পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : গল্পটির কিশোর অন্তু ঢাকায় বসবাস করে। মায়ের কাছে মুক্তিযোদ্ধা কাজল মামার সাহসী সংগ্রামের গল্প শুনে অন্তুর মনে মামার মুখ থেকে যুদ্ধের গল্প শোনার আগ্রহ জাগে। সে মামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একুশে ফেব্রুয়ারির দু’দিন আগে কাজল মামা ঢাকায় আসেন। মামার কাছেই শুরু হয় অন্তুর অতীত সম্পর্কে তথ্যনির্ভর ইতিহাসের পাঠ।
অন্তু জানতে পারে ঢাকা শহরের নামের ইতিহাস, সাতমসজিদ রাস্তার নামের ইতিহাস। জানতে পারে যুদ্ধ ও মুক্তিযুদ্ধের পার্থক্য। পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ ও ছাত্রদের প্রতিবাদী ভূমিকার কথা। ঢাকা শহরে রিকশায় ঘুরতে ঘুরতে কিশোর অন্ত স্মৃতিসৌধ, মাতৃভাষা আন্দোলন, শহিদ মিনারসহ বাঙালি জাতির পিতৃপুরুষ কারা সে সম্পর্কে ধারণা লাভ করে।
পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. কাজল মামা কখন যুদ্ধে গিয়েছিল?
ক. হাইস্কুলে পড়ার সময়
খ. বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়
গ. চাকরি করার সময়
ঘ. অবসরে যাওয়ার পর
২. কাজল মামা কোন হলে থাকতেন?
ক. হাজী মোহাম্মদ মুহসীন
খ. শহীদুল্লাহ
গ. এ.কে ফজলুল হক
ঘ. সূর্যসেন
৩. পাকিস্তানি হানাদারদের গুলির প্রথম শিকার কারা?
ক. বুদ্ধিজীবীরা
খ. শিক্ষকরা
গ. সরকারি চাকরিজীবীরা
ঘ. ছাত্ররা
৪. পাকিস্তানি শাসকরা আমাদের উপর কোন ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল?
ক. হিন্দি
খ. আরবি
গ. উর্দু
ঘ. ফার্সি
৫. মাতৃভাষা বাংলার জন্য কত সালে আন্দোলন হয়েছিল?
ক. ১৯৫১
খ. ১৯৫২
গ. ১৯৫৩
ঘ. ১৯৫৪
৬. কত সাল থেকে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালিদের স্বাধীনতার মূল সংগ্রাম শুরু হয়?
ক. ১৯৫২
খ. ১৯৫৬
গ. ১৯৬৯
ঘ. ১৯৭১
৭. কত সালে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?
ক. ১৯৬৯
খ. ১৯৭০
গ. ১৯৭১
ঘ. ১৯৭২
৮. অন্তু ও তার মামা শহিদদের সম্মান জানানোর জন্য কতক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিল?
ক. এক মিনিট
খ. দুই মিনিট
গ. তিন মিনিট
ঘ. চার মিনিট
৯. অন্তুর নানা তার কাজল মামাকে বকতেন কেন?
ক. পড়াশুনা ছেড়ে দিয়েছে বলে
খ. মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ায়
গ. ঢাকা ছেড়ে গ্রামে এসে পড়েছে বলে
ঘ. পরীক্ষায় ভালো ফলাফল না করায়
১০. শহিদ মিনার বাঙালির স্মৃতিসৌধ কেন?
ক. ভাষার জন্য অনেক বাঙালি এখানে প্রাণ দিয়েছে
খ. এখান থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে
গ. বিজয়ের দলিল এখানে সই করা হয়েছে
ঘ. জাতীয় নেতাদের এখানে হত্যা করা হয়েছে
১১. ছাত্ররাই কেন প্রথমে পাকিস্তানিদের গুলির শিকার হলো?
ক. ছাত্ররাই প্রথম যুদ্ধে অবতীর্ণ হয়েছিল
খ. তারাই পাকিস্তানিদের সব অন্যায়ের প্রতিবাদ করত
গ. হল নির্মাণের দাবিতে মাঠে নেমেছিল
ঘ. সেনাবাহিনীর বিমান ভূপতিত হওয়ায়
১২. শহিদ মিনার কাদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত হয়েছে?
ক. মুক্তিযোদ্ধা
খ. বুদ্ধিজীবী
গ. ভাষাশহিদ
ঘ. জাতীয় চার নেতা
১৩. আমাদের জাতির প্রথম শহিদ কারা?
ক. মুক্তিযোদ্ধা
খ. বুদ্ধিজীবী
গ. ভাষাশহিদ
ঘ. জাতীয় চার নেতা
১৪. ছেলেদের জোগাড় করে কাজল মামা কী করতেন
ক. মিছিল-মিটিং
খ. গান-বাজনা
গ. মঞ্চ নাটক
ঘ. খেলাধুলা
১৫. ‘বাবা, এসব করিস নে। বিপদে পড়বি।’- উক্তিটি কার?
ক. কাজল মামার
খ. অন্তুর বাবার
গ. অন্তুর নানার
ঘ. অন্তুর মায়ের
পিতৃপুরুষের গল্প mcq প্রশ্ন উত্তর
১৬. নূরজাহান রোড ঢাকার কোথায় অবস্থিত?
ক. ধানমন্ডি
খ. মোহাম্মদপুর
গ. মতিঝিল
ঘ. রামপুরা
১৭. ‘জাহাঙ্গীরনগর’ কোন শহরের পূর্ব নাম?
ক. ঢাকার
খ. রাজশাহী
গ. চট্টগ্রাম
ঘ. রংপুর
১৮. জাহাঙ্গীর কোন বংশের বাদশা ছিলেন?
ক. তুর্কি
খ. কররানি
গ. মোগল
ঘ. ফরাসি
১৯. কোন মোগল বাদশার নামে ঢাকার নামকরণ করা হয়?
ক. জাহাঙ্গীর
খ. আকবর
গ. হুমায়ুন
ঘ. বাবর
২০. মুক্তিযুদ্ধ কেন হয়?
ক. স্বাধীনতার জন্য
খ. শিক্ষার সুযোগ লাভের জন্য
গ. লোভ-লালসার জন্য
ঘ. শক্তি প্রদর্শনের জন্য
২১. পাকিস্তানিরা বাংলাদেশটাকে কী করে রাখতে চেয়েছিল?
ক. গোলাম
খ. বন্ধু
গ. শত্রু
ঘ. নিরপেক্ষ
২২. অন্তু মন খারাপ করেছিল কেন?
ক. খেলতে না পেরে
খ. মাকে কাছে না পেয়ে
গ. ভাষাশহিদদের জন্য
ঘ. মামার কথায়
২৩. ‘ওরা আমাদের পিতৃপুরুষ’- এখানে কাদের কথা বলা হয়েছে?
ক. ৫২ সালের শহিদদের
খ. ৬৬ সালের শহিদদের
গ. ৬৯ সালের শহিদদের
ঘ. ৯০ সালের শহিদদের
২৪. ‘স্বাধীনতা এবার আসবেই’- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. আত্মবিশ্বাস
খ. সংশয়
গ. অভিমান
ঘ. বীরত্ব
২৫. ‘বাবা এসব করিস নে। বিপদে পড়বি।’ উক্তিটিতে কোন বিপদের কথা বলা হয়েছে?
ক. ঢাকা শহরের রাস্তা হারিয়ে ফেলার
খ. সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার
গ. ব্রিটিশদের নির্মমতার শিকার হওয়ার
ঘ. পাকিস্তানি হানাদারদের নির্মমতার
২৬. ‘ওরা আমাদের পিতৃপুরুষ’- উক্তিটির সমার্থক বাক্য কোনটি?
ক. অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা-মাতার লাশের উপর
খ. আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি
গ. আরেক পিতার বুক-শূন্য করা গুলিবিদ্ধ সন্তানের লাশ
ঘ. সে আমার মা, সে আমার ভাই, সে আমার প্রিয়তম পিতা
২৭. অন্তুর মা তার মামাকে পাঠানো চিঠিতে লিখেছিল-
i. ঢাকা শহরে আসতে
ii. যদ্দিন চাকরি না হয় ততদিন ঢাকায় থাকতে
iii. দ্রুত চাকরি নিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৮. কাজল মামা বিশ্ববিদ্যালয় ছেড়ে গ্রামে চলে আসে-
i. পড়াশুনা শেষ বিধায়
ii. যুদ্ধ বেধে যাওয়ায়
iii. যুদ্ধের প্রস্তুতি নিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. সাতমসজিদ রোড নাম হওয়ার কারণ-
i. রাস্তার শেষে সাত গম্বুজবিশিষ্ট মসজিদ আছে
ii. এই রাস্তার সাতটি মসজিদ রয়েছে
iii. রাস্তাটি সাতগম্বুজ বিশিষ্ট মসজিদমুখী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. পাকিস্তানি শাসকেরা বাঙালিদের ওপর চাপিয়ে দিতে চেয়েছিল-
i. তাদের ভাষা
ii. তাদের অক্ষমতা
iii. তাদের সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
আরও দেখো—সপ্তম শ্রেণির বাংলা গল্প-কবিতার সমাধান
সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা, উপরে তোমাদের সপ্তবর্ণা বাংলা বই থেকে পিতৃপুরুষের গল্প বহুনির্বাচনি প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই অধ্যায় থেকে পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি প্রশ্ন উত্তরসহ দেওয়া হয়েছে। Answer Sheet অপশনে ক্লিক করে উত্তরগুলো সংগ্রহ করে নাও। এছাড়াও অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক, জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে উপরে দেওয়া লিংকে ভিজিট করো।
Discussion about this post