পাছে লোকে কিছু বলে কবিতার সৃজনশীল প্রশ্ন | কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়। কে কী মনে করবে, কে কী সমালোচনা করবে এই ভেবে তারা বসে থাকে । এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়-ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে ।
পাছে লোকে কিছু বলে কবিতার সৃজনশীল প্রশ্ন
সৃজশীল প্রশ্ন ১ : স্টিভ জবস নিজে কখনো কলেজের পাটও চুকোতে পারেননি। রিড কলেজে ভর্তি হওয়ার মাত্র ছয় মাসের মধ্যে তিনি ড্রপ আউট হয়ে যান। তারপর কোকের বোতল কুড়িয়ে পাঁচ সেন্টের বিনিময়ে খাওয়ার খরচ জোটানো শুরু করেন। বন্ধু-বান্ধব ও তাঁর পরিবারের সদস্যদের আচরণ তাঁকে দারুণভাবে আহত করে। সারাদিন দৌড়াদৌড়ি করে রাতে বন্ধুদের রুমের মেঝেতে মরার মতো ঘুমানো স্টিভ জবস-ই আজ অ্যাপল কোম্পানির মালিক, যেখানে চার হাজারের বেশি মানুষ কাজ করছে।
ক. ‘‘একটি স্নেহের কথা”- এর পরের চরণটি লেখ।
খ. শুভ্র চিন্তা বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে উল্লিখিত স্টিভ জবসের বন্ধু-বান্ধব ও তাঁর পরিবারের সদস্যদের আচরণ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিককে ফুটিয়ে তোলে? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের স্টিভ জবস-ই কামিনী রায়ের কাঙ্খিত মানুষ।”- উক্তিটি মূল্যায়ন কর।
সৃজশীল প্রশ্ন ২ :
১. ‘আপনারে রয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে,
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
২. ‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো
যুগ-জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলো।
সবাই মোরে ছাড়তে পারে বন্ধু যারা আছে
নিন্দুক সে ছায়ার মতো থাকবে পাছে পাছে।
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ^হিতের তরে,
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপা ভরে।’
ক. ‘প্রশমিতে’ শব্দটির অর্থ কী?
খ. ‘সংশয়ে সংকল্প সদা টলে’- উক্তিটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রথম অংশের বক্তব্য ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন স্তবকের বিপরীত ভাব ধারণ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দ্বিতীয় অংশের নিন্দুক ও ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার নিন্দুকের তুলনামূলক আলোচনা কর।
সৃজশীল প্রশ্ন ৩ : নিপুণ শারীরিক প্রতিবন্ধী। পা দিয়ে লিখে এইচ.এস.সি পরীক্ষা পাস করেছে। লেখাপড়া করে এইটুকু করে আসতে তাকে অনেক বাধা পার করতে হয়েছে। মা-বাবার সহযোগিতা ছাড়া যা কখনই সম্ভব ছিল না। সমাজের কিছু মানুষের মুখের কথা শুনলে তার হয়তো পড়ালেখাই হতো না। পাস করার পর নিপুণ অতি আনন্দে কেঁদে কেঁদে বলেছিল, ‘‘আমাদের মতো মানুষদের এগিয়ে যেতে সহায়তা করুন।”
ক. কীসে কবির ব্যথা প্রশমিত হয়?
খ. ‘আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি’ কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সমাজের কিছু মানুষের আচরণ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার যে বিশেষ দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. নিপুণের মতো দৃঢ়ভাবে মনোভাব সৃষ্টিই ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মূলভাব- মন্তব্যটি যথার্থতা বিচার কর।
সৃজশীল প্রশ্ন ৪ : মিলনের অমায়িক ব্যবহারে সবাই মুগ্ধ। সে ধনী-গরীব, ছোট-বড় সবার সাথে সুন্দর ব্যবহার করে। শ্রমজীবীদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে দেখে তার বন্ধু শিপন বলে, ‘‘ছোট লোকদের এত আস্কারা দিতে নেই।” কিন্তু মিলন শিপনকে বলে, ‘‘সকল শ্রেণির মানুষের সাথে সুন্দর ব্যবহার করলে সম্মান কমে না, বরং বাড়ে।”
ক. হৃদয়ে বুদবুদের মতো কী উঠে?
খ. ‘‘একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা”- ব্যাখ্যা কর।
গ. শিপনের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের মিলনের মানসিকতা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার মানসিকতা একসূত্রে গাঁথা”- মূল্যায়ন কর।
সৃজশীল প্রশ্ন ৫ : অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুনিম। ক্লাসে শিক্ষক যখন পাঠদার করেন, তখন সে চুপচাপ শুনে থাকে। তার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু সে কোনো প্রশ্ন করে না, লজ্জা পায়। সবসময় ভয়ে তটস্থ থাকে এবং যেকোনো কাজে নিজেকে গুটিয়ে রাখে। অপরদিকে সোহেল শিক্ষকের পাঠদানের ফাঁকে প্রয়োজনীয় প্রশ্ন করে বিষয়টি ভালোভাবে বুঝতে চেষ্টা করে।
ক. শক্তি কীসের কবলে মরে?
খ. স্নেহের কথা কীভাবে ব্যথা প্রশমন করতে পারে- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মুনিমের মধ্যে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের সোহেলই ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কবির প্রত্যাশিত ব্যক্তি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজশীল প্রশ্ন ৬ :
মনের মধ্যে মাঝে মাঝে ওঠে উঁকি মারি
দেশের তরে হিতকর কিছু একটা করি।
কিন্তু হঠাৎ হৃদয় মাঝে ওঠে দারুণ ভয়
ব্যর্থ হলে মানুষজনে না জানি কী কয়।
এমন ভাবনায় কল্যাণ-চিন্তা যায় যে দূরে চলে
জাতির সেবায় নিজকে আর হয় না ধরা মেলে।
ক. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটি কার লেখা?
খ. মহৎ উদ্দেশ্যে একসাথে মিলতে না পারার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার বক্তব্যের সাদৃশ্য কোথায়? বর্ণনা কর।
ঘ. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার বিষয়বস্তুর সামগ্রিকতা উদ্দীপকে আছে কি? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজশীল প্রশ্ন ৭ :
নন্দ বাড়ির হত না বাহির, কোথা ঘটে কি জানি,
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি।
নৌাকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়,
হাঁটিলে স্বর্প-কুকুর, আর গাড়ি চাপা পড়া ভয়।
তাই শুয়ে শুয়ে, কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল।
ক. আঁখি সযতনে শুষ্ক রাখে কখন?
খ. শক্তি মরে ভীতির কবলে।- কীভাবে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকে কবিতার যে ভাব প্রতিফলিত হয়েছে, তা থেকে উত্তরণ ঘটানোই কবির উদ্দেশ্যঅ”- তোমার মতামতসহ মন্তব্যটি বিশ্লেষণ কর।
সৃজশীল প্রশ্ন ৮ : দৃষ্টিপ্রতিবন্ধী ঋতুর গানের গলা ভালো। সে একটি টিভি চ্যানেলের সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চাইলে প্রতিবেশীরা হাসাহাসি করে ঋতুর মাকে কটাক্ষ করে নানা কথা বলে। এতে ঋতুও ভীত হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহন করে না।
ক. শুভ্র চিন্তা কোথায় মিশে যায়?
খ. আর্তের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ উপেক্ষা করে চলে যায় কেন?
গ. উদ্দীপকের ঋতুর মাঝে ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. ঋতু কীভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে? ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে যৌক্তিক পরামর্শ দাও।
সৃজশীল প্রশ্ন ৯ : মিনা ও রিতা দুই বান্ধবী। একই সাথে এইচ.এস.সি পাস করে মিনা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে চাইলেও রিতা তার বিপক্ষে। রিতা মনে করে ভালো কোথাও চান্স না পেলে কে কী বলবে। কিন্তু মিনা লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করে নানা জায়গায় ভর্তি পরীক্ষা দেয় এবং সফল হয়।
ক. প্রাণ দিয়েছেন কে?
খ. কবির মতে ব্যথা প্রশমিত হয় কীভাবে?
গ. উদ্দীপকের রিতা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন শেণিভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. ‘‘উদ্দীপকের মিনার সফলতা কবি কামিনী রায়ের মনস্কামনার পরিপূরক”- ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে তুলে ধর।
সৃজশীল প্রশ্ন ১০ : রুবেল ও সোহেল দুই বন্ধু। রুবেল সোহেলের সব গুনের ভক্ত। কিন্তু সোহেল মাঝে মাঝে রুবেলের সমালোচনা করে। রুবেল সোহেলের এই বৈশিষ্ট্য মোটেও পছন্দ করে না। সে সোহেলের উপর বিরক্ত হয়। কিন্তু রুবেল যদি কখনো সোহেলের সমালোচনা করে, তবে সোহেল বিরক্ত হয় না। সোহেয় মনে করে, রুবেল সমালোচনার মাধ্যমে তার উপকার করছে।
ক. ‘ম্রীয়মাণ’ শব্দের অর্থ কী?
খ. ‘শক্তি মরে ভীতির কবলে, পছে লোকে কিছু বলে।’- বুঝিয়ে লিখ।
গ. উদ্দীপকের সোহেল ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার যে শ্রেণির প্রতিনিধিত্ব করে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার সবটুকু উদ্দীপকে উপস্থাপিত হয়নি।- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
►► উত্তর ডাউনলোড : ভাব ও কাজ
►► উত্তর ডাউনলোড : অতিথির স্মৃতি
►► উত্তর ডাউনলোড : পড়ে পাওয়া
►► উত্তর ডাউনলোড : তৈলচিত্রের ভূত
►► উত্তর ডাউনলোড : এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
►► উত্তর ডাউনলোড : আমাদের লোকশিল্প
►► উত্তর ডাউনলোড : সুখী মানুষ
►► উত্তর ডাউনলোড : বাংলা নববর্ষ
►► উত্তর ডাউনলোড : মংডুর পথে
►► উত্তর ডাউনলোড : বাংলা ভাষার জন্মকথা
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। । আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post