পিল খেলে কি কি উপকার পাওয়া যায় তা সকলেরই জানা। পিল খেলে কি ক্ষতি হয় তা অনেকেরই অজানা। অনেকে পিলের অপকারিতা সম্পর্কে না জেনে পিল খাওয়ার পরে অসুবিধাগুলোর সম্মুখীন হলে বুঝতে পারে না ঠিক কি কারণে এমন হয়েছে।
জন্ম নিয়ন্ত্রণ পিল ব্যবহারে ঋতুস্রাবের যন্ত্রণা কমে, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম ও অনিয়মিত ঋতুস্রাব এর সমস্যার সমাধান হয় ও পিল ব্যবহারে গর্ভধারণের সম্ভাবনা ৯৯.৯৯% কমে যায়। এতগুলো সুবিধা থাকার কারণে মানুষ স্বল্পমেয়াদী ও ইমার্জেন্সি পিলের অপকারিতা গুলোর দিকে খেয়ালই করে না। যার ফলে তাদের বিভিন্ন শারীরিক সমস্যায় পড়তে হয়।
গবেষকরা বলেন যে, পিল জাতীয় হরমোনাল ঔষধ সমূহ আস্তে আস্তে নারীর মস্তিষ্কে প্রভাব ফেলতে শুরু করে। গবেষকরা বলেন যে, এই ঔষধ গ্রহণকারী মহিলা ও যারা গ্রহণ করে না তাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। হাইপোথ্যালামাস যৌনক্ষমতা, খাওয়ার রুচি, ঘুম চক্র ও মেজাজ নিয়ন্ত্রণ করে।
পিল খেলে কি ক্ষতি হয়
পিল খাওয়ার নিয়ম অনুযায়ী পিল খাওয়ার পরেও অনেকে স্বল্পমেয়াদী কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে। বেশীরভাগ ক্ষেতেই এই সমস্যাগুলো সেরে যায়। তবে, পিল খাওয়ার ফলে দীর্ঘমেয়াদী ও বড় কিছু সমস্যা হতে পারে। আজকে আমরা সেগুলোও আপনাদের জানাবো।
পিল খাওয়ার ফলে যেসব সমস্যা হয়ে থাকে–
১. অনেক সময় সাদা স্রাব হয় না।
২. অনেক সময় যোনিপথের পিচ্ছিলতা কমে যায়।
৩. যেসব মহিলা বাচ্চাকে স্তন পান করান বুকের দুধ কমে যেতে পারে।
৪. স্তন স্পর্শ করলে ব্যথার মতো অনুভূতি হওয়া।
৫. বিষণ্ণতা হতে পারে।
৭. বমি বমি ভাব হওয়া।
৮. প্রচণ্ড মাথা ব্যথা হওয়া।
৯. মুখে ব্রণ হওয়া।
১০. ওজন বৃদ্ধি হয়ে যাওয়া।
১১. মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার ঝুঁকি থাকলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়।
১২. স্ট্রোকের ঝুঁকি থাকলে সেই ঝুঁকি আরও বেড়ে যায়।
১৩. যাদের শিরায় রক্ত জমার বাঁধার মতো সমস্যা রয়েছে তারা ইস্ট্রোজেন সমৃদ্ধ মিশ্র পিল খেলে ঝুঁকি বেড়ে যায়।
সবশেষে যা জানা দরকার
পিল খেলে কি ক্ষতি হয় উপরে তা আলোচনা করা হয়েছে। তবে, পিল খেলে শুধু উক্ত ক্ষতিগুলোই হবে এমন না। স্বল্পমেয়াদী ও ইমার্জেন্সি পিলের অপকারিতা অনেকগুলোই রয়েছে। মহিলাভেদে পিলের ভিন্ন ভিন্ন অপকারিতা প্রকাশ পেয়ে থাকে। তাই একেক মহিলার একেক ধরনের শারীরিক ক্ষতি দেখতে পাওয়া যায়। তবে, নিয়ম মোতাবেক ব্যবহার করলে এই পিলের অপকারিতা অনেকটাই কমে আসবে।
Discussion about this post