পল্লিসাহিত্য বহুনির্বাচনি প্রশ্ন
২১৩. মুহম্মদ শহীদুল্লাহ্ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮৫
খ. ১৮৯০
গ. ১৯১০
ঘ. ১৯১২
২১৪. মুহম্মদ শহীদুল্লাহ্র অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি?
ক. বাংলা সাহিত্যের কথা
খ. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
গ. বাঙ্গালা ভাষার ব্যাকরণ
ঘ. বাংলা ভাষার ইতিবৃত্ত
২১৫. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কবে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩২ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর
খ. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ৬ জুন
গ. ১৯৬৯ খ্রিষ্টাব্দের ১৩ জুলাই
ঘ. ১৯৭০ খ্রিষ্টাব্দের ৬ আগস্ট
২১৬. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে?
ক. কোকিল, দোয়েল, পাপিয়া
খ. কাক, চিল, কোকিল
গ. শকুন, পাপিয়া, কাক
ঘ. দোয়েল, শকুন, বুলবুলি
২১৭. পল্লির পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে?
ক. নাটক
খ. প্রবন্ধ
গ. প্রহসন
ঘ. সাহিত্য
২১৮. পল্লির পরতে পরতে লুক্কায়িত সাহিত্য নিয়ে মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত প্রবন্ধের নাম-
ক. পল্লিকথা
খ. পল্লিগানের ইতিকথা
গ. পল্লিসাহিত্য
ঘ. পল্লিজীবন
২১৯. কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি?
ক. ঘরের মধ্যে
খ. তাঁবুর মধ্যে
গ. বাতাসের মধ্যে
ঘ. আলোর মধ্যে
২২০. ‘পল্লিসাহিত্য’ মানে-
ক. যে সাহিত্যের সব উপাদান পল্লি থেকে প্রাপ্ত
খ. যে সাহিত্যের আংশিক উপাদান পল্লি থেকে প্রাপ্ত
গ. যে সাহিত্যের অর্ধেক উপাদান পল্লি থেকে প্রাপ্ত
ঘ. যে সাহিত্যে পল্লির উপাদান নেই
২২১. যেখানে অনেক বড় সাহিত্য ও সাহিত্যেরম উপকরণ ছড়িয়ে আছে, তা প্রকাশে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. পাড়াগাঁয়ে
খ. শহরে
গ. বন্দরে
ঘ. নগরে
২২২. “ডক্টর দীনেশচন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লিজননীর বুকে লুকিয়ে আছে।” কী সংগ্রহ করে দেখিয়েছেন?
ক. মৈমনসিংহ গীতিকা
খ. দেওয়ানা মদিনা
গ. রূপকথা
ঘ. উপকথা
২২৩. বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কী?
ক. তেপান্তর
খ. গ্রাম-গ্রামান্তর
গ. আলোর মিছিল
ঘ. মৈমনসিংহ গীতিকা
২২৪. রোমাঁ রোলাঁ যার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি কে?
ক. মদিনা বিবি
খ. মেহের বানু
গ. খায়রুন সুন্দরী
ঘ. মহুয়া
২২৫. ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মুহম্মদ শহীদুল্লাহ্র এ হতাশা দূর হতে পারে কীভাবে? [অনু ২]
ক. স্বেচ্ছাসেবক দল গঠন করে
খ. সভা-সমিতিতে যথাযথ উপস্থাপন করে
গ. ফোকলোর সোসাইটি স্থাপন করে
ঘ. জনসাধারণকে সচেতন করে
২২৬. ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?’ এখানে কোন কাজের কথা বলা হয়েছে?
ক. বাংলার প্রত্যেক পল্লি থেকে লোকসাহিত্য সংগ্রহ ও প্রকাশ করা
খ. বিদেশি সাহিত্য সংগ্রহ করা
গ. শহুরে সাহিত্য প্রকাশ করা
ঘ. আধুনিক গল্পগুলো প্রকাশ করা
২২৭. পল্লির সাহিত্য-সম্পদের মধ্যে জারি, সারি ও ভাটিয়ালি গানগুলো-
ক. প্রাচীন রত্নবিশেষ
খ. অমূল্য রত্নবিশেষ
গ. আধুনিক রত্নবিশেষ
ঘ. শৌখিন রত্নবিশেষ
২২৮. আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অতল গর্ভে তলিয়ে যাচ্ছে কী? [অনু ১]
ক. উপকথা
খ. প্রবাদ
গ. ছড়া
ঘ. পল্লিগান
২২৯. পল্লিসাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতের সাক্ষীরূপে গণ্য করেছেন?
ক. উপকথাকে
খ. রূপকথাকে
গ. প্রবাদ-প্রবচনকে
ঘ. খনার বচনকে
২৩০. কোনটি নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে?
ক. উপকথা
খ. রূপকথা
গ. পল্লিগীতি
ঘ. খনার বচন
২৩১. ‘বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ‘Folklore Society’ কোন দেশে Folklore Society আছে?
ক. এশিয়ায়, জাপানে
খ. ভারতে, শ্রীলঙ্কায়
গ. শ ইউরোপে, আমেরিকায়
ঘ. চীনে, মালদ্বীপে
২৩২. Folklore Society ইউরোপ, আমেরিকার-
ক. বিদ্বানদের সভা
খ. উন্নত সমাজ
গ. পুরনো সমাজ
ঘ. আধুনিক সভ্য সমাজ
২৩৩. ‘ঠাকুরমার ঝুলি’-র লেখক/রচয়িতা কে?
ক. ড. দীনেশচন্দ্র সেন
খ. প্রমথ চৌধুরী
গ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৩৪. বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে যেটির মতো কয়েক বালামে সংকুলান হতো না, সেটি-
ক. বিশ্বকোষ
খ. বিশ্বভাণ্ডার
গ. বিশ্বগ্রন্থ
ঘ. বিশ্ববিচিত্রা
২৩৫. ‘ঊন বর্ষায় দুনো শীত।’ এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত
খ. রোদ হচ্ছে পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে
গ. মন মাঝি তোর বৈঠা নে রে, আমি আর বাইতে পারলাম না
ঘ. আপনি বাঁচলে বাপের নাম
২৩৬. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক সার্থক প্রবাদবাক্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
ক. ধরি মাছ, না ছুঁই পানি
খ. নাই নাই টাকা নাই
গ. খাই খাই ভাত খাই
ঘ. রোদ হচ্ছে, পানি হচ্ছে খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে
২৩৭. “কত যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে?” ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক এ কথার প্রমাণ দিয়েছেন কোন বিষয়টির মাধ্যমে?
ক. মারফতি গান
খ. ভাটিয়ালি গান
গ. ডাক ও খনার বচন
ঘ. রূপকথা
২৩৮. জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও খুঁজে পাওয়া যায়- কোনটিতে?
ক. উপকথা ও রূপকথায়
খ. প্রবাদ বাক্য, ডাকা ও খনার বচনে
গ. পল্লিগানে
ঘ. ছড়া ও খেলার গৎ-এ
২৩৯. পল্লিসাহিত্যের উপাদানগুলোর মধ্যে কোনটিতে জাতির ঐতিহাসিক তথ্য লক্ষ করা যায়?
ক. নটে গাছটি মুড়োলো আমার কথাটি ফুরোলো
গ. একহাত বোল্লা বার হাত শিং উড়ে যায় বোল্লা ধা তিং তিং
খ. কলা রুয়ে না কেটো পাত তাতেই কাপড় তাতেই ভাত
ঘ. ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে
২৪০. ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর।’ এ প্রবাদ বাক্যটি কোন সময়ের কথা মনে করিয়ে দেয়?
ক. যখন মুর্শিদাবাদ বঙ্গের রাজধানী ছিল
খ. যখন পান্ডুয়া বঙ্গের রাজধানী ছিল
গ. যখন জাহাঙ্গীরনগর বঙ্গের রাজধানী ছিল
ঘ. যখন গৌড় বঙ্গের রাজধানী ছিল
২৪১. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে বঙ্গের রাজধানী পাণ্ডুয়ার সমকালীন সময়ের কথা ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
ক. পিঁড়েয় বসে পেঁড়োর খবর
খ. ধরি মাছ না ছুঁই পানি
গ. আপনি বাঁচলে বাপের নাম
ঘ. নাচতে না জানলে উঠান বাঁকা
২৪২. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে উল্লিখিত ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর’ প্রবাদটি সম্পর্কে নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য?
ক. বঙ্গের রাজধানী যখন পা-ুয়া ছিল তখনকার কথা মনে করিয়ে দেয়
খ. বঙ্গের রাজধানী যখন গৌড় ছিল তখনকার কথা মনে করিয়ে দেয়
গ. বঙ্গের রাজধানী যখন মুর্শিদাবাদ ছিল তখনকার কথা মনে করিয়ে দেয়
ঘ. বঙ্গের রাজধানী যখন নদীয়ায় ছিল তখনকার কথা মনে করিয়ে দেয়
২৪৩. “রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে।” এটা কোন ধরনের সাহিত্য?
ক. ছড়া
খ. গান
গ. গজল
ঘ. কবিতা
২৪৪. ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’ কোনগুলো?
ক. ছড়া ও গান
খ. ছড়া ও গৎ
গ. রূপকথা ও উপকথা
ঘ. প্রবাদ ও প্রবচন
২৪৫. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে কোনগুলোকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে?
ক. ডাক ও খনার বচন
খ. প্রবাদবাক্য ও বাঁধাবুলি
গ. ঘুমপাড়ানী গান ও ছড়া
ঘ. পল্লিগান ও রূপকথা
২৪৬. পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
ক. উপকথা
খ. ছড়া
গ. প্রবাদ
ঘ. পল্লিগান
২৪৭. পল্লিসাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্নবিশেষ বলা হয়?
ক. পল্লিগীতি
খ. প্রবাদ-প্রবচন
গ. মৈমনসিংহ গীতিকা
ঘ. খনার বচন
২৪৮. “তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে” কিসে?
ক. পল্লিগানে
খ. ছড়ায়
গ. খনার বচনে
ঘ. প্রবচনে
২৪৯. “মন মাঝি তোর বৈঠা নে রে/ আমি আর বাইতে পারলাম না।” এটা কোন ধরনের গান?
ক. রাখালি
খ. জারিগান
গ. মারফতি গান
ঘ. সারিগান
২৫০. বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
ক. পনেরো আনা
খ. বারো আনা
গ. চার আনা
ঘ. এক আনা
২৫১. রাজ-রাজড়ার কথা কোন সাহিত্যের প্রতীক?
ক. নাগরিক সাহিত্যের
খ. লোকসাহিত্যের
গ. পল্লিসাহিত্যের
ঘ. গ্রামীণ সাহিত্যের
২৫২. “সে সাহিত্যে আছে রাজ-রাজড়ার কথা, বাবুবিবির কথা, মোটরগাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁ দেবার কথা।” কোন সাহিত্যে এসব কথা আছে?
ক. প্রাচীন সাহিত্যে
খ. নাগরিক সাহিত্যে
গ. উপকথায়
ঘ. পল্লিসাহিত্যে
২৫৩. পল্লিসাহিত্যের সঙ্গে প্রাবন্ধিক নাগরিক সাহিত্যের তুলনামূলক বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
ক. রাজরাজড়ার কথা
খ. প্রবন্ধের আঙ্গিক গঠন
গ. ছড়া ও গৎ
ঘ. ভাষা বিন্যাস
২৫৪. একবার ‘এবার ফিরাও মোরে’ বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন।” কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. পল্লিকবি জসীমউদ্দীন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমদ
২৫৫. জ্ঞআজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলতে।” এ মন্তব্যের মধ্য দিয়ে লেখক কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
ক. বিদেশি সাহিত্যকে
খ. পল্লিসাহিত্যকে
গ. শহুরে সাহিত্যকে
ঘ. পল্লি ও শহুরে উভয় সাহিত্যকে
২৫৬. ইউরোপ-আমেরিকার মতো আমাদের দেশেও অনাগতকালে কোন সাহিত্য আদরের আসন পাবে?
ক. পল্লিসাহিত্য
খ. শহুরে সাহিত্য
গ. নাগরিক সাহিত্য
ঘ. প্রলেতারিয়েত সাহিত্য
২৫৭. ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে পল্লির উপকথাগুলোতে লেখক কোন আবেদনকে প্রাধান্য দিয়েছেন?
ক. সাহিত্য আবেদন
খ. সর্বজনীন আবেদন
গ. সাংস্কৃতিক আবেদন
ঘ. শৈল্পিক আবেদন
২৫৮. মুহম্মদ শহীদুল্লাহর মতে পল্লিসাহিত্যের এখনও সমাদর করে কারা?
ক. শহুরে লোকেরা
খ. পাড়াগাঁয়ের লোকেরা
গ. অশিক্ষিত ব্যক্তিরা
ঘ. পণ্ডিত ব্যক্তিরা
২৫৯. ‘মৈমনসিংহ গীতিকা’ কে সংগ্রহ করেছেন?
ক. কবি জসীমউদ্দীন
খ. ডক্টর দীনেশচন্দ্র সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ঘ. চন্দ্রকুমার দে
২৬০. রোমাঁ-রোলাঁর পরিচয় হিসেবে কোন তথ্যটি সমর্থনযোগ্য?
ক. ইতালির কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক
খ. ফরাসি দেশের বিখ্যাত ঐতিহাসিক
গ. ফরাসি দেশের কালজয়ী সাহিত্যিক ও দার্শনিক
ঘ. ফরাসি দেশের বিখ্যাত প্রকৌশলবিদ
২৬১. রোমাঁ রোলাঁ কত খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯১৩ খ্রিষ্টাব্দে
খ. ১৯১৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯১৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯২১ খ্রিষ্টাব্দে
২৬২. ‘জাঁ ক্রিস্তফ’ গ্রন্থের রচয়িতার নাম কী?
ক. রোমাঁ রোলাঁ
খ. শেক্সপিয়র
গ. বায়রন
ঘ. মিল্টন
২৬৩. ১৯১৫ সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. পাবলো নেরুদা
গ. এস পার্ল বাক
ঘ. রোমাঁ রোলাঁ
২৬৪. মনসুর বয়াতি কে?
ক. ‘দেওয়ানা মদিনা’ পালার কবি
খ. একজন কণ্ঠশিল্পী
গ. একজন সুরস্রষ্টা
ঘ. একজন গীতিকার
২৬৫. মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান কোনটি?
ক. প্রতড়বতত্ত্ব
খ. নৃতত্ত্ব
গ. ভূতত্ত্ব
ঘ. প্রাণিতত্ত্ব
২৬৬. “নাচতে না জানলে উঠান বাঁকা” এটি কী?
ক. প্রবাদ বাক্য
খ. ডাক
গ. গৎ
ঘ. খনার বচন
২৬৭. ‘খনা’ কে?
ক. নেত্রী
খ. জ্যোতিষী
গ. মহীয়সী
ঘ. কবি
২৬৮. ‘প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা’-
ক. নৃতত্ত্ব
খ. ভূয়োদর্শন
গ. প্রত্নতত্ত্ব
ঘ. প্রবাদবাক্য
উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে পল্লিসাহিত্য বহুনির্বাচনি প্রশ্ন ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post