পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর : শিকারির বন্দুকের গুলির আঘাতে একটি বুনোহাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হবার প্রেরণা পায়। পাখিটির প্রতি দুজন কিশোর-কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে।
পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কুমু কোথায় থাকে?
উত্তর: কুমু সোনাঝুরিতে, তার দিম্মার বাড়িতে থাকে।
২. কুমু কিভাবে হাঁটতে শিখল?
উত্তর: কুমু পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখেছিল।
৩. কুমুর পড়ার কী অবস্থা ছিল?
উত্তর: কুমু পড়ায় খুব ভালো ছিল, কিন্তু তিন মাসের জন্য পড়াশোনায় বিরতি পড়েছিল।
৪. কুমু কেন দিম্মার বাড়িতে যেতে চেয়েছিল?
উত্তর: কুমু শারীরিকভাবে দুর্বল ছিল, তাই তাকে সেরে উঠতে দিম্মার বাড়িতে পাঠানো হয়েছিল।
৫. দিম্মার বাড়ির জানালা দিয়ে কুমু কী দেখেছিল?
উত্তর: কুমু জানালা দিয়ে বিলের জল এবং বুনো হাঁসদের দেখতে পায়।
৬. কুমু কীভাবে বুনো হাঁসের দিকে তাকিয়ে ছিল?
উত্তর: কুমু হাঁসের দিকে একদৃষ্টে চেয়ে ছিল।
৭. লাটু কেন বুনো হাঁসকে শিকার করতে চেয়েছিল?
উত্তর: লাটু শিকার করতে চেয়েছিল কারণ তার এয়ারগান না থাকলে সে হাঁসগুলো মারতে পারবে না বলে মনে করেছিল।
৮. কুমু কীভাবে বুনো হাঁসের শিকার না করতে বলেছিল?
উত্তর: কুমু বলেছিল, “বন্দুক নেই ভালোই হয়েছে। অমন সুন্দর পাখি মারতে ইচ্ছে করে না।”
৯. কুমু বুনো হাঁসের জন্য কী করতে চেয়েছিল?
উত্তর: কুমু বুনো হাঁসের ডানা সেরে ওঠার জন্য চুন হলুদ দিয়ে তার ডানা বেঁধে দিতে চেয়েছিল।
১০. কুমু কীভাবে বুনো হাঁসকে সাহায্য করতে চেয়েছিল?
উত্তর: কুমু চুন হলুদ দিয়ে হাঁসের ডানা বেঁধে, গরম জায়গায় রাখলে সেটি সুস্থ হতে পারে বলে মনে করেছিল।
১১. কুমু বুনো হাঁসকে কোথায় রাখার পরামর্শ দিয়েছিল?
উত্তর: কুমু বুনো হাঁসকে তার বিছানায়, লেপের মধ্যে রাখার পরামর্শ দিয়েছিল।
১২. লাটু বুনো হাঁসকে কীভাবে ঝুড়িতে ভরেছিল?
উত্তর: লাটু বুনো হাঁসকে ঝুড়িতে ভরার পর তার ডানায় মলম লাগিয়েছিল।
১৩. কুমু কি লাটুকে পাখি বাঁচানোর জন্য সাহায্য করেছিল?
উত্তর: হ্যাঁ, কুমু লাটুকে পাখি বাঁচানোর জন্য সাহায্য করেছিল এবং তারা একসঙ্গে পাখিটির চিকিৎসা করেছিল।
১৪. কুমু বুনো হাঁসের জন্য কী খাবার দিতে চেয়েছিল?
উত্তর: কুমু বিস্কুট দিয়েছিল, কিন্তু পাখিটি তা খায়নি।
১৫. বুনো হাঁসটি কীভাবে কুমুর কাছ থেকে পালাতে পারল?
উত্তর: বুনো হাঁসটি প্রথমে পালাতে চেষ্টা করেছিল, কিন্তু ডানায় গুলি লেগেছিল, তাই তা ঠিক মতো উড়তে পারছিল না।
১৬. কুমু পাখির জন্য কী ব্যবস্থা করেছিল?
উত্তর: কুমু পাখির জন্য লেবু গাছের ডালে বাসা বাঁধার পরামর্শ দিয়েছিল।
১৭. কুমু কীভাবে হাঁটতে চেষ্টা করছিল?
উত্তর: কুমু হেঁটে বেড়াচ্ছিল এবং তার পায়ের জোর বাড়ানোর চেষ্টা করছিল।
১৮. কুমু পাখির ডানা দেখে কী মনে করেছিল?
উত্তর: কুমু পাখির ডানা দেখে মনে করেছিল, পাখিটি সেরে উঠবে।
১৯. পাখিটি কীভাবে সেরে উঠেছিল?
উত্তর: পাখিটি আস্তে আস্তে সেরে উঠেছিল এবং ঝুড়ি থেকে গাছের ডালে উঠতে সক্ষম হয়েছিল।
২০. কুমু পাখিটিকে কি দেখে অবাক হয়েছিল?
উত্তর: কুমু অবাক হয়ে দেখেছিল যে পাখিটির ডানা সেরে গেছে।
২১. কুমু পাখিটির সাহায্যে কী শিখেছিল?
উত্তর: কুমু পাখির মতো ধৈর্য ধরে সুস্থ হতে শিখেছিল।
২২. কুমু কোথায় চিঠি পাঠিয়েছিল?
উত্তর: কুমু তার মা-বাবাকে চিঠি পাঠিয়েছিল।
২৩. কুমু পাখির ডানা সেরে যাওয়ার পরে কী করেছিল?
উত্তর: কুমু পাখির ডানা সেরে যাওয়ার পরে তাকে আকাশে উড়তে দেখেছিল।
২৪. কুমু পাখির সঙ্গী হয়ে উঠতে চেয়েছিল?
উত্তর: কুমু পাখির সঙ্গী হতে চেয়েছিল, কিন্তু তার পা সেরে উঠছিল ধীরে ধীরে।
২৫. পাখি উড়তে গেলে কুমু কী দেখেছিল?
উত্তর: কুমু পাখির সঙ্গী হয়ে উড়তে যাওয়ার দৃশ্য দেখেছিল, কিন্তু পাখিটি অবশেষে নেমে গিয়েছিল।
পাখি গল্পের প্রশ্ন উত্তর class 7
১. কুমুর ডান পাটা মাটি থেকে কত বিঘত উপরে ওঠে?
উত্তর: কুমুর ডান পাটি থেকে এক বিঘত উপরে ওঠে।
২. কুমুর মামা বাড়ি কোথায়?
উত্তর: কুমুর মামা বাড়ি সোনাঝুরি।
৩. কুমুকে সোনাঝুরিতে কয় মাস রাখার কথা মাসিরা বলেছিল?
উত্তর: কুমুকে সোনাঝুরিতে টানা তিন মাস রাখার কথা মাসিরা বলেছিল।
৪. কুমুর সহপাঠীদের নাম কী?
উত্তর: কুমুর সহপাঠীদের নাম হাসি ও রতœা।
৫. লাটু কুমুর জন্য কী ফুল নিয়ে আসে?
উত্তর: লাটু কুমুর জন্য সাদা ফুল নিয়ে আসে।
৬. কে এয়ারগান না থাকায় মনোঃকষ্ট প্রকাশ করে?
উত্তর: লাটু এয়ারগান না থাকায় মনোঃকষ্ট প্রকাশ করে।
৭. শীতকালে অতিথি পাখিরা কোথা থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে?
উত্তর: শীতকালে অতিথি পাখিরা উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে।
৮. আহত পাখিটি কোন গাছের উপরে এসে পড়েছিল?
উত্তর: আহত পাখিটি লেবু গাছের উপরে এসে পড়েছিল।
৯. লাটু পাখিটার ডানায় কী লাগিয়ে দিল?
উত্তর: লাটু পাখিটার ডানায় হলদে মলম লাগিয়ে দিল।
১০. কে ঠুকুরে ঠুকুরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল?
উত্তর: আহত পাখিটি ঠুকুরে ঠুকুরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল।
১১. শীতকালে অতিথি পাখিগুলো কোন দিক দিয়ে উড়ে যায়?
উত্তর: শীতকালে অতিথি পাখিগুলো দক্ষিণ দিক দিয়ে উড়ে যায়।
১২. আন্দামান দীপ কোথায় অবস্থিত?
উত্তর: আন্দামান দীপ ভারত মহাসাগরে অবস্থিত।
১৩. ‘বিঘত’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘বিঘত’ শব্দের অর্থ আধা হাত পরিমাণ।
১৪. লেবু গাছে পাখিটিকে কে আক্রমণ করে?
উত্তর: লেবু গাছে পাখিটিকে একটি হলদে বিড়াল আক্রমণ করে।
১৫. আহত পাখিটিকে লেবু গাছে বাসা তৈরি করে দিয়েছিল কে?
উত্তর: আহত পাখিটিকে লেবু গাছে বাসা তৈরি করে দিয়েছিল কিশোর লাটু।
১৬. ‘পাখি’ গল্পটিকে কোথা থেকে চরণ করা হয়েছে?
উত্তর: ‘পাখি’ গল্পটিকে ‘চিরকালের সেরা’ গল্প সংকলন থেকে চয়ন করা হয়েছে।
১৭. লীলা মজুমদার কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: লীলা মজুমদার ১৯০৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে পাখি গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টিরও অধিক প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post