পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : কবিতাটি ‘আলো ও ছায়া’ কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যাঁরা সমাজে অবদান রাখতে চান তাঁদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি-সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।
পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা অবলম্বনে মানুষ তার শুভ্র চিন্তাকে বাস্তবায়ন করবে কীভাবে?
ক. লোকলজ্জা ও ভয়কে উপেক্ষা করে
খ. জড়তাকে সামনে রেখে
গ. জ্ঞান অর্জন করে
ঘ. মনকে পবিত্র করে
২. সমালোচকেরা আমাদের জীবনে চলার পথে—
ক. বাধাস্বরূপ
খ. মিত্রস্বরূপ
গ. আশার আলো
ঘ. পথপ্রদর্শক
৩. ‘সংশয়’ শব্দটি ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় যে অর্থে ব্যবহার করা হয়েছে—
i. সংকল্প
ii. সন্দেহ
iii. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোন দিকে আমাদের চরণ চলে না?
ক. পশ্চাতে
খ. সম্মুখে
গ. বিপরীতে
ঘ. ভালো দিকে
৫. হৃদয়ে কার মতো শুভ্র চিন্তা আসে?
ক. শব্দের মতো
খ. ছন্দের মতো
গ. জলের মতো
ঘ. বুদবুদের মতো
৬. ‘শুভ্র চিন্তা’ বলতে কবি বুঝিয়েছেন—
ক. সরল চিন্তা
খ. জটিল চিন্তা
গ. মহৎ উদ্দেশ্য
ঘ. প্রেরণা
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
যুব উন্নয়ন প্রশিক্ষণ শেষে সাবিনা একটি হস্তশিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। বিভিন্ন লোকজনের সমালোচনা উপেক্ষা করে সে আজ সফল ব্যবসায়ী।
৭. উদ্দীপকের বিষয়বস্তু কোন কবিতার/রচনা মূল বিষয়বস্তুর সাদৃশ্যপূর্ণ?
ক. আমাদের লোকশিল্প
খ. পাছে লোকে কিছু বলে
গ. ভাব ও কাজ
ঘ. নারী
৮. সাবিনার উদ্যোগ সফল হয়েছে—
i. লোকশিল্পের প্রতি আগ্রহ থাকায়
ii. দৃঢ়সংকল্পের কারণে
iii. লোকলজ্জা ও সমালোচনা উপেক্ষা করায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. কবি নীরবে কী ঢাকেন?
ক. মুখ
খ. চোখ
গ. নিজেকে
ঘ. সংকল্প
১০. শক্তি মরে কীসের কবলে?
ক. সংশয়ের
খ. ভীতির
গ. হৃদয়ের
ঘ. উপেক্ষার
১১. ‘একটি স্নেহের কথা/প্রশমিতে পারে ব্যথা’—এখানে ব্যথিত ব্যক্তিকে কী দিতে বলা হয়েছে?
ক. সান্ত¡না
খ. অনুপ্রেরণা
গ. ভালোবাসা
ঘ. পরামর্শ
১২. কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. যশোর
খ. বরিশাল
গ. খুলনা
ঘ. চট্টগ্রাম
১৩. স্নেহপূর্ণ কথা কী দূর করে?
ক. ভীতি
খ. সংশয়
গ. অশ্রু
ঘ. ব্যথা
১৪. কামিনী রায় কোন কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন?
ক. হাওড়া
খ. বেথুন
গ. হুগলি
ঘ. লেডি ব্রেবোর্ন
১৫. মানুষ তার অন্তরের কান্নার বাহ্যিক প্রকাশ ঘটায় না যে কারণে—
i. লোকের দৃষ্টিগোচর হবে বলে
ii. সামাজিক চক্ষুর ভয়-বিহ্বলতায়
iii. কান্নার আবেদন সাময়িক বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
পাছে লোকে কিছু বলে কবিতার mcq
১৬. একটি স্নেহের কথা কী ঘটাতে পারে?
ক. ভালোবাসায় উজ্জীবিত করতে পারে
খ. ভালো কাজে উৎসাহিত করতে পারে
গ. মনের ব্যথা প্রশমন করতে পারে
ঘ. কাজে আগ্রহী করে তুলতে পারে
১৭. হৃদয়ে কীসের মতো শুভ্র চিন্তা ওঠে?
ক. ফেনার
খ. বুদবুদের
গ. অশ্রুর
ঘ. স্নেহের
১৮. কবি হৃদয়ে বুদবুদের মতো ওঠা চিন্তা কোথায় মিশে যায়?
ক. নয়নের জলে
খ. মিলিত দলে
গ. হৃদয়ের তলে
ঘ. উপেক্ষার ছলে
১৯. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় কোনটাকে বুদবুদের সাথে তুলনা করা হয়েছে?
ক. সংশয়
খ. ভয়
গ. চিন্তা
ঘ. ঘুম
২০. কবি নীরবে কী ঢাকেন?
ক. মুখ
খ. চোখ
গ. নিজেকে
ঘ. সংকল্প
২১. কারও ব্যথা উপশম করতে কী যথেষ্ট?
ক. সহানুভূতি
খ. ভাবাবেগ
গ. ভালোবাসা
ঘ. অনুগ্রহ
২২. একটি সুন্দর কথা দ্বারা কেউ কেউ মানুষের ব্যথা দূর করে না কেন?
ক. অমর্যাদার ভয়ে
খ. সমালোচনার ভয়ে
গ. সহায়তা দানের ভয়ে
ঘ. পরশ্রীকাতরতার ভয়ে
২৩. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ব্যথা প্রশমিত করতে পারে কোনটি?
ক. মহৎ উপদেশ
খ. মহৎ উদ্দেশ্য
গ. পানির বুদবুদ
ঘ. স্নেহের কথা
২৪. আমাদের প্রাণ সব সময় কাঁদলেও কেন আঁখি শুষ্ক রাখি?
ক. ছোটো না হওয়ার জন্য
খ. আবেগ লুকিয়ে রাখার জন্য
গ. আন্দোলন করার জন্য
ঘ. কাজ করার জন্য
২৫. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কথক ভয়ে করতে পারেন না—
ক. সাজ
খ. কাজ
গ. নাচ
ঘ. গান
২৬. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার প্রথম লাইন কোনটি?
ক. আড়ালে আড়ালে থাকি
খ. করিতে পারি না কাজ
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. নীরবে আপনা ঢাকি
২৭. মানুষের সম্মুখে চরণ চলা বন্ধ হয় কেন?
ক. পা ভেঙে গেলে
খ. পায়ে তীব্র ব্যথা হলে
গ. অলসতায় আক্রান্ত হলে
ঘ. দ্বিধাদ্বন্দ্বে আক্রান্ত হলে
২৮. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় ‘পাছে লোকে কিছু বলে’ চরণটি কতবার ব্যবহার করা হয়েছে?
ক. পাঁচবার
খ. ছয়বার
গ. সাতবার
ঘ. আটবার
২৯. মানুষের সংকল্প টলে যায় কীসের অমোঘ প্রভাবে?
ক. বিশ্বাসের
খ. নিয়তির
গ. ভাগ্যের
ঘ. সংশয়ের
৩০. ‘ছল’ বলতে বোঝানো হয়েছে—
ক. জল
খ. আঁচল
গ. বিফল
ঘ. ছুতা
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে পাছে লোকে কিছু বলে কবিতার বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post