শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কী?
উত্তর: বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম সুপ্রিম কোর্ট।
২. রাষ্ট্রের হৃৎপিণ্ড কাকে বলে?
উত্তর: প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়।
৩. প্রশাসনের অপর নাম কী?
উত্তর: প্রশাসনের অপর নাম রাষ্ট্রের হৃৎপিণ্ড।
৪. বাংলাদেশে কোন পদ্ধতির সরকারব্যবস্থা চালু রয়েছে?
উত্তর: বাংলাদেশে সংসদীয় সরকারব্যবস্থা চালু রয়েছে।
৫. গ্রাম আদালত কাকে বলে?
উত্তর: ইউনিয়ন পর্যায়ে অবস্থিত বাংলাদেশের বিচারব্যবস্থার সর্বনিম্ন আদালতকে গ্রাম আদালত বলে।
৬. সচিবালয় কী?
উত্তর: সচিবালয় হলো কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, যেখানে দেশের সব ধরনের প্রশাসনিক নীতি ও সিদ্ধান্ত গৃহীত হয়।
৭. সরকারের নির্বাহী বিভাগ কোনটি ?
উত্তর: সরকারের নির্বাহী বিভাগ শাসন বিভাগ।
৮. বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর কয়টি ?
উত্তর: বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর স্তর দুইটি।
৯. প্রশাসনের কেন্দ্রবিন্দু কোনটি?
উত্তর: প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়।
১০. শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে কে?
উত্তর: শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে জাতীয় সংসদ।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post