পাখির কাছে ফুলের কাছে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার জর্জ সিক্সথ স্কুল থেকে তিনি প্রবেশিকা পাস করেন। সাংবাদিকতা ও চাকরি ছিল তাঁর পেশা। তিনি ‘গণকণ্ঠ’ ও ‘কর্ণফুলী’ পত্রিকার সম্পাদক ছিলেন। মাঝের দীর্ঘ সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চাকরি করেন এবং পরিচালক হিসেবে ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন।
পাখির কাছে ফুলের কাছে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘উটকো’ শব্দটি কী অর্থে ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
ক. অপ্রয়োজনীয় অর্থে
খ. মমত্বের অনুভূতি বোঝাতে
গ. সৌন্দর্য ও আবেগ বোঝাতে
ঘ. অপ্রত্যাশিত
২. কবি হাত বুলিয়েছেন-
ক. লাল দিঘিকে
খ. গীর্জাকে
গ. পাহাড়কে
ঘ. দরগাতলাকে
৩. ‘দরবার’ শব্দের অর্থ কী?
ক. দরকার
খ. রাজসভা
গ. জিনিসপত্র
ঘ. রাজকার্য
৪. কোথায় জোনাকিদের রাজসভা বসেছে?
ক. পাহাড়ের চূড়ায়
খ. নদীর ঘাটে
গ. দিঘির পাড়ে
ঘ. গির্জার সামনে
৫. ‘দরবার’ শব্দটি কী অর্থে ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় ব্যবহৃত হয়েছে?
ক. অপ্রয়োজনীয় অর্থে
খ. আনন্দ আসর অর্থে
গ. মমত্বের অনুভূতি অর্থে
ঘ. সৌন্দর্য ও আবেগ অর্থে
৬. দিঘির জল কোন রঙের ছিল?
ক. ঘোলাটে
খ. কালো
গ. চকচকে
ঘ. নীল
৭. ‘কলকল’ কোন ধরনের শব্দ?
ক. দেশি শব্দ
খ. তৎসম শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. দ্বিরুক্ত শব্দ
৮. ভাঁজ করে রাখা কবিতার কাগজ কবি কোথা থেকে বের করেন?
ক. পকেট থেকে
খ. ব্যাগ থেকে
গ. খাতার ভিতর থেকে
ঘ. বইয়ের ভিতর থেকে
৯. ‘আমরা সবাই না ঘুমানোর দল’- কার উক্তি?
ক. পাহাড়
খ. দিঘি
গ. জোনাক
ঘ. ফুল
১০. কবির পকেটের ভাঁজে ছিল-
ক. গল্প
খ. নাটক
গ. কবিতা
ঘ. প্রবন্ধ
১১. ‘ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল’ লাইনটিতে কী ব্যবহৃত হয়েছে?
ক. রূপক
খ. উপমা
গ. ছন্দ
ঘ. চিত্রকল্প
১২. কলরব শব্দের অর্থ কী?
ক. পাখির গান
খ. কলকল
গ. কোলাহল
ঘ. ব্যাঙের ডাক
১৩. কোথায় আজ কাব্য রচনা হবে?
ক. ফুলের কাছে
খ. পাখির কাছে
গ. রক্তজবা ঝোপের কাছে
ঘ. দরবারে জোনাকিদের
১৪. ‘কাব্য হবে, কাব্য হবে’ বলে কলরব জুড়ল কারা?
ক. কবি
খ. কবির বন্ধুরা
গ. ফুল ও পাখিরা
ঘ. জোনাকিরা
১৫. পাখির কাছে, ফুলের কাছে কবি কী বলেন?
ক. গান
খ. মনের কথা
গ. ছড়া
ঘ. কবিতা
পাখির কাছে ফুলের কাছে কবিতার mcq প্রশ্ন ও উত্তর
১৬. উটকো শব্দের অর্থ নিচের কোনটি বলে তুমি মনে করো?
ক. প্রয়োজনীয়
খ. প্রত্যাশিত
গ. অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত
ঘ. প্রয়োজনীয় ও প্রত্যাশিত
১৭. চৌকিদার শব্দের অর্থ কী?
ক. কুলি
খ. মজুর
গ. প্রহরী
ঘ. জমিদার
১৮. কলকলিয়ে বলতে কী বোঝায়?
ক. কলকল ধ্বনি করে
খ. কোলাহল
গ. কলরব করে
ঘ. পাখির ডাক
১৯. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতাটি আল মাহমুদের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
ক. পাখির কাছে ফুলের কাছেখ
খ. লোক-লোকান্তর
গ. কালের কলস
ঘ. সোনালী কাবিন
২০. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় কী ফুটে উঠেছে?
ক. জীবের সৌন্দর্য
খ. প্রকৃতির গুরুত্ব
গ. নিসর্গপ্রেম
ঘ. জীবের প্রতি মমত্ব
২১. কবি কোথায় মিশে যেতে চান?
ক. প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের কাছে
খ. নদী, ফুল আর পাখিদের সাথে
গ. দেশমাতৃকার কাছে
ঘ. জড় ও জীবের মধ্যে
২২. কবি কীসের আহ্বান শুনতে পান?
ক. পাখিদের
খ. প্রকৃতির
গ. নদীর
ঘ. পাহাড়ের
২৩. কবি কোন সম্পর্কের আনন্দ ও সৌন্দর্য অনুভব করেন?
ক. নদীর সাথে পাখির
খ. জীবের সাথে জড়ের
গ. পাখির সাথে ফুলের
ঘ. কবির সাথে প্রকৃতির
২৪. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতাটি পাঠের উদ্দেশ্য কী?
ক. শিক্ষার্থীদের মধ্যে নিসর্গপ্রেম সৃষ্টি
খ. শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির গুরুত্ব অনুধাবন
গ. জীবের প্রতি শিক্ষার্থীদের মমত্ব সৃষ্টি
ঘ. জড়ের প্রতি শিক্ষার্থীদের মমত্ব সৃষ্টি
২৫. কবি পকেট থেকে ছড়ার বই বের করলেন। কারণ-
i. ফুল-পাখিরা ছড়া শুনতে চায়
ii. জীব ও প্রকৃতির নিবিড় সম্পর্ক জানাতে চান
iii. ফুল-পাখিদের আনন্দ দিতে চান
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৬. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় চিত্রিত হয়েছে-
i. পলির স্নিগ্ধ শ্যামল রূপ
ii. শেকড়সন্ধানী চেতনা
iii. প্রকৃতির প্রতি কবির গভীর মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. iও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭. নিচে কবি আল মাহমুদের কয়েকটি গ্রন্থের নাম দেওয়া হলো-
i. লোক লোকান্তর, সোনালী কাবিন
ii. মিথ্যেবাদী রাখাল, একচক্ষু হরিণ
iii. ডাহুকী, উপমহাদেশ
নিচের কোন নামের গুচ্ছটি আল মাহমুদের কাব্যগ্রন্থ?
ক. i
খ. i ও iii
গ. iii
ঘ. i, ii ও iii
২৮. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় নিম্নলিখিত শব্দগুলো ব্যবহৃত হয়েছে-
i. থরথর
ii. কলকল
iii. কলরব
নিচের কোনটি অব্যয়বাচক শব্দ?
ক. i
খ. ii
গ. iও iii
ঘ. ii ও iii
২৯. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় পাওয়া যায়-
i. চিত্রকল্পের সুনিপুণ বিন্যাস
ii. উপমার সুনিপুণ ব্যবহার
iii. রূপকের সুনিপুণ ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক. iও ii
খ. iও iii
ঘ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. ‘পাখির কাছে ফুলের কাছে’ কবিতায় ব্যবহৃত উপামা হচ্ছে-
i. ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল
ii. জোনাকিদের দরবার
iii. গির্জেটা কি লাল পাথরের ঢেউ
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—ষষ্ঠ শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
ষষ্ঠ শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের চারুপাঠ বাংলা বই থেকে পাখির কাছে ফুলের কাছে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post