অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা, কোর্সটিকায় তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমাদের জন্য পারস্য ও মধ্য এশিয়ায় মুসলমানদের ইতিহাস সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করবো। বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে ও গুরুত্বপূর্ণ টপিক হতে সাজেশনটি তৈরি করা হয়েছে। তাই, পরীক্ষায় ভালো করতে চাইলে অনার্স ৩য় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাজেশন গুলো চর্চা করা হতে পারে উত্তর পন্থা।
কোর্সটিকায় আজকে পারস্য ও মধ্য এশিয়ায় মুসলমানদের ইতিহাস ১৩-১৮ শতাব্দী বিষয়ের উপর সাজেশন দেওয়া হয়েছে। পারস্য ও মধ্য এশিয়ায় মুসলমানদের ইতিহাস ১৩-১৮ শতাব্দী বিষয়ের বিষয় কোড হচ্ছে– ২৩১৬০১। এখানে, ক-বিভাগে প্রশ্ন ও উত্তর উভয়ই দেওয়া হয়েছে। খ-বিভাগ ও গ-বিভাগে তোমরা পেয়ে যাচ্ছো কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। বই হতে যেগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে।
পারস্য ও মধ্য এশিয়ায় মুসলমানদের ইতিহাস সাজেশন ২০২৪
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ‘মোঙ্গ’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘মোঙ্গ’ শব্দের অর্থ সাহসী।
২. ‘বিশ্বের ত্রাস’ বলা হয় কাকে?
উত্তর: বিশ্বের ত্রাস বলা হয় চেঙ্গিস খানকে।
৩. ‘তেমুচিন’ নামের অর্থ কী?
উত্তর: ‘তেমুচিন’ নামের অর্থ কঠিন ইস্পাত।
৪. মোঙ্গল জাতির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মোঙ্গল জাতির প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান।
৫. মোঙ্গলদের রাজধানীর নাম কী?
উত্তর: মোঙ্গলদের রাজধানীর নাম কারাকোরাম।
৬. কুবলাই খানের শাসনকাল উল্লেখ কর।
উত্তর: কুবলাই খানের শাসনকাল ১২৫৯-১২৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত।
৭. কুবলাই খান কত বছর রাজত্ব করেন?
উত্তর: কুবলাই খান পঁয়ত্রিশ বছর রাজত্ব করেন।
৮. ‘ছোট খান’ কার উপাধি?
উত্তর: ‘ছোট খান’ কুবলাই খানের উপাধি।
৯. হালাকু খান কে ছিলেন?
উত্তর: হালাকু খান ছিলেন পারস্যের ইলখানি বংশের প্রতিষ্ঠাতা।
১০. গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হাসান বিন সাবাহ।
১১. হাসান বিন সাবাহ কে ছিলেন?
উত্তর: হাসান বিন সাবাহ ছিলেন গুপ্তঘাতক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা।
১২. পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় কাকে?
উত্তর: পর্বতের বৃদ্ধ ব্যক্তি বলা হয় হাসান বিন সাবাহকে।
১৩. হালাকু খান কত খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন?
উত্তর: হালাকু খান ১২৫৮ খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করেন।
১৪. আব্বাসিদের সর্বশেষ খলিফার নাম কী?
উত্তর: আব্বাসিদের সর্বশেষ খলিফার নাম আল মুসতাসিম।
১৫ . ‘জামিউত তাওয়ারিখ’ গ্রন্থের লেখক কে?
উত্তর: জামিউত তাওয়ারিখের রচয়িতা ছিলেন রশিদুদ্দিন।
১৬. হাফিজের ‘দিওয়ান’ কী ধরনের গ্রন্থ?
উত্তর: হাফিজের ‘দিওয়ান’ প্রেম, ভালোবাসা বিষয়ক কাব্যগ্রন্থ।
১৭. মুজাফফরি বংশ কত বছর রাজত্ব পরিচালনা করে?
উত্তর: মুজাফফরি বংশ ৮০ বছর রাজত্ব পরিচালনা করে।
১৮. জান্দ বংশের প্রতিষ্ঠাতা কে?
অথবা, জান্দ বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: জান্দ বংশের প্রতিষ্ঠাতা করিম খান জান্দ।
১৯. জান্দ বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
উত্তর: জান্দ বংশের সর্বশেষ শাসক ছিলেন লুৎফ আলি খান।
২০. জান্দ বংশের কতজন শাসক ছিলেন?
উত্তর: জান্দ বংশের ৭ জন শাসক ছিলেন।
২১. কে নাদির শাহকে ‘কুলিখান’ উপাধি দেন?
উত্তর: শাহ দ্বিতীয় তাহমাসপ নাদির শাহকে ‘কুলিখান’ উপাধি দেন।
২২. নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
উত্তর: নাদির শাহ ১৭৩৯ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন।
২৩. পারস্যের বর্তমান নাম কী?
উত্তর: পারস্যের বর্তমান নাম ইরান।
২৪. তৈমুর শব্দের অর্থ কী?
উত্তর: তৈমুর শব্দের অর্থ লৌহ।
২৫. তৈমুর লঙের রাজধানীর নাম কী?
উত্তর: তৈমুর লঙের রাজধানীর নাম সমরখন্দ।
২৬. আঙ্গোরার যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: আঙ্গোরার যুদ্ধ অটোমান সুলতান প্রথম বায়েজিদ ও তৈমুর লঙের মধ্যে সংঘটিত হয়।
২৭. কামালউদ্দিন বিহজাদ কে ছিলেন?
উত্তর: কামালউদ্দিন বিহজাদ পারস্যের নামকরা চিত্রশিল্পী ছিলেন।
২৮. সাফাভিদের ধর্মীয় বিশ্বাস কী ছিল?
উত্তর: সাফাভিগণ ইসলাম ধর্মের শিয়া মতাবলম্বী ছিল।
২৯. শাহ ইসামইল কোথায় রাজধানী স্থাপন করেন?
উত্তর: শাহ ইসামইল তাব্রিজে রাজধানী স্থাপন করেন।
৩০. সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সাফাভি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা শাহ আব্বাস।
৩১. আবদালিদের জাতিগত পরিচয় কী?
উত্তর: আবদালিগণ আফগান জাতির বংশধর।
৩২. আবদালি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: আবদালি বংশের প্রতিষ্ঠাতা আহমদ শাহ আরদালি।
৩৩. পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন সম্মিলিত মুসলিম বাহিনী এবং মারাঠাদের মধ্যে।
৩৪. মার্কোপোলো কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর: মার্কোপোলো ইতালির নাগরিক ছিলেন।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মোঙ্গলদের উৎপত্তি সম্পর্কে যা জান লেখ।
অথবা, মোঙ্গলদের উৎপত্তি সম্বন্ধে সংক্ষেপে লেখ।
২. কুরিলতাই সম্মেলন কী?
অথবা, কুরিলতাই সম্মেলনের ওপর একটি টীকা লেখ।
৩. মোঙ্গল সাম্রাজ্যের পতনের কারণগুলো কী?
অথবা, মোঙ্গল সাম্রাজ্যের পতনের প্রধান কারণগুলো লেখ।
৪. ইলখানি কারা?
অথবা, ইলখানিদের পরিচয় দাও।
৫. গুপ্তঘাতক সম্প্রদায়ের পরিচয় দাও।
অথবা, গুপ্তঘাতক সম্পদায়ের ওপর টীকা লেখ।
৬. পর্বতের বৃদ্ধলোক সম্পর্কে কী জান?
অথবা, পর্বতের বৃদ্ধলোক কে ছিলেন?
৭. আইন ই জালুতের যুদ্ধের তাৎপর্য আলোচনা কর।
অথবা, আইন ই জালুতের যুদ্ধের ফলাফল লেখ।
৮. আইন ই জালুতের যুদ্ধ সম্পর্ক লেখ।
অথবা, আইন ই জালুতের যুদ্ধের ঘটনা বর্ণনা কর।
৯. আবাগা খানের পরিচয় দাও।
অথবা, আবাগা খান কে ছিলেন?
১০. মাযমা আল মুরুজের যুদ্ধের ফলাফল লেখ।
১১. উপজাইত্ব খানের সাথে মামলুকদের সংঘর্ষের বিবরণ দাও।
অথবা, উলজাইতু খানের সাথে মামলুকদের সংঘর্ষ লেখ।
১২. জালায়েরি বংশের পরিচয় দাও।
অথবা, জালায়েরি বংশ সম্পর্কে ধারণা দাও।
১৩. হাসান বুজুর্গের পরিচয় দাও।
অথবা, হাসান বুজুর্গ কে ছিলেন?
১৪. নাদির শাহের পরিচয় দাও।
১৫. চাগতাই বংশের পরিচয় দাও।
অথবা, চাগতাই বংশ সম্পর্কে যা জান লেখ।
অথবা, চাগতাই বংশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৬. তৈমুর লঙকে লঙ বলার কারণ কী?
অথবা, তৈমুর লঙকে ‘লঙ’ বলা হয় কেন?
১৭. তৈমুর লঙের ভারত অভিযানের ঘটনা বর্ণনা কর।
অথবা, তৈমুর লঙের ভারত অভিযান সম্পর্কে আলোচনা কর।
১৮. আঙ্গোরার যুদ্ধের কারণসমূহ কী?
অথবা, আঙ্গোরার যুদ্ধের কারণগুলো লেখ।
১৯. তৈমুরীয় বংশের পতনের কারণসমূহ বর্ণনা কর।
অথবা, তৈমুরীয় বংশের পতনের প্রধান কারণগুলো লেখ।
২০. সাফাভিদের পরিচয় দাও।
অথবা, সাফাভি কারা?
২১. সাফাভি শাসক শাহ দ্বিতীয় ইসমাইলের ধর্মীয় নীতি ব্যাখ্যা কর।
২২. গিলজাই পোত্র কারা?
অথবা, গিলজাই গোত্র সম্পর্কে সংক্ষেপে লেখ।
২৩. পানিপথের তৃতীয় যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখ।
গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন
১. মোঙ্গল কারা? মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খানের মূল্যায়ন কর।
২. রাজ্যবিজেতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, বিজেতা হিসেবে চেঙ্গিস খানের কৃতিত্ব নিরূপণ কর।
৩. ইউয়ান বংশের পরিচয় দাও। এ বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কুবলাই খানের কৃতিত্ব আলোচনা কর।
৪. হালাক খানের বাগদাদ ধ্বংসের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
অথবা, হালাকু খানের বাগদাদ ধ্বংসের কারণ ও ফলাফল আলোচনা কর।
অথবা, হালাকু খান কর্তৃক বাগদাদ আক্রমণের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
অথবা, হালাকু খান কর্তৃক বাগদাদ আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা কর।
৫. শাসক ও জ্ঞান সাধনার পৃষ্ঠপোষক হিসেবে পাজান খানের কৃতিত্ব বর্ণনা কর।
অথবা, শাসক ও জ্ঞান সাধনার পৃষ্ঠপোষক হিসেবে গাজান খানের অবদান মূল্যায়ন কর।
৬. ইলখানিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে গাজান খানের রাজত্বকাল পর্যালোচনা কর।
অথবা, “গাজান খান ইলখানি বংশের সর্বশ্রেষ্ঠ শাসর ছিলেন।”- ব্যাখ্যা কর।
৭. জ্ঞানবিজ্ঞান ও শিক্ষা-সংস্কৃতির বিশেষ উল্লেখপূর্বক জালালুদ্দিন শহ সুজার রাজত্বকাল পর্যালোচনা কর।
অথবা, পারস্যের শাসক ও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে জালালুদ্দিন শাহ সুজার অবদান মূল্যায়ন কর।
৮. জান্দ বংশের উত্থানপতনের ইতিহাস বর্ণনা কর।
অথবা, জান্দ বংশের উত্থান ও পতনের বর্ণনা দাও।
৯. নাদির শাহের ভারত আক্রমণের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
অথবা, নাদির শাহের ভারত আক্রমণের বিবরণ দাও। মুঘল ইতিহাসে এর প্রভাব নিরূপণ কর।
১০. তৈমুর লঙের সামরিক অভিযানসমূহ আলোচনা কর।
অথবা, আঙ্গোরার যুদ্ধের বিশেষ উল্লেখপূর্বক তৈমুর লঙের সামরিক অভিযানের বর্ণনা দাও।
অথবা, তৈমুর লঙের সামরিক অভিযানের বর্ণনা দাও।
১১. আঙ্গোরার যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা কর।
অথবা, আঙ্গোরার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।
১২. পারস্য অভিযানের বিশেষ উল্লেখপূর্বক তৈমুর লঙের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, পারস্য অভিযানের বিশেষ উল্লেখপূর্বক তৈমুর লয়ের কৃতিত্ব আলোচনা কর।
১৩. শিল্পকলা ও জ্ঞানবিজ্ঞানের বিস্তারে তৈমুরীয় শাসকদের ভূমিকা আলোচনা কর।
অথবা, জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তৈমুরীয় অবদান মূল্যায়ন কর।
১৪. সাফাভি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে শাহ ইসমাইলের অবদান মূল্যায়ন কর।
অথবা, সাফাভি বংশের প্রতিষ্ঠাতা হিসেবে শাহ ইসমাইলের অবদান বর্ণনা কর।
১৫. সাফাভি বংশের অন্যতম শাসক হিসেবে শাহ তাহমাসপের ভূমিকা আলোচনা কর।
অথবা, সাফাভি শাসক প্রথম শাহ তাহমাসপের রাজত্বকাল সংক্ষেপে পর্যালোচনা কর।
১৬. সাফাভি বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসেবে শাহ আব্বাসের কৃতিত্ব মূল্যায়ন কর।
অথবা, শাসক হিসেবে প্রথম শাহ আব্বাসের অবদান মূল্যায়ন কর।
১৭. শিল্প ও সংস্কৃতির বিকাশে সাফাভি শাসকদের অবদান মূল্যায়ন কর।
অথবা, জ্ঞান বিজ্ঞানে সাফাভিদের অবদান আলোচনা কর।
১৮. পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল বর্ণনা কর।
অথবা, পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ, ঘটনা ও ফলাফল আলোচনা কর।
উপরে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য পারস্য ও মধ্য এশিয়ায় মুসলমানদের ইতিহাস সাজেশন ২০২৪ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সাজেশনে কমন উপযোগী সকল প্রকার প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি ক-বিভাগ এর প্রশ্ন-উত্তর উভয়ই দেওয়ার। বই হতে তোমরা খ-বিভাগ ও গ-বিভাগ এর উত্তরগুলো পেয়ে যাবে।
কোর্সটিকার সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে ফেসবুক পেজে যোগাযোগ করতে পারো। এছাড়াও আমাদের ইউটিউব চ্যনেলটি Subscribe করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post