অনার্স ৩য় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকা আজকে প্রকাশিত হতে যাচ্ছে পশ্চিম এশিয়ার ইতিহাস ১৫৬০-১৯১৪ সাজেশন। তোমরা যারা এবছর তৃতীয় বর্ষের বার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই সাজেশনটি আমরা বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করেছি। ফলে শতভাগ কমন পাওয়ার জন্য এটি অনুসরণ করার পরামর্শ থাকল।
শিক্ষার্থীরা, এই কোর্সের নাম হচ্ছে—পশ্চিম এশিয়ার ইতিহাস ১৫৬০-১৯১৪ এবং বিষয় কোড হচ্ছে—২৩১৫০৫। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে।
পশ্চিম এশিয়ার ইতিহাস ১৫৬০-১৯১৪ সাজেশন ২০২৫
ক বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. অটোমান তুর্কি কারা?
উত্তর: গোবি মরুভূমি ও ইউরাল পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলে বসবাসকারী ওষুজ গোত্রের লোকদেরকে অটোমান তুর্কি বলা হয়।
২. সেলজুকদের রাজধানী কোথায় ছিল?
উত্তর: সেলজুকদের রাজধানী ছিল কোনিয়ায়।
৩. অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ওসমান।
৪. মধ্যযুগের আলেকজান্ডার কাকে বলা হতো?
উত্তর: মধ্যযুগের আলেকজান্ডার বলা হয় তৈমুর লঙকে।
৫. মহান সোলায়মান কে ছিলেন?
উত্তর: মহান সোলায়মান ছিলেন সুলতান প্রথম সেলিমের পুত্র এবং সর্বশ্রেষ্ঠ অটোমান সুলতান।
৬. সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম কী?
উত্তর: সুলতান দ্বিতীয় সেলিমের পিতার নাম সুলায়মান।
৭. কোন সুলতান ‘Selim the sot’ নামে পরিচিত?
অথবা, কাকে ‘Selim the sot’ উপাধি দেওয়া হয়েছিল?
উত্তর: তুরস্কের সুলতান দ্বিতীয় সেলিম ‘Selim the set’ নামে পরিচিত।
৮. মুহম্মদ সুকোল্লি কে ছিলেন?
উত্তর: মুহম্মদ সুকোল্লি ছিলেন অটোমান সুলতান মহামতি সোলায়মান ও দ্বিতীয় সেলিমের প্রধান উজির।
৯. দ্বিতীয় সেলিমের উজিরের নাম কী ছিল?
অথবা, দ্বিতীয় সেলিমের উজির কে ছিলেন?
উত্তর: দ্বিতীয় সেলিমের উজিরের নাম ছিল মুহম্মদ সুকোল্লি।
১০. কুচুক কাইনারজির সন্দ্বি কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: কুচুক কাইনারজির সন্ধি ১৭৭৪ খ্রিস্টাব্দের ২১ জুলাই স্বাক্ষরিত হয়।
১১. ইরাদ ই জাদিদ’ কী?
উত্তর: ‘ইরাদ ই জাদিদ’ হলো সুলতান তৃতীয় সেলিম কর্তৃক প্রতিষ্ঠিত কেন্দ্রীয় কোষাগার।
১২. নিজাম ই জাদিদ কী?
উত্তর: নিজাম ই জাদিদ হলো অটোমান সুলতান তৃতীয় সেলিম কর্তৃক নবগঠিত একটি আধুনিক সামরিক বাহিনী।
১৩. তুরস্কের বেতনভোগী সৈন্যদের কী বলা হতো?
উত্তর: তুরস্কের বেতনভোগী সৈন্যদের কাপিকুলি বলা হতো।
১৪. অটোমান সাম্রাজ্যের পিটার দ্যা গ্রেট কে?
অথবা, তুরস্কের পিটার দ্যা গ্রেট বলা হয় কাকে?
উত্তর: অটোমান সাম্রাজ্যে পিটার দ্যা গ্রেট সুলতান দ্বিতীয় মাহমুদ।
১৫. ‘তাকভিম ই ভিকায়ী’ কী?
উত্তর: ‘তাকভিম ই ভিকায়ী’ হলো একটি সংবাদপত্র।
১৬. কনভেনশন অব লন্ডন কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: কনভেনশন অব লন্ডন ১৮৪০ সালের ১৫ জুলাই স্বাক্ষরিত হয়।
১৭. রশিদ পাশা কে ছিলেন?
উত্তর: রশিদ পাশা ছিলেন অটোমান তুর্কি সুলতান আব্দুল মজিদের প্রধান উজির।
১৮. ক্রিমিয়ার যুদ্ধ কত সালে শুরু হয়?
উত্তর: ক্রিমিয়ার যুদ্ধ ১৮৫৪ সালে শুরু হয়।
১৯. সানস্টিফানোর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: সানস্টিফানোর সন্ধি ১৮৭৮ সালে স্বাক্ষরিত হয়।
২০. তুরস্কে তুর্কি দল প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: তুরস্কে তুর্কি দল প্রতিষ্ঠিত হয় ১৮৭৬ সালে।
২১. কে ‘রুমের সুলতান’ উপাধি গ্রহণ করেন?
উত্তর: প্রথম বায়েজিদ ‘রুমের সুলতান’ উপাধি গ্রহণ করেন।
২২. সানজাক কী?
উত্তর: অটোমান শাসনব্যবস্থায় জেলাকে সানজাক বলা হতো।
২৩. মিল্লাত ব্যবস্থা কী?
উত্তর: প্রশাসনের সুবিধার্থে রাষ্ট্রীয় নাগরিকদের ধর্মীয় দিক হতে যে বিভাজন অটোমান সাম্রাজ্যে প্রচলিত হয়েছিল তাই মিল্লাত প্রথা নামে পরিচিত।
২৪. ক্যাপিচুলেশন প্রথা কী?
উত্তর: বিদেশি নাগরিকদের স্বার্থ রক্ষার্থে তাদের জানমাল রক্ষার দায়িত্ব গ্রহণ করে তুরষ্ক সুলতান যে চুক্তি সম্পাদন করেন তাকে ক্যাপিচুলেশন প্রথা বলে।
২৫. আলেকজান্ডার কখন মিসর দখল করেন?
উত্তর: আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে মিসর দখল করেন।
২৬. নেপোলিয়ন কোন দেশের মানুষ ছিলেন?
উত্তর: নেপোলিয়ন ফ্রান্সের মানুষ ছিলেন।
২৭. সম্রাট নেপোলিয়ন কখন মিসর জয় করেন?
উত্তর: সম্রাট নেপোলিয়ন ১৭৯৮ খ্রিস্টাব্দে মিসর জয় করেন।
২৮. কাকে আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়?
অথবা, আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে?
উত্তর: মুহম্মদ আলি পাশাকে আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।
২৯. ‘ওয়াকফ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘ওয়াকফ’ শব্দের অর্থ অধিক পূণ্যের উদ্দেশ্যে দান করা সম্পদ।
৩০. ‘খেদিভ’ অর্থ কী?
উত্তর: ‘খেদিভ’ শব্দের অর্থ স্বাধীন সুলতান।
৩১. মিসরের প্রথম খেদিভ কে ছিলেন?
উত্তর: মিসরের প্রথম খেদিভ ছিলেন ইসমাইল পাশা।
৩২. সুয়েজ খাল কে উদ্বোধন করেন?
উত্তর: সুয়েজ খাল উদ্বোধন করেন ফরাসি সম্রাজ্ঞী ইউজেনি।
৩৩. সুয়েজ খাল কোথায় অবস্থিত?
উত্তর: সুয়েজ খাল মিসরে অবস্থিত।
৩৪. ওরাবি আন্দোলনের দাবি কী ছিল?
উত্তর: ওরাবি আন্দোলনের দাবি ছিল সামরিক অফিসারদের জন্য কিছু অধিকার আদায় করা যা পরবর্তীকালে সাধারণ মানুষের অধিকার হিসেবে গণ্য হয়।
৩৫. মাহদি কে ছিলেন?
উত্তর: মাহদি ছিলেন সুদানের বিদ্রোহী নেতা।
৩৬. মিসরীয় বাহিনীর প্রধানকে কী বলে অভিহিত করা হয়?
উত্তর: মিসরীয় বাহিনীর প্রধানকে সরদার বলে অভিহিত করা হয়।
খ বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. অটোমানদের পরিচয় দাও।
অথবা, অটোমান তুর্কিদের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখ
২. ওসমান কে ছিলেন?
অথবা, ওসমানের পরিচয় দাও।
৩. জেনিসারি বাহিনী সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
অথবা, জেনিসারি বাহিনী সম্পর্কে টীকা লেখ।
৪ . মুহম্মদ সুকোল্লির অন্তাখান আক্রমণের কারণ কী ছিল?
অথবা, মুহম্মদ সুকোল্লি কেন অস্ত্রাত্থান আক্রমণ করেন?
৫. সুলতান দ্বিতীয় সেলিমের সংস্কারগুলো সংক্ষেপে আলোচনা কর।
অথবা, সুলতান দ্বিতীয় সেলিমের সংস্কারগুলো সংক্ষেপে লেখ।
৬. প্রথম আব্দুল হামিদের কৃতিত্ব কী ছিল?
অথবা, প্রথম আব্দুল হামিদের কৃতিত্ব আলোচনা কর।
৭. ঐতিহাসিক “কুচুক-কাইনারজির সন্ধি” ১৭৭৪-এর দুটি শর্ত আলোচনা কর।
অথবা, ১৭৭৪ খ্রিস্টাব্দের ঐতিহাসিক “কুচুক-কাইনারজির সন্ধি” দুটি শর্ত আলোচনা কর।
৮. জাসির সন্ধি কী?
অথবা, জাসির সন্ধি আলোচনা কর।
৯. প্রাচ্য সমস্যা বলতে কী বুঝ?
অথবা, প্রাচ্য সমস্যা কী?
১০. গ্রিক স্বাধীনতা যুদ্ধের ফলাফল সংক্ষেপে আলোচনা কর।
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব সম্পর্কে লেখ।
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের গুরুত্ব লেখ। [
১১. তানজিমাত কী?
অথবা, তানজিমাত বলতে কী বুঝ?
১২. হাতি হুমায়ুন কী? অথবা, হাতি হুমায়ুন সম্পর্কে সংক্ষেপে লেখ।
১৩. নব্য তুর্কিদের পরিচয় দাও।
অথবা, নব্য তুর্কি কারা ছিল?
১৪. জামালউদ্দিন আফগানির কৃতিত্ব বর্ণনা কর।
অথবা, জামালউদ্দিন আফগানির কৃতিত্ব আলোচনা কর।
১৫. প্রথম বলকান যুদ্ধের কারণগুলো লেখ।
অথবা, প্রথম বলকান যুদ্ধের কারণ কী ছিল?
১৬. ক্যাপিচুলেশন প্রথা কী?
অথবা, ক্যাপিচুলেশন প্রথা সম্পর্কে টীকা লেখ।
১৭. হেরেম সম্পর্কে যা জান লেখ।
অথবা, হেরেম কী?
১৮. মিসরের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখ।
অথবা, মিসরের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
১৯. নেপোলিয়ন বোনাপার্ট কেন মিসর আক্রমণ করেছিলেন?
অথবা, নেপোলিয়নের মিসর বিজয়ের কারণ উল্লেখ কর।
২০. খেদিভ মুহম্মদ তৌফিকের পরিচয় দাও।
অথবা, খেদিভ মুহম্মদ তৌফিক কে ছিলেন?
২১. মিসরের জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হিসেবে সাদ জগলুল পাশার জীবনী আলোচনা কর।
অথবা, সাদ জগলুল পাশার পরিচয় দাও।
২২. ওরাবি পাশার পরিচয় দাও।
অথবা, ওরাবি পাশা কে ছিলেন?
২৩. মুস্তফা কামিল কে ছিলেন?
অথবা, মুস্তফা কামিলের পরিচয় দাও।
২৪. কাজার বংশের পতন সম্পর্কে আলোকপাত কর।
অথবা, কাজার বংশের পতন কীভাবে হয়েছিল?
গ বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. অটোমান সাম্রাজ্যের পতন সম্পর্কে আলোচনা কর।
অথবা, অটোমান সাম্রাজ্যের অবনতির কারণগুলো আলোচনা কর।
অথবা, অটোমান সাম্রাজ্যের অবক্ষয় ও পতন সম্পর্কে আলোচনা কর।
২. সুলতান সোলায়মানের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের অবনতির কারণগুলো আলোচনা কর।
অথবা, সুলতান সোলায়মানের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্যের অবনতির কারণগুলো বর্ণনা কর।
৩. প্রধানমন্ত্রী মুহম্মদ সুকোল্লি অনুসৃত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
অথবা, সুলতান দ্বিতীয় সেলিমের প্রধান উজির মুহম্মদ সুকোল্লির কার্যাবলি পর্যালোচনা কর।
অথবা, সুকোল্লির কার্যাবলি মূল্যায়ন কর।
৪. কুচুক কাইনারজির সন্ধি সম্পর্কে লেখ। ইউরোপের ইতিহাসে এর গুরুত্ব আলোচনা কর।
অথবা, কুচুক কাইনারজির সন্ধি কী? ইউরোপের ইতিহাসে এর তাৎপর্য লেখ।
৫. সংস্কারক হিসেবে সুলতান তৃতীয় সেলিমের অবদান লেখ।
অথবা, সংস্কারক হিসেবে তৃতীয় সেলিমের অবদান মূল্যায়ন কর।
৬. সুলতান দ্বিতীয় মাহমুদের সংস্কারগুলো আলোচনা কর।
অথবা, সুলতান দ্বিতীয় মাহমুদের সংস্কার কার্যাবলির বিবরণ দাও।
৭. গ্রিক স্বাধীনতা যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের বিবরণ দাও।
৮. গ্রিক স্বাধীনতা যুদ্ধের ফলাফল কী ছিল?
অথবা, গ্রিক স্বাধীনতা যুদ্ধের ফলাফল বর্ণনা কর।
৯. তানজিমাত আমলে প্রবর্তিত সংস্কারসমূহ সংক্ষেপে আলোচনা কর। এটি ব্যর্থ হয়েছিল কেন?
অথবা, তানজিমাত আমলে প্রবর্তিত সংস্কারসমূহ সংক্ষেপে আলোচনা কর। এর ব্যর্থতা উল্লেখ কর।
১০. তানজিমাত আমলের সংস্কারসমূহ ব্যর্থ হয়েছিল কেন?
অথবা, তানজিমাত হওয়ার কারণ আলোচনা কর।
১১. নব্য তুর্কি আন্দোলনের কারণসমূহ লেখ। এ আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল?
অথবা, নব্য তুর্কি আন্দোলন কেন শুরু হয়েছিল? এর ব্যর্থতার কারণগুলো কী?
১২. নব্য তুর্কি দলের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? তাদের ব্যর্থতা বর্ণনা কর।
অথবা, তরুণ তুর্কিদের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? তাদের ব্যর্থতার কারণ বর্ণনা কর।
১৩. অটোমান সালতানাতের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে আলোচনা কর।
অথবা, অটোমান সাম্রাজ্যের, সমাজ ও সংস্কৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৪. অটোমান সালতানাতের শিক্ষাব্যবস্থা কেমন ছিল?
অথবা, অটোমান সালতানাতের শিক্ষাব্যবস্থা বর্ণনা কর।
১৫. নেপোলিয়নের মিসর আক্রমণের উদ্দেশ্য আলোচনা কর।
অথবা, নেপোলিয়নের মিসর আক্রমণের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
১৬. নেপোলিয়ন কেন মিসর আক্রমণ করেছিলেন? এর ফলাফল কী হয়েছিল?
অথবা, নেপোলিয়ানের মিসর আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা কর।
১৭. আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে মুহম্মদ আলি পাশার মূল্যায়ন কর।
অথবা, মিসরকে আধুনিকীকরণে মুহম্মদ আলি পাশার অবদান নিরূপণ কর।
অথবা, আধুনিক মিসরের প্রতিষ্ঠাতা হিসেবে মুহম্মদ আলি পাশার কৃতিত্ব মূল্যায়ন কর।
১৮. খেদিভ ইসমাইল পাশাকে মিসরের ইউরোপীয়করণবাদী হিসেবে অভিহিত করা হয় কেন?
অথবা, খেদিভ মুহম্মদ ইসমাইলকে মিসরের ইউরোপীয়করণবাদী বলার কারণ লেখ।
অথবা, খেদিভ ইসমাইলের সংস্কারসমূহের বর্ণনা দাও।
১৯. ১৮৬৯ সাল পর্যন্ত সুয়েজ খাল খননের ইতিবৃত্ত বর্ণনা কর।
অথবা, ১৮৬৯ সাল পর্যন্ত সুয়েজ খাল খননের ইতিহাস আলোচনা কর।
২০. শিক্ষাবিস্তারে খেদিভ মুহম্মদ তৌফিকের অবদান আলোচনা কর।
অথবা, শিক্ষাবিস্তারে খেদিভ মুহম্মদ তৌফিকের অবদান পর্যালোচনা কর।
২১. জাতীয়তাবাদী আন্দোলনে জামালউদ্দিন আফগানির অবদান মূল্যায়ন কর।
অথবা, জাতীয়তাবাদী আন্দোলনে জামালউদ্দিন আফগানির অবদান আলোচনা কর।
২২. মিসরে ব্রিটিশ অর্থনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা কর।
২৩. লর্ড ক্রোমারের কৃতিত্ব বর্ণনা কর।
অথবা, মিসরে লর্ড ক্রোমারের কার্যাবলির বিবরণ দাও।
২৪. ইঙ্গ-মিসরীয় চুক্তির পটভূমি ও ধারাসমূহ আলোচনা কর।
অথবা, ইঙ্গ-মিসরীয় চুক্তির পটভূমি ও ধারাসমূহ বর্ণনা দাও।
আরও দেখো: অনার্স ইতিহাস ৩য় বর্ষ অন্যান্য বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীরা, ওপরে তেমাদের পশ্চিম এশিয়ার ইতিহাস ১৫৬০-১৯১৪ সাজেশন ২০২৫ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করে দিতে। পাশাপাশি খ-বিভাগ এবং গ-বিভাগ এর প্রশ্নগুলো তোমরা তোমাদের বই খুঁজলেই পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, সেই শুভ-কামনা রইল।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post