পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : উত্তর: রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এ কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য।
পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. সুনাগরিক বলতে কী বুঝ?
উত্তর: রাষ্ট্রের সব নাগরিক সুনাগরিক নয়। আমাদের মধ্যে যে বুদ্ধিমান, যে সব সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে যে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পারে এবং অসৎকাজ থেকে বিরত থাকে, আর যে আত্মসংযমী সে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে। এসব গুণসম্পন্ন নাগরিকদের বলা হয় সুনাগরিক।
২. সুনাগরিকের অন্যতম গুণ ‘আত্মসংযম’ ব্যাখ্যা কর।
উত্তর: সুনাগরিকের আত্মসংযম থাকা উচিত। এর অর্থ নিজেকে সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সৎ ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব-কর্তব্য পালন করা। অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম।
৩. আইনগত অধিকার কাকে বলে?
উত্তর: যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত, সেগুলোকে আইনগত অধিকার বলে। আইনগত অধিকারকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন: সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক।
৪. অধিকার ও কর্তব্যের সম্পর্ক কী?
উত্তর: সমাজ ও রাষ্ট্র থেকে মানুষ যে সুযোগ লাভ করে তাকেই অধিকার বলে। অন্যদিকে অধিকার লাভ করার জন্য মানুষ সমাজ ও রাষ্ট্রের প্রতি যেসব দায়িত্ব পালন করে তাকে কর্তব্য বলে। অধিকার ও কর্তব্য শব্দ দুটি ভিন্ন হলেও এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অধিকার ভোগ করলে কর্তব্য পালন করতে হয়। আবার একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্য নির্দেশ করে। আমরা রাষ্ট্রপ্রদত্ত সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ভোগ করি। তার বিনিময়ে আমাদের কর্তব্য পালন করতে হয়। অনুরূপ শিক্ষালাভ আমাদের অধিকার, অর্জিত শিক্ষা প্রয়োগ করা কর্তব্য।
৫. আমরা বাংলাদেশের নাগরিক কেন?
উত্তর: আমরা বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছি। তাছাড়া রাষ্ট্রপ্রদত্ত সকল প্রকার অধিকার ভোগ করছি এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য পালন করছি। আর এসব কারণেই আমরা বাংলাদেশের নাগরিক।
৬. অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের শর্তাবলি কী কী?
উত্তর: অনুমোদন সূত্রে নাগরিকতা লাভের শর্তাবলি হলো:
১. ওই রাষ্ট্রের নাগরিককে বিয়ে করা;
২. ওই রাষ্ট্রে সরকারি চাকরি করা;
৩. ওই রাষ্ট্রে সততার পরিচয় দেওয়া;
৪. সেদেশের ভাষা জানা;
৫. সেদেশের সম্পত্তি ক্রয় করা
৬. দীর্ঘদিন সেদেশে বসবাস করা;
৭. সেদেশের সেনাবাহিনীতে যোগদান করা।
৭. আইনগত কর্তব্য বলতে কী বোঝায়?
উত্তর: রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য ও কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। এসব রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত। নাগরিকদের আইনগত কর্তব্য অবশ্যই পালন করতে হয়। এ কর্তব্য পালনে ব্যর্থ হলে শাস্তি পেতে হয়। আইনগত কর্তব্য রাষ্ট্র ও নাগরিকের কল্যাণের জন্য অপরিহার্য।
৮. রাষ্ট্রের নাগরিকদের বিবেকবান হতে হবে কেন?
উত্তর: রাষ্ট্রের নাগরিকদের হতে হবে বিবেকবোধসম্পন্ন। এ গুণের মাধ্যমে নাগরিক ন্যায়-অন্যায়, সৎ-অসৎ, ভালো-মন্দ অনুধাবন করতে পারে। বিবেকবান নাগরিক একদিকে যেমন রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে এবং ন্যায়ের পক্ষে থাকে। যেমন: বিবেকসম্পন্ন নাগরিক রাষ্ট্রের প্রতি অনুগত থাকে, আইন মান্য করে, যথাসময়ে কর প্রদান করে, নির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট দেয়।
৯. তথ্য অধিকার বলতে কী বোঝায়?
উত্তর: তথ্য অধিকার অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার। আইনের বিধানাবলি সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে। কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রত্যেক কর্তৃপক্ষ যাবতীয় তথ্যের তালিকা এবং সূচি প্রস্তুত করে যথাযথভাবে সংরক্ষণ করে রাখবে।
১০. জন্মনীতি কী? ব্যাখ্যা কর।
উত্তর: জন্মনীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতা দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে শিশু যে দেশে বা যেখানেই ভূমিষ্ঠ হোক না কেন তার পিতামাতা যে দেশের নাগরিক সেও সেদেশের নাগরিক হবে। যেমন: বাংলাদেশের পিতামাতার সন্তান যদি জাপানে জন্মগ্রহণ করে তবে সেই সন্তান বাংলাদেশের নাগরিক বলে বিবেচিত হবে। বাংলাদেশ, জাপান, ফ্রান্স প্রভৃতি জন্মনীতি অনুসরণ করে।
আরও দেখো—পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ভিত্তিক সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post