের উপর
ঘ. মায়ের হাতে
১২২৯. ‘পল্লিজননী’ কবিতায় কুঁড়েঘরে শীতের বায়ু আসছে কেন?
ক. ঘরে বেড়া নেই বলে
খ. বেড়া থাকলেও দরজা নেই বলে
গ. বেড়ার জানালা খোলা বলে
ড়. জীর্ণ বেড়া ফাঁক হয়ে আছে বলে
১২৩০. ‘পল্লিজননী’ কবিতায় কে ছেলেকে চুপ করে ঘুমোতে বলছেন?
ক. বাবা
ড়. মা
গ. ডাক্তার
ঘ. ইমাম
১২৩১. মা চুপ করতে বলায় ছেলে কী প্রতিক্রিয়া ব্যক্ত করে?
ক. মিনতি
খ. ঘৃণা
ড়. রাগ
ঘ. অভিমান
১২৩২. ‘পারে যদি বুকে যত স্নেহ আছে’ এখানে ‘যত স্নেহ’ বলতে কী বোঝানো হয়েছে?
ড়. অপরিসীম স্নেহ
খ. রুগ্ণ পুত্রের প্রতি স্নেহ
গ. পুত্রের রোগমুক্তি কামনা
ঘ. দুখিনী মায়ের হৃদয়ের হাহাকার
১২৩৩. ‘পল্লিজননী’ কবিতায় দরগায় কী মানত করা হয়?
ক. মোমবাতি
খ. আগরবাতি
গ. জোড়া মুরগি
ড়. দান
১২৩৪. বাঁশ বনে বসে কোন পাখি ডাকে? [অনু. ১]
ক. কোকিল
ড়. কানাকুয়ো
গ. হুতুম
ঘ. দোয়েল
১২৩৫. কবি কাদের পোশাককে কুয়াশা কাফনের সঙ্গে তুলনা করেছেন?
ড়. জোনাকি মেয়েদের
খ. বাদুড়দের
গ. কানাকুয়োদের
ঘ. ডাহুক পাখিদের
১২৩৬. ছেলে কাকে লাটাই যতড়ব করে রাখতে বলে?
ক. বড় বোনকে
খ. করিমকে
ড়. মাকে
ঘ. আজিজকে
১২৩৭. ‘সাত-নরি’, ‘ফুলঝুরি’ বলতে তুমি কী বোঝ?
ক. একপ্রকার মিষ্টান্ন
খ. একপ্রকার তৈজসপত্র
গ. মাটির হাঁড়ি
ড়. হাঁড়ি রাখার সিকা
১২৩৮. ‘পল্লিজননী’ কবিতায় অনেকক্ষণ কথা বলে রুগ্ণ ছেলে-
ক. হাঁপিয়ে ওঠে
খ. ঘুমিয়ে পড়ে
ড়. চুপ করে
ঘ. গল্প শুনতে চায়
১২৩৯. ‘পল্লিজননী’ কবিতায় থম থম কাল রাত কোথায়?
ক. রুগ্ণ ছেলের শিয়রে
খ. বাঁশবনে
ড়. বাইরে
ঘ. কুটিরে
১২৪০. ‘ওরে মুখপোড়া কোথা গিয়াছিলি এমনি এ কালি সাঁঝে।’ এখানে ‘মুখপোড়া’ বলতে বোঝানো হয়েছে-
ক. হনুমানকে
খ. শত্রুকে
ড়. দুরন্ত ছেলেকে
ঘ. মিত্রকে
১২৪১. ‘মোসলমানের আড়ঙ দেখিতে নাই।’ এ কথা কে বলেছে?
ক. রহিম চাচা
খ. মসজিদের ইমাম
গ. বাবা
ড়. মা
১২৪২. আড়ঙের দিনে ‘পল্লিজননী’ কবিতার রুগ্ণ ছেলেটি পুতুল কিনতে চেয়েছিল কেন?
ক. পুতুল তার প্রিয় খেলনা বলে
ড়. তার বন্ধুরা কিনেছিল বলে
গ. বন্ধুকে উপহার দেবে বলে
ঘ. তার কাছে টাকা ছিল বলে
১২৪৩. ‘পল্লিজননী’ কবিতায় রুগ্ণ ছেলের জন্য কী জোটেনি?
ক. ওষুধ
খ. ঝাড়-ফুঁক
ড়. পথ্য
ঘ. পানিপড়া
১২৪৪. ‘ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা।’ এখানে ‘পাখিটি’ বলতে বোঝানো হয়েছে
ক. দুখিনী মাকে
ড়. রুগ্ণ ছেলেকে
গ. করিমকে
ঘ. আজিজকে
১২৪৫. ‘পল্লিজননী’ কবিতায় ঘরের চালেতে ডাকছে-
ক. ঘুঘু
ড়. হুতুম
গ. কাক
ঘ. বাদুড়
১২৪৬. ‘পল্লিজননী’ কবিতায় মা দূর-দূর করে ওঠেন কেন?
ড়. অমূলক শঙ্কা এড়াতে
খ. মরণের দূত তাড়াতে
গ. হুতুম পেঁচা তাড়াতে
ঘ. ঝড়ের কাঁপন থামাতে
১২৪৭. বিরহিণী ডাহুকের ডাক পল্লিজননীর মনে কোন অনুভূতির জোগান দেয়?
ক. আনন্দের
খ. বেদনার
ড়. শূন্যতার
ঘ. পূর্ণতার
১২৪৮. ‘পল্লিজননী’ কবিতায় ‘মহাকাল’ অর্থে তুমি কী বোঝ?
ক. মহান যে কাল
খ. মহা যে কাল
গ. অন্ধকার রাত
ড়. দুঃসময়
১২৪৯. ‘পল্লিজননী’ কবিতায় কিসের তেল ফুরিয়ে এসেছে?
ক. গাড়ির
খ. লণ্ঠনের
ড়. মাটির প্রদীপের
ঘ. জাহাজের
১২৫০. ‘নামাজের ঘর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. খানকা
ড়. মসজিদ
গ. মাদ্রাসা
ঘ. জায়নামাজ
১২৫১. নয়ন নীর কী?
ক. নয়ন নামের ছেলের বাসা
খ. নয়ন নামের ছেলের পানি
ড়. চোখের পানি
ঘ. রুগ্ণ ছেলেটির নাম
১২৫২. কার মতো মমতাময়ী আর কেউ নেই?
ক. বাবার
ড়. মায়ের
গ. দাদার
ঘ. দাদির
১২৫৩. রুগ্ণ পরিবেশে মায়ের মনে কী জেগে ওঠে?
ক. রুগ্ণ সন্তানের মঙ্গলাকাক্সক্ষা
খ. মনে নানা অশুভ কথা
ড়. পুত্র হারানোর শঙ্কা
ঘ. গত আড়ঙের কথা
১২৫৪. ‘পল্লিজননী’ কবিতায় ফুটে উঠেছে-
ক. স্বজন হারানোর হাহাকার
খ. রুগ্ণ ছেলের আকুতি
গ. গ্রামীণ প্রকৃতি ও মানুষ
ড়. অপত্যস্নেহের অনিবার্য আকর্ষণ
১২৫৫. ‘পল্লিজননী’ কবিতায় মায়ের কিসের ব্যর্থতা প্রকাশ পেয়েছে?
ক. সেবার
খ. স্নেহের
গ. কুসংস্কারের
ড়. আর্থিক দীনতার
বিশেষ দ্রষ্টব্য: প্রতিটি প্রশ্নের “ড়” “শ” অপশনগুলো সঠিক উত্তর।
শিক্ষার্থীরা, ওপরের বাটনে ক্লিক করে পল্লিজননী কবিতার mcq ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post