পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : পূর্বের অধ্যায়গুলোতে আমরা সমাজ, সরকার ও রাষ্ট্র, নাগরিকের অধিকার ও কর্তব্য এবং নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান সম্পর্কে জেনেছি। এ অধ্যায়ে আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এ দেশের নাগরিকদের ভূমিকা ইতিহাস থেকে জানব।
পৌরনীতি ও নাগরিকতা ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : শিশির একটি কারখানায় চাকরি করত। মুক্তিযুদ্ধের সময় তার কারখানার অনেকেই যুদ্ধে যোগদান করে। তাদের দেখাদেখি একদিন সে বাড়ি থেকে পালিয়ে একটি বাহিনীর অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকালে গুলির আঘাতে তার একটি পা হারায়। যুদ্ধ শেষে ফিরে এসে সে তার চাকরি এবং পরিবার কিছুই ফিরে পায়নি।
ক. ছয় দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
খ. গেরিলা যুদ্ধ কী? ব্যাখ্যা কর।
গ. শিশির মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিল? ব্যাখ্যা কর।
ঘ. শিশির ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তান— মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ২ : সোমা দশম শ্রেণির ছাত্রী। সে ইতিহাস পড়ে বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে জানে। মূলত বিদ্রোহ হয় বিভিন্ন বৈষম্যের কারণে। ঊনবিংশ | শতাব্দীতে এভাবেই উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ তথা মহাবিদ্রোহ হয়।
ক. বঙ্গভঙ্গ হয় কত সালে?
খ. লাহোর প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো।
গ. উদ্দীপকের আলোকে ঊনবিংশ শতাব্দীর বিদ্রোহের কারণ ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত বিদ্রোহই ভারতীয় উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম” বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : খোরশেদ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেশ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল। মিছিল, মিটিং, ভাষণ শুনে তার মধ্যে দেশপ্রেম প্রবল হয়ে ওঠে— যে করেই হোক দেশকে শত্রুমুক্ত করতে হবে।’ তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। পরিবারকে পেছনে ফেলে নয় বরং পরিবারের জন্যই তার এ আত্মত্যাগ।
ক. বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন কখন?
খ. বাঙালির জাতীয় মুক্তির সনদ বা ‘ম্যাগনাকার্টা’ কোনটি? কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এ যুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত লাইনটিকে বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও এককভাবেই তারা সরকার গঠনের প্রয়োজনীয় আসনে জয়লাভ করে। আওয়ামী লীগের এই জনসমর্থন দেখে বিন্টুর বাবা বললেন, পাকিস্তান আমলেও আমাদের এ রাজনৈতিক দলটি একটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। তবে ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতায় আমরা তখন সরকার গঠন করতে পারিনি। তবে এ নির্বাচন আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়ে বিজয় ছিনিয়ে আনতে অনুপ্রেরণা দেয়।
ক. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কত তারিখে?
খ. ‘অপারেশন সার্চলাইট’ বলতে কী বোঝ?
গ. বিন্টুর বাবা অতীতের কোন নির্বাচনের কথা মনে করেন? ব্যাখ্যা করো।
ঘ. তুমি কি মনে কর উদ্দীপকের নির্বাচনের চেয়ে উক্ত নির্বাচন ছিল অধিক তাৎপর্যপূর্ণ? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : দশম শ্রেণির ছাত্র রিয়াদ ও বাবুর সাথে ভাষা নিয়ে কথা প্রসঙ্গে রিয়াদ বাবুকে বলল, দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভাষা আন্দোলনের ভূমিকা কোনো অংশে কম নয়। ইতোমধ্যে তাদের এক বন্ধু রায়হান বলে ৬ দফা ও ৭ই মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম।
ক. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
খ. জেনারেল আইয়ুব খানের নিজস্ব ধ্যান-ধারণা নির্ভর শাসনতন্ত্র ব্যাখ্যা করো।
গ. রিয়াদের কথা মতো দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভাষা আন্দোলনের ভূমিকা রয়েছে। ব্যাখ্যা করো।
ঘ. রায়হানের কথায় তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি দেখাও।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
১. শিশির একটি কারখানায় চাকরি করত। মুক্তিযুদ্ধের সময় তার কারখানার অনেকেই যুদ্ধে যোগদান করে। তাদের দেখাদেখি একদিন সে বাড়ি থেকে পালিয়ে একটি বাহিনীর অধীনে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অংশগ্রহণকালে গুলির আঘাতে তার একটি পা হারায়। যুদ্ধ শেষে ফিরে এসে সে তার চাকরি এবং পরিবার কিছুই পায়নি।
ক. ৬ দফা কর্মসূচি কে উত্থাপন করেন?
খ. গেরিলা যুদ্ধ কী? ব্যাখ্যা কর।
গ. শিশির মুক্তিযুদ্ধে কোন বাহিনীর সদস্য ছিল? ব্যাখ্যা কর।
ঘ. শিশির ও তার সঙ্গীরা এদেশের শ্রেষ্ঠ সন্তানÑমূল্যায়ন কর।
২. দীর্ঘদিন পাকিস্তানে শিয়া এবং সুন্নিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব লেগেই আছে। সংখ্যাগরিষ্ঠ শিয়ারা ক্ষমতায় অর্ধিষ্ঠিত থাকলেও সুন্নিদের মধ্যেও স্বশাসনের চেতনা জাগ্রত হয়। এজন্য সুন্নিদের রাজনৈতিক দলের বার্ষিক কাউন্সিল অধিবেশনে দলের একজন সিনিয়র নেতা সুন্নিদের স্বার্থসংবলিত একটি প্রস্তাব পেশ করেন। প্রস্তাবটি সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। [যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যাণ্ড কলেজ, ঢাকা]
ক. ঐতিহাসিক লাহোর প্রস্তাব কী নামে পরিচিত?
খ. ২৫ মার্চকে ইতিহাসে কালরাত্রি হিসেবে অভিহিত করা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সুন্নি নেতার প্রস্তাবটির সাথে তোমার পাঠ্যবইয়ে বর্ণিত যে প্রস্তাবটির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ প্রস্তাবটির মূল বক্তব্য বিশ্লেষণ কর।
৩. নির্বাচন কর্মকর্তা জনাব মাকসুদুল আলম একটি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রাক্কালে মাঠপর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে একটি কর্মশালায় মিলিত হন। প্রসঙ্গক্রমে তিনি একটি দেশের প্রথম সাধারণ নির্বাচনের কিছু স্মৃতিচারণ করেন। তিনি বলেন ঐ নির্বাচনটি প্রাপ্তবয়স্ক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছেলি। দু’দফার এই নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রচারণার মূল বিষয়বস্তু ছিল শক্তিশালী কেন্দ্র, ইসলামি সমাজতন্ত্র এবং অব্যাহত ভারত বিরোধিতা।
ক. জেনারেল আইয়ুব খান একটানা কয় মাস দেশ পরিচালনা করেন?
খ. পশ্চিম পাকিস্তানিরা বাঙালি মুসলমানদের নীচু মানুষ হিসেবে দেখত কেন?
গ. জনাব মাকসুদুল আলম সাহেবের স্মৃতিচারণকৃত নির্বাচনটির ব্যাখ্যা দাও।
ঘ. উক্ত নির্বাচনের ফলাফল বিশ্লেষণ কর।
৪. ইলিয়াস রহমান বরিশাল জেলায় বেড়াতে এসে জানতে পারেন, এই জেলারই এক কৃতি সন্তান একটি রাজনৈতিক দলের বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপমহাদেশের মুসলমানদের স্বার্থসংবলিত একটি ঐতিহাসিক প্রস্তাব পেশ করে চিরস্মরণীয় হয়ে আছেন। আর ঐ প্রস্তাবনার প্রেক্ষিতেই পূর্ব ও পশ্চিমের দুটি অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছিল।
ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কে আত্মসমর্পণ করে?
খ. কীসের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়?
গ. উদ্দীপকের বরিশালের কৃতি সন্তান যে প্রস্তাবটি পেশ করেছিলেন তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত প্রস্তাবটিই ছিল পাকিস্তান প্রতিষ্ঠার মূলভিত্তি-বক্তব্যটি মূল্যায়ন কর।
৫. ‘ঢ’ রাষ্ট্রের পূর্ব ভূখণ্ডের জনগণকে শোষণ করার হাতিয়ার হিসেবে পশ্চিম অংশের শাসকগোষ্ঠী প্রথমেই ভাষার ওপর আঘাত হানে। যা পূর্ব ভূখণ্ডের বুদ্ধিজীবী, লেখক ও ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষকে প্রতিবাদী করে তোলে। পরবর্তীতে একটি সংগঠনের মাধ্যমে আন্দোলন, সংগ্রাম ও রক্তের বিনিময়ে তারা মায়ের ভাষা প্রতিষ্ঠা করে।
ক. মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?
খ. ভাষা আন্দোলন কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন আন্দোলনের পটভূমি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত আন্দোলন ছিল বাঙালি জাতীয়তাবাদের মূল প্রেরণা”- উক্তিটির সত্যতা নিরূপণ কর।
৬. মরিয়ম বেগম শত সমস্যার মধ্যেও দেশের উন্নয়নের স্বপ্ন দেখেন। তার অতীত অভিজ্ঞতা তাকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করে। তিনি মনে করেন এমন এক সময় ছিল যখন দেশের রাজনৈতিক নেতৃত্ব, বুদ্ধিজীবী ও ছাত্র-জনতা মাতৃভাষায় কথা বলার জন্য প্রাণ বিসর্জনেও রাজি ছিল। ভঙ্গ করেছিল ১৪৪ ধারা। গঠন করেছিল সর্বদলীয় সংগ্রাম পরিষদ। প্রাণ হারিয়ে মায়ের ভাষায় কথার বলার স্বাধীনতা অর্জন করেছিল।
ক. কে ভারতের মুসলমানদের একটি স্বতন্ত্র জাতি হিসেবে ঘোষণা করেন?
খ. কাদের মুক্তির দাবিতে ৬৯-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়? ব্যাখ্যা কর।
গ. মরিয়ম বেগম যে আন্দোলন থেকে অনুপ্রেরণা পান তার ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের মর্যাদা ও সম্মান শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবেও স্বীকৃত- বক্তব্যটি বিশ্লেষণ কর।
৭. হানিফ তার বন্ধুদের সাথে পাকিস্তান শাসনামলের একটি নির্বাচন সম্পর্কিত আলোচনা করছিল। ঐ নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল ৩০৯। মার্চ মাসে অনুষ্ঠিত এই নির্বাচনে আওয়ামী লীগসহ সমমনা দলগুলো নিয়ে গঠিত সংগঠনটি জয়লাভ করে। ভাষা আন্দোলনের পরে অনুষ্ঠিত এই নির্বাচন পূর্ব বাংলার নাগরিকদের রাজনৈতিক চেতনা আরও বৃদ্ধি করে।
ক. সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন?
খ. জেনারেল আইয়ুব খানের নিজস্ব ধ্যান-ধারণা নির্ভর শাসনতন্ত্র ব্যাখ্যা কর।
গ. হানিফ যে নির্বাচন নিয়ে আলোচনা করছিল ঐ নির্বাচনের ফলাফল ব্যাখ্যা কর।
ঘ. তুমি কি মনে, কর এই ধরনের নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
৮. সম্প্রতি মিশরের সেনাপ্রধান জেনারেল সিসি দেশটির নির্বাচিত প্রসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করেন। তিনি নিজেকে রাষ্ট্রের সর্বপ্রধান ঘোষণা করে সামরিক আইন জারি করেন। তার এক ঘোষণায় একটি নির্দিষ্ট সময়ের জন্য মৌলিক গণতন্ত্রের নামে একটি নির্বাচনের ব্যবস্থা করেন।
ক. কত সালে ভারত-পাকিস্তান বিভক্ত হয়?
খ. যুক্তফ্রন্ট কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জেনারেল সিসির সঙ্গে পাকিস্তানি আমলের কোন শাসকের ক্ষমতা দখলের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত শাসক মৌলিক গণতন্ত্র নামের একটি নির্বাচন ব্যবস্থা চালু করেন”- উক্তিটি বিশ্লেষণ কর।
৯. মেহেদী একজন বিখ্যাত রাজনীতিবিদের জীবনী পড়ছিল। যিনি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে বিভিন্ন দলের এক কনভেশনে কয়েক দফা দাবি সংবলিত কর্মসূচি উপস্থাপন করেন। এ কর্মসূচি ছিল বাংলার মুক্তির সনদ।
ক. ১৯৫৯ সালের ২৬ অক্টোবর কে ‘মৌলিক গণতন্ত্র আদেশ’ ঘোষণা করেন?
খ. ব্রিটিশ শাসনামলে নাগরিক অধিকার ও সচেতনতা বৃদ্ধির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো তুলে ধর।
গ. উদ্দীপকে কোন ঐতিহাসিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘উক্ত কর্মসূচি ছিল বাংলার মুক্তির সনদ’-বক্তব্যটি বিশ্লেষণ কর।
১০. বিপুল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। সে দেশের মানুষের মনোবলের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। সে মনে করে মৌলিক গণতন্ত্র, আগরতলা মামলা ও আইয়ুব খানের বিরুদ্ধে এই জাতি একসময় দুর্বার আন্দোলন শুরু করে অবশেষে প্রত্যাশিত জয়লাভে সক্ষম হয়েছিল। এই আন্দোলনে ভীত হয়েই তৎকালীন পাকিস্তান সরকার আগরতলা মামলা প্রত্যাহার করেছিল।
ক. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বিবৃত কর।
গ. উদ্দীপকে যে আন্দোলনের প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার ব্যাখ্যা দাও।
ঘ. তুমি কি মনে কর, এই ধরনের একটি আন্দোলন তৎকালীন পাকিস্তানের শাসনব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করে? মতামতের পক্ষে যুক্তি দাও।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post