শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. দ্বিজাতি তত্ত্ব কী?
উত্তর: মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ জাতিগত তত্ত্বের ভিত্তিতে ভারতের মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন এবং তাঁর এ তত্ত্বের নাম হচ্ছে দ্বিজাতি তত্ত্ব।
২. যুক্তফ্রন্ট কী?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগসহ সমমনা ৪টি দলের নির্বাচনি জোট হলো যুক্তফ্রন্ট।
৩. লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক।
৪. পাকিস্তান সৃষ্টির মূলভিত্তি কী ছিল?
উত্তর: ১৯৪০ সালের ‘লাহোর প্রস্তাব’ ও জিন্নাহর ‘দ্বিজাতি তত্ত্ব’ পাকিস্তান সৃষ্টির মূলভিত্তি ছিল।
৫. ছয় দফা বলতে কী বোঝ?
উত্তর: ১৯৬৬ সালের ৫-৬ই ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত বাঙালি জাতির প্রাণের ছয়টি দাবি হচ্ছে ছয় দফা দাবি।
৬. লাহোর প্রস্তাব কী?
উত্তর: ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক কাউন্সিল অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ. কে. ফজলুল হক উপমহাদেশের মুসলমানদের স্বার্থ-সম্বলিত একটি প্রস্তাব পেশ করেন, ঐতিহাসিক এ প্রস্তাবই হলো ‘লাহোর প্রস্তাব’।
৭. ছয় দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
উত্তর: ছয় দফা কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্থাপন করেন।
৮. লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে ?
উত্তর: লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ১৯৪০ সালে।
৯. ছয় দফাকে বাঙালি জাতির কী বলা হয়?
উত্তর: ছয় দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়।
১০. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
উত্তর: ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।
১১. কত সালে পাকিন্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭০ সালে পাকিন্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১২. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কী নামে পরিচিত?
উত্তর: ঐতিহাসিক লাহোর প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব’ নামে পরিচিত।
১৩. ভাষা আন্দোলনের সময় পূর্ববাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুউদ্দিন।
১৪. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উত্তর: যুক্তফ্রন্ট ১৯৫৩ সালের নভেম্বর মাসে গঠিত হয়।
১৫. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে?
উত্তর: ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post