পেওনিয়ার হচ্ছে বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় ভার্চুয়াল ব্যাংকিং সার্ভিস। পেওনিয়ার একাউন্ট ব্যবহারের মাধ্যমে বিশ্বব্যাপী সব ধরনের অনলাইন মার্কেট লেনদেন করা যায়। যারা অনলাইনের মাধ্যমে বিজনেস করে তাদের বেশিরভাগ মানুষ পেওনিয়ার ব্যাংক ব্যবহার করছে।
আমি নিজেও পেওনিয়ার ব্যাংক ব্যবহার করছি। পেওনিয়ার ব্যাংকের মাস্টার কার্ড সবচেয়ে সুবিধাজনক এবং জনপ্রিয়। আপনি যদি ইন্টারন্যাশনাল লেনদেন প্রয়োজন মনে করেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি আপনি পেওনিয়ার একাউন্ট ব্যবহার করেন। খুবই নিরাপদ ও সহজভাবে লেনদেন করুন। বাংলাদেশ আমার বহু ভক্ত ছাত্র-ছাত্রীর রয়েছে। তাদের জন্য পেওনিয়ার সম্পর্কে আমার কিছু আলোচনা এই ভিডিওতে দেখে নিন।
পেওনিয়ার একাউন্ট কিভাবে খুলবেন?
পেওনিয়ার একাউন্ট খোলা খুবই সহজ তবে। একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। কখনো নকল তথ্য ব্যবহার করে একাউন্ট খোলার চেষ্টা করবেন না। এটি অবৈধ এবং আইনত দণ্ডনীয়। সঠিক তথ্য ব্যবহারের মাধ্যমে একাউন্ট খোলা সবচেয়ে নিরাপদ। কারণ, এতে আপনার লেনদেন হবে নিরাপদে। পেওনিয়ার একাউন্ট খুলে আপনি ২৫ ডলার বোনাস জিতে নিতে পারেন। পেওনিয়ার একাউন্ট খোলার জন্য এবং ২৫ ডলার বোনাস পাওয়ার জন্য এই লিংকে ক্লিক করে একাউন্ট খুলতে হবে।
ব্যক্তিগত প্রয়োজনে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে মাস্টার কার্ড দিয়ে লেনদেন করার জন্য পেওনিয়ার একাউন্ট খুলে নিন। আপনাদের সহযোগিতা করার জন্য আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমরা দেখিয়েছি একাউন্ট খোলার সঠিক পদ্ধতি। আমাদের ভিডিওটি দেখে আপনি একাউন্ট খোলার জন্য সঠিক গাইডলাইন পেয়ে যাবেন।
ভিডিও টিউটোরিয়ালকে আমরা কয়েকটি পর্বে প্রকাশ করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্ব দেখার মাধ্যমে আপনি পেওনিয়ার সম্পর্কিত সবকিছুই জানতে পারবেন। আর দেরি না করে এখনি খুলে ফেলুন আপনার কাঙ্খিত পেওনিয়ার একাউন্ট একাউন্ট। খোলার পূর্বে এই ভিডিওটি দেখে নিন। প্রথম পর্বের টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে আপনি যা শিখতে পারবেন:
- সঠিক পদ্ধতিতে ফরম ফিলাপ করে কিভাবে একাউন্ট খুলতে হয়
- অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করতে হয়
- পেওনিয়ার ব্যালেন্স উইথড্র দেওয়ার জন্য নিজের দেশের ব্যাংক কিভাবে যুক্ত করতে হয়
- নিজের দেশের ব্যাংক যুক্ত করার পর কিভাবে ভেরিফিকেশন করতে হয়
ধন্যবাদ বন্ধুরা, প্রথম পর্ব দেখার মাধ্যমে আপিনি পেওনিয়ার একাউন্ট খুলতে সক্ষম হয়েছেন। আশা করি, এখন আপনার একটি পেওনিয়ার একাউন্ট আছে। এখন আপনাকে সফলতার দ্বিতীয় ধাপ অতিক্রম করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাকে অনলাইন মার্কেটপ্লেস থেকে মিনিমাম $100 বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হবে।
আর এই বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আপনি ফাইবার, আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সারের মতো সাইটগুলিতে কাজ করতে পারেন। তবে অবশ্যই এজন্য আপনার টেকনিক্যাল কাজ জানা থাকতে হবে। কাজ শেখার জন্য আপনি WFreelance এর ইউটিউব টিউটেরিয়াল দেখতে পারেন।
হাতে পাওয়ার পর মাস্টার কার্ড একটিভ করা জরুরি। মাস্টার কার্ড একটিভ করার পর মাস্টার কার্ড ব্যবহার করতে সক্ষম হবেন। কিভাবে মাস্টার কার্ড একটিভ করতে হয় এই ভিডিও টিউটোরিয়াল দেখার মাধ্যমে তা শিখে নিন।
লেখক পরিচিতি
Discussion about this post