বিষয়: পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ
পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ
বিষয় কোড: ২২১৭০১
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. জার্মান ভাববাদের জনক বলা হয় কাকে?
উত্তর: জার্মান ভাববাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টকে।
২. পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা উল্লেখ কর।
উত্তর: পাশ্চাত্য দর্শনের আধুনিক যুগের সময়সীমা ১৪৫৩ থেকে ১৮৩১ সাল পর্যন্ত।
৩. আধুনিক দর্শনের জনক কে?
উত্তর: আধুনিক দর্শনের জনক রেনে ডেকার্ট।
৪. ডেকার্টের মতে তিনটি ধারা কী কী?
উত্তর: ডেকার্টের মতে ধারণা তিনটি হলো: ১. আগন্তুক ধারণা, ২. কৃত্রিম ধারণা ও ৩. সহজাত ধারণা।
৫. দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখ।
উত্তর: দুইজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম ডেকার্ট স্পিনোজা।
৬. ‘হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছেন’। উক্তিটি কার?
উত্তর:’হিউম আমাকে নির্বিচারে থেকে জাগিয়েছেন। উক্তিটি কান্টের।
৭. সমান্তরালবাদের প্রবক্তা কে?
উত্তর: সমান্তরালবাদের প্রবক্তা স্পিনোজা।
৮. ‘সকল মোনাডের মোনাড’ কী?
উত্তর: ‘সকল মনারডর মোনাড’ হলো ঈশ্বর।
৯. কে একমাত্র ঈশ্বরকেই দ্রব্য বলেন?
উত্তর: দার্শনিক স্পিনোজা একমাত্র দ্রব্য বলেন।
১০. লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম কী?
উত্তর: লাইবনিজের মতে জগতের মূল উপাদানের নাম মনাড চিৎপরমানু।
১১. আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে?
উত্তর: আধুনিক অভিজ্ঞতা বাদের দার্শনিক জন লক।
১২. ‘বুদ্ধির মধ্যে এমন কিছু নেই, যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিলনা।’ কার উক্তি?
উত্তর: ‘বুদ্ধির মধ্যে এমন কিছু নেই, যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না ।’ উক্তিটি জন লকের।
১৩. পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা কে?
উত্তর: পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের প্রবক্তা লাইবনিউজ।
১৪. লকের বাস্তববাদ এর নাম কী?
উত্তর: লোকের নাম বৈজ্ঞানিক বাস্তববাদ।
১৫. বার্কলে কোন দেশের দার্শনিক?
উত্তর: বার্কলে আয়ারল্যান্ডের দার্শনিক।
১৬. ‘অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর’-এই উক্তিটি কার?
উত্তর: ‘অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর’-এই উক্তিটি দার্শনিক বার্কলের।
১৭. বার্কলের ভাববাদয়ের নাম কী?
উত্তর: বার্কলের ভাববাদয়ের নাম আত্মগত ভাববাদ।
১৮. ‘সবই ঈশ্বর এবং ঈশ্বর সব’। উক্তিটি কার?
উত্তর:. ‘সবই ঈশ্বর এবং ঈশ্বর সব’। উক্তিটি স্পিনোজার।
১৯. ডেকার্টের দার্শনিক পদ্ধতি কি ছিল?
উত্তর: ডেকার্টের দার্শনিক পদ্ধতি সংশয় পদ্ধতি।
২০. ডেকার্টের মতে দ্রব্য কয়টি ও কী কী?
উত্তর: ডেকার্টের মতে দ্রব্য ৩ টি। ১. ঈশ্বর, ২. মন ও ৩. জড়।
২১. ‘সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি।’- উক্তিটি কার
উত্তর: ‘সব ধারণাই ইন্দ্রিয়ের অনুলিপি।’- উক্তিটি ডেভিড হিউমের।
২২. ‘A Critique of Pure Reason’ কে লিখেছেন?
উত্তর: ‘A Critique of Pure Reason’ গ্রন্থটি লিখেছেন দার্শনিক ইমানুয়েল কান্ট।
২৩. হিউমের মতে প্রত্যক্ষণ কত প্রকার ও কী কী?
উত্তর: হিউমনের মতে প্রত্যেক্ষণ ২ প্রকার। যথা; ১. ইন্দ্রজয় এবং ২. ধারণা।
২৪. দর্শণে বিচারবাদের জনক বলা হয় কাকে?
উত্তর: দর্শণে বিচারবাদের জনক বলা হয় ইমানুয়েল কান্টেকে।
২৫. ‘A Critique of Practical Reason’ গ্রন্থটি কে লিখেছেন?
উত্তর: ‘A Critique of Practical Reason’ গ্রন্থটি লিখেছেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট।
২৬. আত্মগত ভাববাদের প্রবক্তা কে?
উত্তর: আত্মগত ভিববাদের প্রবক্তা বিশপ বার্কলে।
২৭. হেগেল কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর: হেগেল ১৮৩১ সালে মৃত্যুবরণ করেন।
২৮. হেগেলের মতে দ্বান্দ্বিক পদ্ধতি কি?
উত্তর: হেগেলের মতে জগতের সবকিছুর মধ্যেই নয় ও প্রতি নয় এ দুটি বিপরীত ধর্মী বিদ্যমান আর দুটির সম্বন্ধয়সাধনের মাধ্যমে দার্শনিক পদ্ধতির উদ্ভব হয় তাই দ্বান্দ্বিক পদ্ধতি। এটি তার দর্শনের মূল প্রতিপাদ্য বিষয়।
২৯. মোনাড কি?
উত্তর: লাইবনিজের মতে মোনাড এমন একটি আধ্যাত্মিক পরমাণু যার যার সারধর্ম, চেতনা ও শক্তি ও অবিভাজ্য এবং বাস্তব, চিরন্তন ও শাশ্বত।
৩০. বস্তুগত ভাববাদের প্রবক্তা কে?
উত্তর: বস্তুগত ভাববাদের প্রবক্তা হেগেল।
খ. বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা কর।
২. ডেকার্টের ধারণাতত্ত্ব ব্যাখ্যা কর।
৩. সহজাত ধারণা বলতে কী বোঝ?
৪. স্পিনোজার মতে, ঈশ্বর কি একজন ব্যক্তি?
৫ . পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ সম্পর্কে কি জান?
৬. লাইবনিজের দ্রব্যের ধারণা ব্যাখ্যা কর।
৭. লকের মতে, গুণ কত প্রকার ও কী কী? উদাহরণ সহ লেখ।
৮. লক কিভাবে মুখ্য ও গৌণ গুণের পার্থক্য নির্ণয় করেন?
৯. আত্মগত ভাববাদ কী?
১০.মোনাডের বৈশিষ্ট্যসমূহ লেখ।
১১. হিউমের ধারণা অনুষঙ্গ নীতিটি ধারণা ব্যাখ্যা কর?
১২. ‘মন বা আত্ন হচ্ছে প্রত্যক্ষনের সমষ্টি’- হিউমের উক্তিটি ব্যাখ্যা কর।
১৩. ‘Nature Naturans’ এবং ‘Natura Naturata’ সম্পর্কে স্পিনোজা কী বলেছেন?
১৪. সব ধারণায় ইন্দ্রিয় সবথেকে অদ্ভুত”- হিউমের উক্তিটি ব্যাখ্যা কর।
১৫. কান্ট কিভাবে বিশ্লেষক ও সংশ্লেষক অবধারণের মধ্যে পার্থক্য করেন?
১৬.লাইবনিজের মতে, ‘মোনাডের মোনাড’ কী?
১৭. পেটের মধ্যে অহম্ ও অন হোম কি আলোচনা কর
১৮. শেলিং এর নান্দনিক সজ্ঞাবাদ আলোচনা কর।
১৯. কান্টের দর্শনে কোপার্নিকীয় বিপ্লব কি?
২০. হেগেলের পরমসত্তার স্বরূপ কি?
গ. বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. আধুনিক পাশ্চাত্য দর্শনের বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা কর।
২. ‘আমি চিন্তা করি, সুতরাং আমি আছি।’- ডেকার্টের এ উক্তি অবলম্বনে তার দর্শণের বিচারমূলক আলোচনা কর।
৩. ডেকার্ট কিভাবে ঈশ্বরের ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন? আলোচনা কর এবং মন্তব্য দাও।
৪. ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে ডেকার্টের মতবাদ আলোচনা কর।
৫. স্পিনোজার দ্রব্য সম্প্রকীয় ধারণা ব্যাখ্যা কর।
৬. বৌদ্ধিক প্রকার বলতে কী বোঝ? কান্টের মতে বৌদ্ধিক প্রকারগুলো স্বরূপ ও কার্যাবলী লেখ।
৭. লাইবনিজ অনুসারে পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ আলোচনা করে। তাকে কি একজন বহুত্ববাদী বলা যায়?
৮. লাইবনিজের মোনাডতত্ত্ব ব্যাখ্যা কর। তিনি একত্ববাদী না বহুত্ববাদী।
৯. স্পিনোজার দ্রব্যের বৈশিষ্ট্য লেখ। স্পিনোজা কী একজন সর্বেশ্বরবাদী?
১০. জন লক কিভাবে ডেকার্টের সহজাত ধারণা খণ্ডন করেন
১১. বার্কলের আত্মগত ভাববাদ আলোচনা কর।
১২. ভাববাদ কী? বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ আলোচনা কর।
১৩. হিউম কিভাবে ইন্দ্রিয় ছাপ ও ধারণার মধ্যে পার্থক্য করেন আলোচনা কর। তার মতে সব ধারণাই কী ইন্দ্রিয়জয় থেকে প্রাপ্ত।
১৪. হিউমের মতে, ধারণা অনুষঙ্গ উক্তিটি ব্যাখ্যা কর।
১৫. জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বিচারবাদ ব্যাখ্যা কর।
১৬. হিউমের আত্ম সম্পর্কীয় ধারণার বিচারমূলক ব্যাখ্যা দাও।
১৭. ফিকটের মতে অহং কী? তার দর্শনে জ্ঞান ও চেতনা বিষয়ক মতবাদ আলোচনা কর।
১৮. ভাববাদ কি? শেলিং এর অতীন্দ্রিয় ভাববাদ ব্যাখ্যা কর।
১৯. কান্ট কিভাবে সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য নিরূপণ করেন? তিনি কেন বলেন সত্তা যে অজ্ঞাত ও অজ্ঞেও?
২০. ‘যা বাস্তব তাই বাস্তব তাই বৌদ্ধিক।’ উক্তিটির আলোকে হেগেলের দর্শন বিচার কর।
এখানে ক্লিক করে অনার্স দর্শন ২য় বর্ষ পাশ্চাত্য দর্শনের ইতিহাস আধুনিক যুগ pdf ডাউনলোড করে নাও। অনার্স দর্শন ২য় বর্ষের অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post