পাছে লোকে কিছু বলে কবিতার mcq : দ্বিধাগ্রস্ত মানুষেরা তাদের সংশয়ের কারণে মহৎ উদ্দেশ্যে যারা একসাথে মিশে তাদের দলে মিশতে পারে না। সমাজের দুর্বলচিত্তের মানুষেরা সমালোচনার ভয়ে দ্বিধাগ্রস্ত হয়ে কোথাও নিজেদের মানিয়ে নিতে পারে না। তাদের মনে সদা সংশয় থাকে, এই বুঝি লোকে তাকে কিছু বলে। সে কারণে মহৎ উদ্দেশ্যে কতিপয় লোক একসাথে মিললেও তারা সে দলে মিশতে পারে না।
পাছে লোকে কিছু বলে কবিতার mcq
১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
● সংকোচ
খ সংশয়
গ সংকল্প
ঘ বাধা
২. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক রোগাক্রান্ত হওয়ার ভয়ে
● সমালোচনার ভয়ে
গ সহযোগিতার ভয়ে ঘ ছোট হওয়ার ভয়ে
৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের মধ্যে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক ভয়হীনতা
খ পরোপকারিতা
গ সাহসিকতা
● সংকোচহীনতা
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
মাসুদ গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগির খামার গড়ে তোলার পরিকল্পনা করে। সে ভাবে একসময় প্রচুর আয় হবে, বেকাররা স্বনির্ভর হবে। কিন্তু যদি সে এ কাজে সফল হতে না পারে তাহলে তার সমালোচনা করবে। তাই সে তার পরিকল্পনা বাদ দেয়।
৪. উদ্দীপকের মাসুদের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক ভীরুতা
● সংশয়
গ হতাশা
ঘ দুর্বলতা
৫. কামিনী রায়ের দৃষ্টিতেই মাসুদের এ উদ্যোগ সফল করা যেতে পারে-
র. দৃঢ় সংকল্পবদ্ধ হলে
রর. সকল সংশয় দূর করলে
ররর. সাহসী পদক্ষেপ গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
৬. কোন বিশ্ববিদ্যালয় কবি কামিনী রায়কে জগত্তারিণী পুরস্কারে ভূষিত করে?
● কলকাতা
খ বিশ্বভারতী
গ আলীগড়
ঘ ঢাকা
৭. চির যুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝড়িয়ে দিয়ে প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি।
উদ্দীপকের বিপরীত ভাবধারা প্রকাশ পেয়েছে কোন রচনায়?
● পাছে লোকে কিছু বলে
খ একুশের গান
গ জাগে তবে অরণ্য কন্যারা
ঘ প্রার্থী
উদ্দীপকটি পড়ে ৮, ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সৈকত নিরক্ষর গ্রামবাসীর মাঝে শিক্ষার আলো ছড়ানোর জন্য বন্ধুদের নিয়ে একটি বিদ্যালয় খোলার সিদ্ধান্ত গ্রহণ করলে গ্রামের মোড়ল বলেন, “সাইফুল মাস্টারের মতো দক্ষ মানুষ ব্যর্থ হয়েছে-এখন তোমাদের মতো যুবকরা খুলবে বিদ্যালয়।” একথা শুনে দমে যায় সৈকত।
৮. উদ্দীপকের ভাবের দিকটি প্রাধান্য পেয়েছে কোন রচনায়?
ক সুখী মানুষ
খ পড়ে পাওয়া
● পাছে লোকে কিছু বলে
ঘ দুই বিঘা জমি
৯. উক্ত রচনায় লেখক/কবির দৃষ্টিতে সৈকতের মন ভেঙে যাওয়ার কারণ-
● সংশয়
খ ভীরুতা
গ নিন্দা
ঘ উপহাস
১০. সৈকতের উদ্যোগটি মূর্ত হয়েছে যে চরণে-
র. হৃদয়ে বুদবুঁদ মতো/ওঠে শুভ্র চিন্তা কত
রর. একটি স্নেহের কথা/প্রশমিতে পারে ব্যথা
ররর. মহৎ উদ্দেশ্য যবে/এক সাথে মিলে সবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ রর ও ররর
● র ও ররর
ঘ র, রর ও ররর
১১. মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হয়?
ক বাধা
খ সংশয়
গ সংকল্প
● সংকোচ
১২. আমাদের মনের সংকল্প নড়বড়ে হয়ে যায় কেন?
ক ব্যর্থতার ভয়ে
● লোক ভয়ে
গ অর্থহীন বলে
ঘ সময়ের অভাবে
১৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
● সংকোচের কারণে
খ দুর্বলতার কারণে
গ হতাশার কারণে
ঘ লজ্জার কারণে
১৪. মনের দৃঢ় ইচ্ছাগুলো কোন কারণে পূরণ হয় না?
● দ্বিধা
খ চিন্তা
গ ভীরুতা
ঘ হতাশা
১৫. ‘শুভ্র’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন অর্থে ব্যবহৃত?
ক সাদা
খ পবিত্র
● অমলিন
ঘ দ্বিধা
১৬. কামিনী রায়ের কবিতায় কার প্রভাব স্পষ্ট?
ক জসীমউদ্দীন
খ সুফিয়া কামাল
● রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ জীবনানন্দ দাশ
১৭. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন?
● সংকোচের কারণে
খ দুর্বলতার কারণে
গ হতাশার কারণে
ঘ লজ্জার কারণে
১৮. ভীতির কবলে শক্তি মরে কেন?
ক প্রাণের ভয়ে
খ উপেক্ষার ভয়ে
গ সমালোচনার ভয়ে
● মন দুর্বল বলে
১৯. কবি কামিনী রায় কোন উদ্দেশ্যগুলোকে মেলাতে পারেন না?
ক ভালো
● মহৎ
গ শুভ্র
ঘ মন্দ
২০. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি পাঠকের প্রাণে কোন ধরনের অনুপ্রেরণা সৃষ্টি করে?
ক ভয়হীনতা
খ পরোপকারিতা
গ সাহসিকতা
● সংকোচহীনতা
২১. ‘পাছে লোকে কিছু বলে’-এমন মনোভাব মানুষকে কী করে?
ক ব্যথিত করে
খ সমালোচিত করে
● হীনবল করে
ঘ গুরুত্বহীন করে
২২. হৃদয় থেকে জেগে ওঠা ভাবনা হৃদয়েই থেকে যায় কেন?
ক বাধা প্রাপ্তিতে
খ উপেক্ষা করায়
● সংশয়ের কারণে
ঘ বিষাদগ্রস্ততার জন্য
২৩. ‘আঠারো বছর বয়সের নেই কোনো ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’-উদ্দীপকের বিপরীত ভাব আছে কোন চরণে?
ক শক্তি মরে ভীতির কবলে
খ চলে যাই উপেক্ষার ছলে
● সম্মুখে চরণ নাহি চলে
ঘ পারি না মিলিতে সেই দলে
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
আসিফ উচ্চ শিক্ষা গ্রহণ করে গ্রামে ফিরে আসে। গ্রামের যুবকদের স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ ও গরু মোটাতাজাকরণের মতো নানা পরিকল্পনা করে। কিন্তু সফল হবে কী? এ রূপ আশঙ্কায় উদ্যোগ নিতে ব্যর্থ হয়।
২৪. উদ্দীপকের আসিফের মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি দৃশ্যমান?
ক সংশয়
খ হতাশা
গ দুর্বলতা
● ভীরুতা
২৫. কামিনী রায়ের দৃষ্টিতে আসিফের কর্মপরিকল্পনা সফল করা যেতে পারে-
র. দৃঢ় সংকল্প গ্রহণ করলে
রর. সকল সংশয় দূর করলে
ররর. সাহসী পদক্ষেপ গ্রহণ করলে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
● র, রর ও ররর
২৬. কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৮৫৫
খ ১৮৬০
● ১৮৬৪
ঘ ১৮৬৬
২৭. কামিনী রায় বাংলাদেশের কোন জেলায় জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ঢাকা
খ সিলেট
● বরিশাল
ঘ রাজশাহী
২৮. কবি কামিনী রায় কত সালে অনার্সসহ বি. এ পাস করেন? (জ্ঞান)
ক ১৮৮৪
● ১৮৮৬
গ ১৮৯৬
ঘ ১৮৯০
২৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার রচয়িতা কে? (জ্ঞান)
ক সুকান্ত ভট্টাচার্য
খ বুদ্ধদেব বসু
● কামিনী রায়
ঘ মাইকেল মধুসূদন
৩০. কামিনী রায়ের কবিতায় কোন কবির প্রভাব স্পষ্ট? (জ্ঞান)
ক সুকুমার রায়ের
● রবীন্দ্রনাথ ঠাকুরের
গ কায়কোবাদের
ঘ কাজী নজরুল ইসলামের
৩১. কামিনী রায় কোন বিষয়ে অনার্স পাস করেন? (জ্ঞান)
ক বাংলা সাহিত্যে
খ ভাষাতত্ত্বে
● সংস্কৃতে
ঘ ফারসিতে
৩২. কামিনী রায় কোন কলেজে পড়াশোনা করতেন? (জ্ঞান)
ক ঢাকা কলেজ
● বেথুন কলেজ
গ কলকাতা সিটি কলেজ
ঘ হিন্দু কলেজ
৩৩. কবি কামিনী রায়ের লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম কী? (জ্ঞান)
ক সংকলন
খ কূজন
গ মধুবন
● গুঞ্জন
৩৪. কবি কামিনী রায় কত সালে মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ১৯১৯
খ ১৯৩২
● ১৯৩৩
ঘ ১৯৩৭
৩৫. কবি কামিনী রায় কোন কলেজে অধ্যাপনা করেন? (জ্ঞান)
ক ঢাকা কলেজ
● বেথুন কলেজে
গ কলকাতা সিটি কলেজে
ঘ দিল্লি রামযশ কলেজে
৩৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির মতে, মানুষের কাজ না করতে পারার কারণ কী?
ক কর্মদক্ষতার অভাব
খ প্রশিক্ষণের অভাব
● লাজ-ভয়ের তাড়না
ঘ যোগ্যতার অভাব
৩৭. ভীতির কবলে কী মরে? (জ্ঞান)
ক অহংকার
খ সাহস
● শক্তি
ঘ গর্ব
৩৮. মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে কোনটিকে উপেক্ষা করতে হবে? (জ্ঞান)
● ভয়ভীতি ও সংকোচ
খ মিথ্যা ও সংকোচ
গ প্রতারণা ও ভয়ভীতি
ঘ অসততা ও মিথ্যা
৩৯. কবি কামিনী রায় আড়ালে আড়ালে থাকেন কেন? (অনুধাবন)
● পরনিন্দা ও সমালোচনার ভয়ে
খ অশিক্ষা ও দুর্বলতার ভয়ে
গ অজ্ঞতা ও সমালোচনার ভয়ে
ঘ লোকনিন্দা ও জ্ঞানহীনতার ভয়ে
৪০. কবি নীরবে কী ঢাকেন? (অনুধাবন)
ক চোখ
খ মুখ
গ চুল
● নিজেকে
৪১. কবি কামিনী রায়ের পা সামনে যেতে দ্বিধাবোধ করে কেন? (অনুধাবন)
● সমালোচনার ভয়ে
খ লোকসানের ভয়ে
গ প্রাণনাশের ভয়ে
ঘ বিপদের ভয়ে
৪২. মনের দৃঢ় ইচ্ছাগুলো পূরণ হয় না কেন? (অনুধাবন)
● দ্বিধার কারণে
খ চিন্তার কারণে
গ হতাশার কারণে
ঘ ভীরুতার কারণে
৪৩. মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কবি কামিনী রায় কেন দলের সাথে মিশতে পারে না? (অনুধাবন)
ক সহযোগিতার ভয়ে
খ দুর্বলতার কারণে
গ হতাশার কারণে
● ভয়ভীতির কারণে
৪৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত করতে পারে কোনটি? (অনুধাবন)
ক মহৎ উদ্দেশ্য
● স্নেহের কথা
গ গরম পানি
ঘ রাগের কথা
৪৫. রফিক সাহেব এলাকার উন্নয়নের জন্য কাজ করতে উদ্যত হন কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি একবার এগিয়েও পিছিয়ে যান। তাঁর এ আচরণে কিসের বহিঃপ্রকাশ ঘটে? (উচ্চতর দক্ষতা)
● সংশয়ের
খ সংকল্পের
গ ভীতির
ঘ প্রত্যয়ের
৪৬. মনিরার স্যার মনিরাকে বলল, যখন কোনো ভালো কাজের আকাক্সক্ষা করা হয় তখন তা দ্রুত করা উচিত। এর মাধ্যমে প্রকাশিত হয় মনের কোন দিকটি? (প্রয়োগ)
ক সুশোভিত চিন্তা
খ কার্যকরী চিন্তা
● শুভ্র চিন্তা
ঘ গতিশীল চিন্তা
৪৭. লিমা আত্মীয়স্বজনের কথায় বিয়ের পিঁড়িতে না বসে বরং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এতে তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? (প্রয়োগ)
ক সংকোচ
খ তীব্র প্রতিবাদ
● নিঃসংকোচ চিত্ত
ঘ কল্যাণপথে ধাবিত হওয়া
৪৮. সমালোচনা করা কাদের কাজ? (জ্ঞান)
● নিন্দুকের
খ নারীদের
গ শিশুদের
ঘ অশিক্ষিতদের
৪৯. হৃদয়ে কীসের মতো শুভ্রচিন্তা ওঠে? (জ্ঞান)
● বুদবুদের
খ স্নেহের
গ অশ্রুর
ঘ ঢেউয়ের
৫০. রতন গ্রামে একটি হাঁস-মুরগির খামার করার চিন্তা করল। কিন্তু পরবর্তীতে গ্রামের মানুষের সমালোচনার ভয়ে তা বাদ দিল। তার এ আচরণের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
ক দুর্বলতা
● ভীরুতা
গ সংশয়
ঘ হতাশা
৫১. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতানুযায়ী যারা সমাজে ভালো কাজ করে বিশেষ অবদান রাখতে চান, তাদের করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
● লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করা
খ ত্যাগ ও ভয় উপেক্ষা করা
গ ধৈর্য ও হিংসা উপেক্ষা করা
ঘ সমালোচনা ও সহযোগিতা উপেক্ষা করা
৫২. ‘আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি’-এ বাক্যে কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? (উচ্চতর দক্ষতা)
● জড়তা
খ হিংসা
গ লোভ
ঘ বিদ্রুপ
৫৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কবি নিজের সংকোচ, ভয় ও নীরবতা দেখানোর মাধ্যমে মূলত কোন দিকটি ফুটিয়ে তুলেছেন? (উচ্চতর দক্ষতা)
● আত্মপ্রকাশ
খ আত্মগোপন
গ আত্মবিসর্জন
ঘ আত্মবিশ্বাস
৫৪. বিধাতার দেওয়া প্রাণ ভীতির কবলে পড়ে কেমন হয়ে যায়? (অনুধাবন)
● কাতর
খ শুষ্ক
গ বিবর্ণ
ঘ করুন
৫৫. কবির হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়? (জ্ঞান)
ক নয়নের জলে
খ উপেক্ষার ছলে
গ মিলিত দলে
● হৃদয়ের তলে
৫৬. ‘সংশয়’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক সংকল্প
খ সাধনা
● সন্দেহ
ঘ সুবিধা
৫৭. ‘সংকল্প’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
● মনের দৃঢ় ইচ্ছা
খ মনের সুপ্ত কামনা
গ মনের বিলাসী প্রত্যাশা
ঘ মনের সুপ্ত যাতনা
৫৮. ‘যবে’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
● যখন
খ তখন
গ যেখানে
ঘ সেখানে
৫৯. ‘শুভ্র’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক সুশোভিত
খ সুন্দর
গ সৌন্দর্য
● সাদা
৬০. ‘প্রশমিতে’ বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক বন্ধ করতে
খ ঘোচাতে
● নিবারণ করতে
ঘ প্রহার করতে
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির পাছে লোকে কিছু বলে কবিতার mcq উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post