শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. নির্বাচনের অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর: নির্বাচনের অধিকার রাজনৈতিক অধিকার।
২. কর্তব্য কী?
উত্তর: কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মঙ্গলের জন্য কিছু করাকে বোঝায়।
৩. প্রাচীন গ্রিসের ছোট ছোট রাষ্ট্রকে কী বলা হতো?
উত্তর: প্রাচীন গ্রিসের ছোট ছোট রাষ্ট্রকে নগর রাষ্ট্র বলা হতো।
৪. অধিকারের মূল উদ্দেশ্য কী?
উত্তর: অধিকারের মূল উদ্দেশ্য ব্যক্তির সার্বিক কল্যাণ সাধন।
৫. কোন ধরনের অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে?
উত্তর: রাজনৈতিক অধিকার ভোগের মাধ্যমে নাগরিকরা রাষ্ট্র পরিচালনায় পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে।
৬. তথ্য অধিকার অর্থ কী ?
উত্তর: তথ্য অধিকার অর্থ কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার।
৭. কর্তব্য কয় ভাগে বিভক্ত?
উত্তর: কর্তব্য দুভাগে বিভক্ত
৮. রাষ্ট্র পরিচালনা করতে কার প্রচুর অর্থের প্রয়োজন হয়?
উত্তর: রাষ্ট্র পরিচালনা করতে সরকারের প্রচুর অর্থের প্রয়োজন হয়।
৯. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নীতি কয়টি?
উত্তর: জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে নীতি ২টি।
১০. কোন দেশে নাগরিকতার ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসরণ করা হয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকতার ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসরণ করা হয়।
১১. কোন রাষ্ট্র একই সাথে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র একই সাথে জন্মনীতি ও জন্মস্থান নীতি অনুসরণ করে।
১২. পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার?
উত্তর: পরিবার গঠনের অধিকার সামাজিক অধিকার।
১৩. রাজনৈতিক অধিকার কী ?
উত্তর: রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য রাষ্ট্র, ও সরকার যেসব অধিকার সংরক্ষণ করে তাকে রাজনৈতিক অধিকার বলে।
১৪. নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কী?
উত্তর: রাষ্ট্রকে রক্ষা করা নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য।
১৫. দ্বৈত নাগরিকতা কী?
উত্তর: কোনো ব্যক্তির এক সঙ্গে দুটি দেশের নাগরিক হওয়াকে দ্বৈত নাগরিকতা বলে।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post