পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : উত্তর: নাগরিক জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের জন্য সাম্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে স্বাভাবিক সাম্য অন্যতম। এর অর্থ জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এজন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল।
পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. স্বাধীনতা কী? ব্যাখ্যা কর।
উত্তর: সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছানুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু পৌরনীতিতে স্বাধীনতা বলতে ভিন্ন অর্থ বোঝায়। অন্যের কাজে বাধা সৃষ্টি না করে বা অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা।
২. সাম্য কাকে বলে?
উত্তর: সাম্য অর্থ সমান। শব্দগত অর্থে সাম্য বলতে সমাজে সবার সমান মর্যাদাকে বোঝায়। কিন্তু প্রকৃতপক্ষে সমাজে যোগ্যতা অনুযায়ী সবাই সমান নয়। প্রকৃতপক্ষে সাম্য বলতে এমন এক সামাজিক পরিবেশকে বোঝায় যেখানে জতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ-সুবিধা লাভ করে এবং সেসবের সদ্ব্যবহার করে নিজ নিজ ক্ষমতার বিকাশ ঘটায়। যেখানে কারও জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা থাকে না।
৩. আইনের প্রধান উৎস ‘আইন পরিষদ’ ব্যাখ্যা কর।
উত্তর: বর্তমানকালে আইনের নানাবিধ উৎস রয়েছে। আধুনিককালে আইনের প্রধান উৎস হলো আইন পরিষদ। আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখে আইন প্রণয়ন করে। রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজনে আইনসভা পুরাতন আইন সংশোধন, যুগোপযোগী করে তোলে। অতএব বলা যায় যে, আইনের বহুবিধ উৎস থাকলেও আইন পরিষদ কর্তৃক প্রণীত আইনই হচ্ছে বর্তমান যুগের আইনের প্রধান উৎস।
৪. জনগণ আইন মান্য করে কেন?
উত্তর: আইন হলো সমাজে প্রচলিত এমন সব নিয়মকানুন যা সমাজ দ্বারা স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। এজন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন ভঙ্গের জন্য শাস্তির বিধান রয়েছে। নিজের ও সমাজের কল্যাণের জন্য মানুষ আইন মেনে চলে। আইন দিয়ে ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ণীত হয়। সর্বোপরি সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগণ আইন মান্য করে।
৫. আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।
উত্তর: আইনের বৈশিষ্ট্যগুলো হলো:
– আইন অনেকগুলো প্রথা, রীতিনীতি ও নিয়মকানুনের সমষ্টি।
– আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকা- নিয়ন্ত্রণ করে।
– সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয়।
– আইন ব্যক্তির স্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে।
– আইন সর্বজনীন।
৬. আইন কীভাবে নাগরিকের স্বাধীনতাকে সম্প্রসারিত করে?
উত্তর: আইন ও স্বাধীনতার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। যে আইন জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত, সে আইন স্বাধীনতার রক্ষক। সুন্দর, শান্তিময়, সুষ্ঠু জীবনযাপনের জন্য যা প্রয়োজন তা আইনের দ্বারা সৃষ্টি হয়। এভাবে আইন নাগরিকের স্বাধীনতা সম্প্রসারিত করে।
৭. স্বাভাবিক সাম্যের ধারণা দাও।
উত্তর: নাগরিক জীবনে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগের জন্য সাম্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে স্বাভাবিক সাম্য অন্যতম। এর অর্থ জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। কিন্তু বাস্তবে জন্মগতভাবে প্রত্যেক মানুষ শারীরিক ও মানসিকভাবে সমান হতে পারে না। এজন্য বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল।
৮. রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: স্বাধীনতার বিভিন্ন ধরনের মধ্যে রাজনৈতিক স্বাধীনতা অন্যতম। ভোটদান, নির্বাচিত হওয়া, বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ ইত্যাদি নাগরিকের রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতার গুরুত্ব অনেক। এই স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি রাষ্ট্রীয় শাসন কাজে অংশগ্রহণের সুযোগ লাভ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৯. অর্থনৈতিক স্বাধীনতা বলতে কী বোঝ?
উত্তর: যোগ্যতা অনুযায়ী পেশা গ্রহণ ও উপযুক্ত পারিশ্রমিক লাভ করাকে অর্থনৈতিক স্বাধীনতা বলে। মূলত আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য নাগরিকরা অর্থনৈতিক স্বাধীনতা ভোগ করে। এই স্বাধীনতা না থাকলে অন্যান্য স্বাধীনতা ভোগ করা যায় না। সমাজের অন্য শ্রেণির শোষণ থেকে মুক্ত থাকার জন্য অর্থনৈতিক স্বাধীনতা প্রয়োজন।
১০. সমাজে আইনের শাসন কেন অপরিহার্য?
উত্তর: আইনের শাসন একটি সভ্য সমাজের মানদণ্ড। আইনের শাসনের অর্থ সকল আইনের অধীন। স্বাধীনতা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন জরুরি। মূলত সামাজিক সাম্য, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সমাজ ও স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য আইনের শাসন অপরিহার্য।
আরও দেখো—পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ভিত্তিক সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post