শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের আইনসভার নাম কী ?
উত্তর: বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ।
২. বাংলাদেশের সংবিধানে কতটি তফসিল রয়েছে?
উত্তর: বাংলাদেশের সংবিধানে ৪টি তফসিল রয়েছে।
৩. বাংলাদেশের সংবিধান কীভাবে প্রণীত হয়েছে?
উত্তর: বাংলাদেশের সংবিধান আলাপ-আলোচনার মাধ্যমে প্রণীত হয়েছে।
৪. লিখিত সংবিধান কাকে বলে?
উত্তর: যে সংবিধানের অধিকাংশ বিষয় লিখিত থাকে তাকে লিখিত সংবিধান বলে।
৫. বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়?
উত্তর: বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালে প্রণীত হয়।
৬. লেখার ভিত্তিতে সংবিধান কয় প্রকার?
উত্তর: লেখার ভিত্তিতে সংবিধান ২ প্রকার।
৭. উত্তম সংবিধানের ভাষা কেমন হয় ?
উত্তর: উত্তম সংবিধানের ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল।
৮. বাংলাদেশের সংবিধান কোনটি কর্তৃক গৃহীত হয়?
উত্তর: বাংলাদেশের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
৯. চীনের সংবিধান কীভাবে প্রণীত হয়েছে?
উত্তর: চীনের সংবিধান বিপ্লবের মাধ্যমে প্রণীত হয়েছে।
১০. কোন সংবিধানের অধিকাংশ নিয়ম লিপিবদ্ধ থাকে না?
উত্তর: অলিখিত সংবিধানের অধিকাংশ নিয়ম লিপিবদ্ধ থাকে না।
১১. কোন সংবিধান সংক্ষিপ্ত হয়?
উত্তর: উত্তম সংবিধান সংক্ষিপ্ত হয়।
১২. সমাজ সর্বদা কীসের দিকে ধাবিত হয়?
উত্তর: সমাজ সর্বদা প্রগতির দিকে ধাবিত হয়।
১৩. লিখিত সংবিধান কেমন সরকারের জন্য উপযোগী?
উত্তর: লিখিত সংবিধান যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী ৷
১৪. সংশোধনের ভিত্তিতে সংবিধান কত প্রকার?
উত্তর: সংশোধনের ভিত্তিতে সংবিধান ২ প্রকার
১৫. কোন সংবিধানের নিয়ম সহজে পরিবর্তন করা যায় ?
উত্তর: সুপরিবর্তনীয় সংবিধানের নিয়ম সহজে পরিবর্তন করা যায়।
১৬. কোন সংবিধান সহজে পরিবর্তন করা যায় না?
উত্তর: দুষ্পরিবর্তনীয় সংবিধান সহজে পরিবর্তন করা যায় না।
১৭. কত বছর বয়সে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার পায় ?
উত্তর: ১৮ বছর বয়সে বাংলাদেশের নাগরিকরা ভোটাধিকার পায়।
১৮. সংবিধান অনুযায়ী বাংলাদেশ কী ধরনের রাষ্ট্র?
উত্তর: সংবিধান অনুযায়ী বাংলাদেশ প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post