জন্ম নিয়ন্ত্রণের জন্য অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করেন। তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে পিল। পিল কি এটা অনেকেই জানেন। আবার সদ্য বিবাহিত মহিলাদের মধ্যে অনেকেই জানেন না।
যেসব মহিলা দেরিতে বাচ্চা নেয় তাদের জন্য অন্যতম জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হচ্ছে পিল। এই পিলের মাধ্যমে ক্ষতির পরিমাণ তেমন থাকে না। এবং যখন ইচ্ছে, যতবার মিলন করা সম্ভব হয়। তাই জন্মনিয়ন্ত্রণ এর জন্য মহিলাদের অন্যতম পছন্দ হচ্ছে পিল।
পিল কি
পিল হচ্ছে এক ধরনের হরমোনাল ঔষধ বা বড়ি। এই বড়িতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন থাকে। দুই ধরনের স্বল্পমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যায়। এক ধরনের পিলে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন থাকে। অন্য পিলে শুধু প্রোজেস্টেরন থাকে। দুই ধরনেই হরমোনই গর্ভধারণ রোধে সাহায্য করে।
এই বড়ি খেলে, বড়িতে থাকা হরমোন সমূহ ডিম্বাণু নির্গমন হতে দেয় না। যার ফলে গর্ভধারণ রোধ হয়।
জন্মনিয়ন্ত্রণ পিল কয় ধরনের
জন্মনিয়ন্ত্রণ পিল দুই ধরনের। একটি হচ্ছে স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল তথা যে পিল পুরো মাস খেতে হয়। অন্যটি হচ্ছে ইমার্জেন্সি পিল। এই দুই ধরনের পিলই নারীস্বাস্থ্য এর জন্য অত্যন্ত উপযোগী। এবং দুই ধরনের পিলই ৯৯ শতাংশ কার্যকর।
স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল
এই পিলগুলো পাতা আকারে থাকে। প্রতি পাতায় ২৮ টি করে পিল থাকে। মাসিক হওয়ার শুরু থেকে পরবর্তী মাসিক হওয়ার পর্যন্ত রাতে খাওয়ার পরে একটি করে এই পিল খেতে হবে।
এই পিল খাওয়াকালীন অন্য কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন নেই। বিশেষ করে একইসাথে একের অধিক প্রকারের পিল খাওয়া কখনোই উচিত নয়।
ইমার্জেন্সি পিল কি
ইমার্জেন্সি পিলকে আই পিল বা মর্নিং আফটার পিলও বলা হয়। অনিরাপদ যৌন মিলনের পরে এই পিল খেতে হয়। অরক্ষিত যৌন মিলনের পরে, স্বল্পমেয়াদী জন্মবিরতিকরণ পিল খেতে ভুলে গেলে বা যৌন মিলনের সময় কোন ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার না করলে এই পিল খেতে হবে।
একেক ধরনের ইমার্জেন্সি পিল খাওয়ার একেক নিয়ম রয়েছে। তাই ইমার্জেন্সি পিল খাওয়ার পূর্বে সেই ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম, উপকারিতা ও অপকারিতা গুলো সম্পর্কে জেনে নিতে হবে। কেননা, নিয়মানুযায়ী ইমার্জেন্সি পিল না খেলে ক্ষতির সম্ভাবনা অনেক বেড়ে যায়।
শেষ কথা
পিল কি শুধু তা জেনেই পিল খাওয়া শুরু করাটা কখনোই উচিত নয়। কোন পিল খাওয়ার আগে সেই পিল সম্পর্কে আগে ভালোভাবে জেনে তারপর সেই পিল খাওয়া উচিত। কেননা সকল পিলেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থেকে থাকে। তাই কোন পিল খাওয়ার আগে সেই পিল খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও সেই পিল কতটুকু কার্যকর এই বিষয়গুলো জেনেই পিল খাওয়া উচিত।
Discussion about this post