শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. পুঁজিবাদী রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে রাষ্ট্রে সম্পত্তির উপর নাগরিকদের ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়, তাকে পুঁজিবাদী রাষ্ট্র বলে।
২. কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যুনতম চাহিদা পূরণসহ সর্বোচ্চ ও সার্বিক কল্যাণের প্রচেষ্টা চালায় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।
৩. ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় প্রকার?
উত্তর: ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার। যথা: এককেন্দ্রিক রাষ্ট্র ও যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র।
৪. যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?
উত্তর: যে সরকারব্যবস্থায় একাধিক অঞ্চল বা প্রদেশ মিলে একত্রিত হয়ে নিয়মতান্ত্রিক উপায়ে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
৫. সমাজতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্র বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায়, যা ব্যক্তিমালিকানা স্বীকার করে না এবং এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে।
৬. গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে, তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে।
৭. রাষ্ট্র কাকে বলে?
উত্তর: রাষ্ট্র হলো বহুসংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ড বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত।
৮. ডিকটেটর শব্দের অর্থ কী?
উত্তর: ডিকটেটর শব্দের অর্থ একনায়ক।
৯. ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র কয় প্রকার ?
উত্তর: ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র ২ প্রকার।
১০. সমাজতান্ত্রিকে রাষ্ট্র কী ?
উত্তর: যে রাষ্ট্র ব্যবস্থায় সম্পত্তিতে জনগণের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় তাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post