শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সমাজের সকল ব্যক্তি কীসের দৃষ্টিতে সমান?
উত্তর: সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান।
২. আইনের অন্যতম উৎস কী ?
উত্তর: ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় গ্রন্থ আইনের অন্যতম উৎস।
৩. রাষ্ট্র সাম্যভিত্তিক হলে কোনটি নিশ্চিত হয়?
উত্তর: রাষ্ট্র সাম্যভিত্তিক হলে স্বাধীনতা নিশ্চিত হয়।
৪. কার রায় একটি গুরুত্বপূর্ণ আইনের উৎস?
উত্তর: বিচারকের রায় আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস।
৫. কোনটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে?
উত্তর: সীমাহীন স্বাধীনতা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে।
৬. সবার উপরে আইন এর অর্থ কী ?
উত্তর: সবার উপরে আইন এর অর্থ আইনের প্রাধান্য।
৭. কোন ধরনের আইন রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে?
উত্তর: সাংবিধানিক আইন রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে।
৮. আইনকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: আইনকে তিনভাগে ভাগ করা যায়।
৯. কোনটি ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়?
উত্তর: আইন ছাড়া সমাজে সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
১০. সাম্য কথাটির অর্থ কী?
উত্তর: সাম্যের অর্থ হচ্ছে সমান।
১১. কোন দুটি গণতন্ত্রের ভিত্তিস্বরূপ কাজ করে?
উত্তর: সাম্য ও স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তিস্বরূপ কাজ করে।
১২. আইন কোনটির অভিভাবক হিসেবে কাজ করে?
উত্তর: আইন স্বাধীনতার অভিভাবক হিসেবে কাজ করে।
১৩. ধর্মচর্চা করা কোন ধরনের স্বাধীনতা?
উত্তর: ধর্মচর্চা করা ব্যক্তিগত স্বাধীনতা।
১৪. বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল?
উত্তর: বর্তমানে স্বাভাবিক সাম্যের ধারণা প্রায় অচল।
১৫. কোন দুটি পরস্পর পরিপূরক?
উত্তর: সাম্য ও স্বাধীনতা পরস্পর পরিপূরক।
১৬. পারিবারিক গোপনীয়তা রক্ষা করা কোন ধরনের স্বাধীনতার মধ্যে পড়ে?
উত্তর: পারিবারিক গোপনীয়তা রক্ষা করা ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে পড়ে।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post