মাস্টার্স শেষ পর্ব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাজেশন। আজকের আলোচনা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস pdf সাজেশন ও বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর। বিষয়: পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস, বিষয় কোড: ৩১১৬১১।
পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ইবনে সউদ কে ছিলেন?
উত্তর : ইবনে সউদ- আধুনিক সৌদি আরবের জনক।
২. সৌদি আরবের রাষ্ট্রীয় নাম কি?
উত্তর : সৌদি আরবের রাষ্ট্রীয় নাম – Kingdom of Saudi Arabia.
৩. উর্বর অর্ধচন্দ্র এলাকা কোনটি?
উত্তর : ভূমিধ্যসাগরের পূর্ব তীরবর্তী বিস্তৃত এলাকা উর্বর অর্ধচন্দ্র নামে পরিচিত ।
৪. কোন সালে জর্ডান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৬ সালে জর্ডান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
৫. আল-ফাতাহ কি?
উত্তর : ফিলিস্তানের রাজনৈতিক দল আল-ফাতাহ।
৬. সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম কি?
উত্তর : সংযুক্ত আরব আমিরাতের পার্লামেন্টের নাম ফেডারেল ন্যাশনাল কাউন্সিল।
৭. টিএ লরেন্স কে ছিলেন?
উত্তর : একজন ব্রিটিশ প্রত্মাতত্ব বিশারদ, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং লেখক ছিলেন।
৮. ইরাকের প্রদেশ সংখ্যা কত?
উত্তর : ইরাকের প্রদেশ সংখ্যা ১৮ টি।
৯. ইসমাইল হানিয়া কে?
উত্তর : ইসমাইল হানিয়া – ফিলিস্থিনের সাবেক প্রধানমন্ত্রী।
১০. লেবাননের রাজধানীর নাম কি?
উত্তর : লেবাননের রাজধানীর নাম- বৈরুত।
১১. ক্যাম্প ডেভিড চুক্তি কত সালে সম্পাদিত হয়?
উত্তর : ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮ সালে সম্পাদিত হয়।
১২. সৌদি আরব প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : সৌদি আরব প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে।
১৩. ‘রিপাবলিকান গার্ড’ কোন দেশের সুসজ্জিত বাহিনী?
উত্তর : ‘রিপাবলিকান গার্ড’ ইরাকের সুসজ্জিত বাহিনী।
১৪. ‘হামাস’ শব্দের অর্থ কি?
উত্তর : ‘হামাস’ শব্দের অর্থ- সজীবতা ও উদ্দীপনা।
১৫. পিএলও এর সদর দপ্তর কোথায়?
উত্তর : পিএলও এর সদর দপ্তর- ফিলিস্তানের রামালয়।
১৬. বৃহত্তর লেবানন রাজ্যের পূর্ব নাম কি?
উত্তর : বৃহত্তর লেবানন রাজ্যের পূর্ব নাম- মাউন্ট লুবানন।
১৭. সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
১৮. ইহুদি সমাজকে কি বলে?
উত্তর : ইহুদি সমাজকে কিব্বুজ বলে ।
১৯. ব্যালফোর ঘোষণা কত সালে হয়?
উত্তর : ব্যালফোর ঘোষণা ১৯৭১ সালে হয়।
২০. জর্দানের সেনাবাহিনীর নাম কি?
উত্তর : জর্দানের সেনাবাহিনীর নাম আরব আর্মি ।
২১. ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : ইসরাইলের রাজধানীর নাম জেরুজালেম।
২২. সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?
উত্তর : সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ইবনে সউদ।
২৩. ইরাকে হাশেমী রাজবংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ইরাকে হাশেমী রাজবংশের প্রতিষ্ঠাতা শরীফ হোসেন।
২৪. ইরাকের পূর্ব নাম কি?
উত্তর : ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া।
২৫. সিরীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : সিরীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা অ্যান্টন সাদী।
২৬. ‘Wailing Wall’ কোথায় অবস্থিত?
উত্তর : ‘Wailing Wall’ জেরুজালেমে অবস্থিত।
২৭. লেবানন কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : লেবানন এশিয়া মহাদেশে অবস্থিত।
২৮. দ্রুজ কারা ?
উত্তর : দ্রুজ-লেবাননে বসবাসকারী একটি মুসলিম সম্প্রদায়।
২৯. কাতারের রাজধানীর নাম কি?
উত্তর : কাতারের রাজধানীর নাম দোহা।
৩০. আল-জাজিরা কি?
উত্তর : আল-জাজিরা কাতারভিত্তিক একটি টিভি চ্যানেল।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. সৌদি আরবের ভৌগলিক অবস্থান বর্ণনা কর।
২. আরব জাতীয়তাবাদ বলতে কি বুঝ?
৩. কুর্দি সমস্যা সম্পর্কে টীকা লিখ।
৪. জর্ডানের বাদশাহ হোসেনের বৈদেশিক নীতি আলোচনা কর।
৫. ফিলিস্তিন সমস্যার বিবরণ দাও।
৬. লেবাননের সংক্ষিপ্ত পরিচয় দাও।
৭. হাফিজ আল আসাদ কে ছিলেন?
৮. ম্যান্ডেট ব্যবস্থা বলতে কি বুঝ?
৯. দামেস্কে ফয়সল সরকারের অভ্যন্তরীন সমস্যাবলী লিখ।
১০. জর্দানে বাদশা হোসেনের অভ্যন্তরীণ নীতি ব্যাখ্যা কর।
১১. ‘ব্যালফোর ঘোষণা কি?
১২. ‘হিযবুল্লাহ’ সম্পর্কে টীকা লিখ।
১৩. ওয়াহাবীদের পরিচয় দাও।
১৪. ইরাকে রাজতন্ত্র উচ্ছেদের কারণগুলো বর্ণনা কর।
১৫. ১৯৯০ সালে ইরাক কর্তৃক কুয়েত দখলের ফলাফল উল্লেখ কর।
১৬. ক্যাম্প ডেভিড চুক্তি কি?
১৭. বৃহত্তর সিরিয়া পরিকল্পনা ব্যাখ্যা কর।
১৮. ১৯৬১ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র বিলুপ্ত হলো কেন?
১৯. ১৯৩৬ সালে ফ্রাঙ্কো সিরিয়া খসড়া চুক্তির শর্তাবলি বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. রাষ্ট্র হিসাবে সৌদি আরবের উত্থানের একটি ধারাবাহিক বিবরণ দাও।
২. ইরাক-ইরান যুদ্ধের কারণসমূহ আলোচনা কর।
৩. যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে আরব বিশ্বে ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তা বিশ্লেষণ কর।
৪. তুমি কি হুসেন-ম্যাকমোহন পত্র বিনিময় ও সাইকেস-পিকো চুক্তিকে পরস্পর বিরোধী বলে মনে কর? কেন?
৫. ১৯৫৮ সালে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পটভূমি ব্যাখ্যা কর।
৬. সিরিয়ার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা কর।
৭. সংক্ষেপে ১৯৫৮ সালে লেবাননের গৃহযুদ্ধের বর্ণনা দাও।
৮. ইয়েমেনে কিভাবে ইমামের শাসনের অবসান হয় তা আলোচনা কর।
৯. কোন অবস্থায় প্রথম বিশ^যুদ্ধ শেষে দামেস্কে ফয়সল সরকারের উত্থান ঘটে?
১০. ১৯৩৯ সাল পর্যন্ত ফিলিস্তিন সমস্যার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১১. বৃহত্তর লেবানন রাজ্য কীভাবে গঠিত হয়?
১২. ট্রান্স জর্দান আমিরাতের উৎপত্তি আলোচনা কর।
১৩. সংযুক্ত আরব প্রজাতন্ত্রের অবসানের একটি কারণ বিশ্লেষণ কর।
১৪. সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সউদের অবদান মূল্যায়ন কর।
১৫. বিপ্লবোত্তর ইরাকে (১৯৫৮-১৯৬৩) জেনারেল করিম কাশিম ও কর্নেল আরিফের মধ্যে ক্ষমতা ও নেতৃত্বের দ্বন্দ্ব সংক্ষেপে বর্ণনা কর।
১৬. কোন অবস্থায় ১৯৩০ সালের ইঙ্গ-ইরাকী চুক্তি সম্পাদিত হয়?
১৭. একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে জর্ডানে উত্থানের ধারাবাহিক বিবরণ দাও।
১৮. প্যালেস্টাইন রাষ্ট্র গঠনে ইয়াসির আরাফাতের ভূমিকা মূল্যায়ন কর।
১৯. আরব বা’আস সমাজতান্ত্রিক দলের উদ্ভব আলোচনা কর।
⮞ আরো দেখো: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের উত্তরসহ সাজেশন
মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থীরা, ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রসমূহের ইতিহাস pdf উত্তরসহ সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post