পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র ও সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার বিভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে। এ অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র ও সরকারপদ্ধতি সম্পর্কে জানব।
পৌরনীতি ও নাগরিকতা ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : ‘A’ রাষ্ট্রের ভৌগোলিক আকৃতি খুব ছোট হওয়ায় কেন্দ্রীয় সরকার শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ ও কৃষিক্ষেত্রের দ্রুত উন্নয়ন সাধন করে। উক্ত রাষ্ট্রের স্তরে স্তরে অনেক কর্মকর্তা-কর্মচারী নেই বলে অর্থনৈতিক খরচ অনেক কম। অন্যদিকে ‘B’ রাষ্ট্রের অঞ্চলগুলো অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বাধীন বলে আঞ্চলিক নেতৃত্ব গঠন করে স্থানীয় পরিষদের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করে। ফলে এ রাষ্ট্রের সরকারের উচ্চস্তরে কাজের চাপ অনেক কমে যায়।
ক. এক দলের শাসন কায়েম হয় কোন রাষ্ট্রব্যবস্থায়?
খ. উত্তরাধিকারের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থাটি ব্যাখ্যা করো।
গ. ‘A’ রাষ্ট্রের সরকারব্যবস্থার ধরনটি ব্যাখ্যা করো।
ঘ. ‘B’ রাষ্ট্রের সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব বিকাশে সহায়ক— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২ : ‘ক’ রাষ্ট্রের সাধারণ নির্বাচনে জনাব মেহেদী হাসান বিপুল ভোটে জয়ী হয়। শাসন কাজের সুবিধার জন্য তিনি একটি পরিষদ গঠন করেন। পরিষদটি তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। জনাব কামাল আহম্মেদ ‘খ’ রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার রাষ্ট্রে একটিমাত্র রাজনৈতিক দল বিদ্যমান। তাকে সাহায্য করার জন্য একটি পরিষদ রয়েছে। পরিষদটি তার আজ্ঞাবহ হিসেবে কাজ করে।
ক. চীন কোন ধরনের রাষ্ট্র?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়?
গ. ‘খ’ রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. ‘খ’ রাষ্ট্রের চেয়ে ‘ক’ রাষ্ট্রের সরকারব্যবস্থা উত্তম— বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সীমা একটি রাষ্ট্রের নাগরিক। ঐ রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয় জনগণের কল্যাণার্থে। জনগণের মত প্রকাশের স্বাধীনতা এবং একাধিক রাজনৈতিক দল আছে এ রাষ্ট্রে। বর্তমান যুগে এ ধরনের রাষ্ট্র ব্যবস্থার গ্রহণযোগ্যতা বেশি।
ক. একনায়কতন্ত্রের মূল আদর্শ কী?
খ. সংসদীয় সরকার কী? ব্যাখ্যা করো।
গ, সীমার রাষ্ট্রের ধরন কীরূপ? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত রাষ্ট্রকে কী উপায়ে সফল করা যায়? মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৪ : সোহেল সাহেবের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেক প্রতিষ্ঠানের পৃথক ব্যবস্থাপনা রয়েছে। পৃথক ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও প্রয়োজনবোধে তিনি বিভিন্ন ক্ষেত্রে নিজেই সিদ্ধান্ত নেন। অপরদিকে নোমান সাহেব প্রগতি সংস্থার সদস্য। সদস্যদের সমর্থনে তিনি প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী অধিকাংশ সদস্যের আস্থা হারালে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। প্রগতি সংস্থার কার্যক্রমগুলো নোমান সাহেবের নেতৃত্বে পরিচালিত হয়।
ক. রাষ্ট্র কাকে বলে?
খ. গণতন্ত্র হলো সকলের মঙ্গলের জন্য পরিচালিত সরকার ব্যবস্থা— ব্যাখ্যা করো।
গ. সোহেল সাহেবের প্রতিষ্ঠানের সাথে কোন ধরনের সরকার ব্যবস্থার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. নোমান সাহেব-এর কার্যাবলির সাথে তোমার পাঠ্যবইয়ের যে সরকার ব্যবস্থার সাদৃশ্য রয়েছে— তা বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : তাজিম ‘ক’ রাষ্ট্রের নাগরিক। তার রাষ্ট্রে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল। সেখানে প্রধানমন্ত্রীর গুরুত্ব সবচেয়ে বেশি কিন্তু উক্ত রাষ্ট্রে রাষ্ট্রপতি শুধু নিয়মতান্ত্রিক প্রধান । উক্ত সরকারের আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী।
ক. ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের?
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বোঝ?
গ. ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ. ‘শাসন বিভাগের স্থায়িত্ব ও কার্যকারিতা আইন বিভাগের ওপর নির্ভরশীল’— উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
১. চীনের দক্ষিণের এক পাহাড়ি অঞ্চলে প্রায় দুই লক্ষ লোকের বাস। তাদের একটি শাসনব্যবস্থাও রয়েছে যার প্রতি তারা অনুগত। কিন্তু তারা চীনের নিয়ন্ত্রণাধীন। তাদের শাসনব্যবস্থা পরিচালনাকারী কর্তৃপক্ষ চীনের প্রতি অনুগত থাকতে বাধ্য।
ক. রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থায় কার সন্তুষ্টির ওপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে?
খ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতপ্রচারের সুযোগ থাকে না কেন?
গ. উদ্দীপকের পাহাড়ি অঞ্চলের পরিচালনাকারী কর্তৃপক্ষ রাষ্ট্রের কোন উপাদান নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উপাদানের সাথে রাষ্ট্রের মৌলিক পার্থক্যসমূহ নিরূপণ কর।
২. ‘ঢ’ দেশটি গণতান্ত্রিক একটি দেশ। কিন্তু নির্দিষ্ট সময়ের পূর্বেই গণতান্ত্রিক সরকারের পতনের আন্দোলন শুরু হয়। আন্দোলন চরম আকার ধারণ করলে দেশের সুযোগসন্ধানী সেনাবাহিনী গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে।
ক. মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতির সরকার কাকে বলে?
খ. গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘ঢ’ দেশে জনগণের মধ্যে কীসের অভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ‘ঢ’ দেশটিতে গণতন্ত্র সফল করার জন্য কী কী উপায় গ্রহণ করতে হবে? পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।
৩. বাবুল আহমেদ ‘ঢ’ নামক একটি ভূখণ্ডে বাস করেন। ভূখণ্ডটি বাইরের শক্তির নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ স্বাধীন। সেখানে একটি সুসংগঠিত সরকার রয়েছে। বাবুল আহমেদসহ সকল অধিবাসী এ সরকারের প্রতি অনুগত।
ক. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় প্রকৃত শাসক কে?
খ. বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকারব্যবস্থা গড়ে উঠেছে কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত ‘ঢ’ নামক ভূখণ্ডটি যে রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি ইঙ্গিত করে তা ব্যাখ্যা কর।
ঘ. উক্ত রাজনৈতিক প্রতিষ্ঠানটিকে সরকারের সমার্থক বলা যায় কি? পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
৪. আমিনের দেশের অর্থনীতি পরিচালিত হয় মুনাফার ভিত্তিতে। বাজারের সরবরাহ ও চাহিদা সবকিছুর মূল্য নির্ধারণ করে। অন্যদিকে তার বন্ধু সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রের নিয়ন্ত্রণে। রাষ্ট্রকর্তৃক বণ্টন ব্যবস্থাও নিয়ন্ত্রিত হয়।
ক. ক্ষমতা বণ্টনের ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার?
খ. গণতন্ত্র বলতে কী বোঝায়?
গ. আমিনের রাষ্ট্রের ধরন ব্যাখ্যা কর।
ঘ. সায়েমের রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে তুমি সমর্থন কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দেখাও।
৫. মেহেরানের দেশটিতে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরকার গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করে। মেহেরানরা সরকার গঠনের জন্য স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। এভাবে মেহেরান রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে।
ক. সংসদীয় সরকার কীসের দ্বারা পরিচালিত হয়?
খ. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনে অর্থের অপচয় হয় কীভাবে?
গ. মেহেরানদের দেশটিকে ক্ষমতার উৎসের ভিত্তিতে কী ধরনের রাষ্ট্র বলা যায়? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত রাষ্ট্রব্যবস্থার গুণগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৬. রেডিওর এক অনুষ্ঠানে একজন উপস্থাপক, একজন সাংবাদিক, তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। তারা বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সরকারের সমালোচনার পাশাপাশি বিরোধী দলের হরতাল ও সংসদ বর্জনেরও সমালোচনা করেন। তাদের এ আলোচনায় রাজনীতি সচেতন অনেক শ্রোতা, সরাসরি তাদের মতামত প্রদান করেন।
ক. একনায়কতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে বর্ণিত অনুষ্ঠানে গণতন্ত্রের যে গুণটি বিশেষভাবে প্রকাশ পেয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা কর।
ঘ. উল্লিখিত আলোচনা উত্তম শাসনব্যবস্থার ইঙ্গিত বহন করে-বিশ্লেষণ কর।
৭. জনাব মাইনুল হোসেন একজন জ্ঞানী ব্যক্তি। জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার নির্বাচনি এলাকার শিক্ষিত মহল তাকে সমর্থন করে। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী অশিক্ষিত হলেও একটি বড় দলের হয়ে নির্বাচন করায় আপামর জনসাধারণ তাকে ভোট দেয়। ফলে জনাব মাইনুল হোসেন পরাজিত হয়।
ক. সম্পদের ভিত্তিতে রাষ্ট্র কয় প্রকার?
খ. পুঁজিবাদী রাষ্ট্র বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে জনাব মাইনুল সাহেবের পরাজয়ের মাধ্যমে গণতন্ত্রের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উক্ত দিকটি থাকা সত্ত্বেও নানা কারণে গণতন্ত্র সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা-কথাটি বিশ্লেষণ কর।
৮. তমা একটি দেশে বাস করে, যেখানে জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে। সেদেশে জনগণ শান্তিতে রয়েছে। বিপ্লবের কোনো আভাস নেই। তমার দেশে এতসব সুবিধা থাকলেও অনেক অসুবিধা বিদ্যমান। যেমন : জাতীয় নির্বাচনের মাধ্যমে অনেক অযোগ্য ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হন।
ক. গণতন্ত্রের প্রাণ কী?
খ. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দেশে দায়িত্বশীল শাসন প্রতিষ্ঠিত হয় কেন?
গ. উদ্দীপকে তমার বসবাসরত দেশটির সরকারব্যবস্থার কোন গুণগুলো প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. তমার দেশটির শাসনব্যবস্থা সফল করার উপায়সমূহ বিশ্লেষণ কর।
৯. আব্দুল্লাহ একটি দেশে বসবাস করে, যেখানে সে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না। সংবাদপত্রের স্বাধীনতা নেই, শাসকদের মধ্যে এক ধরনের স্বেচ্ছাচারী মনোভাব বিরাজ করে। ফলশ্রুতিতে ক্রমেই তাদের মধ্যে বিপ্লব দানা বেঁধে উঠছে।
ক. একনায়কতন্ত্র কী?
খ. ‘একনায়কতন্ত্র বিশ্বশান্তির বিরোধী’ – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে আব্দুল্লাহর বসবাসরত দেশের শাসনব্যবস্থার কোন দোষগুলো প্রকাশ পেয়েছে? বর্ণনা কর।
ঘ. ‘আব্দুল্লাহ্র দেশে মনে করা হয়, সবকিছু রাষ্ট্রের জন্য, এর বিরুদ্ধে কিছু নয়’ যথার্থতা বিশ্লেষণ কর।
১০. ১৯৫৮ সালে পাকিস্তানে একটিমাত্র রাজনৈতিক দল ব্যতীত অন্য সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। রাজনৈতিক দলের প্রধান হিসেবে জনাব আইয়ুব খান দেশের রাষ্ট্রপ্রধান হন এবং তিনিই সকল ক্ষমতার উৎস।
ক. যুক্তরাজ্যে কী ধরনের রাজতন্ত্র চালু আছে?
খ. রাজতন্ত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোন ধরনের শাসনব্যবস্থার কথা বলা হয়েছে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত শাসনব্যবস্থা অনেক দোষত্রুটি রয়েছে- কথাটি বিশ্লেষণ কর।
১১. বাংলাদেশের সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু রাজধানী ঢাকা। এখান থেকেই শাসকবর্গ সমগ্র দেশের শাসনকার্য পরিচালনা করে। দেশে একটিমাত্র সরকার এবং তারা দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অনেকগুলো প্রাদেশিক সরকারও রয়েছে। প্রাদেশিক সরকারগুলো জনগণের ভোটে নির্বাচিত এবং প্রদেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ছাড়াই প্রাদেশিক সরকার প্রদেশের শাসনকার্য পরিচালনা করে।
ক. কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে সরকার কয় ধরনের হতে পারে?
খ. একনায়কতন্ত্র গণতন্ত্রের বিরোধী কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের বিচারে বাংলাদেশে প্রচলিত রাষ্ট্রব্যবস্থা বর্ণনা কর।
ঘ. ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
১২. সৌদি আরবে কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নেই জেনে রাসেল অবাক হলো। সে এই প্রথম শুনল সৌদি আরবের রাষ্ট্রপ্রধানকে বাদশা বলা হয়। যিনি রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাষ্ট্রবিজ্ঞানে পড়া তার বড় ভাইয়ের সাথে রাসেল এ বিষয়ে আলোচনা করলে সে বলল, রাজা-বাদশার প্রচলন এখনও আছে। মালয়েশিয়াতেও রাজা রয়েছেন, কিন্তু তিনি রাষ্ট্রের সব ক্ষমতার অধিকারী নন।
ক. রাষ্ট্রের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা বণ্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের হয়?
খ. এককেন্দ্রিক সরকারব্যবস্থায় আঞ্চলিক সরকারগুলো কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করে কেন?
গ. রাসেলকে অবাক করে দেওয়া দেশটির রাষ্ট্রব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ. রাসেলের বড় ভাইয়ের বক্তব্য পর্যালোচনা কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post