পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : ‘সরকার’ অতি পরিচিত একটি শব্দ। বিশ্বের সব দেশেই কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে সরকার কাকে বলে সে সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি। মূলত সরকারের দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সকল দেশে সরকার থাকলেও তা একরকম নয়। এ অধ্যায়ে আমরা আমাদের দেশের সরকার পদ্ধতি সম্পর্কে জানব।
পৌরনীতি ও নাগরিকতা ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব ‘ক’ একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব ‘খ’ স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ জেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব ‘খ’ তার সকল কাজের জন্য জনাব ‘ক’ এর নিকট জবাবদিহি করেন।
ক. যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
খ. প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
গ. জনাব ‘ক’ কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘খ’ সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : জনাব সাইফুর রহমান সাহেব সুশিক্ষায় শিক্ষিত হয়ে বর্তমানে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা হিসাবে খুব সুনামের সহিত কর্মরত আছেন। প্রতিদিন এই মন্ত্রণালয়ের প্রশাসনিক নানা কাজের বিষয় তাকেই দেখাশুনা করতে হয়। এমনকি দেশের যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত সাইফুর রহমানের কর্মরত প্রতিষ্ঠানেই গৃহীত হয়। এতবড় জায়গায় চাকরির জন্য তাকে এলাকার সবাই অনেক সম্মান করেন।
ক. রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কোনটিকে?
খ. সচিবালয়ের গঠন ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে সাইফুর রহমানের কর্মক্ষেত্রটির প্রশাসনিক কাঠামো ব্যাখ্যা করো।
ঘ. ‘সাইফুর রহমানের কর্মক্ষেত্রটি প্রশাসনের কেন্দ্রবিন্দু’ – উক্তিটির সাথে তুমি কি একমত? ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : সোহাগ ও শাহিন এক বহুজাতিক কোম্পানি গড়ে তোলেন। শাহিন কোম্পানির সভাপতি ও সোহাগ কোম্পানির এমডি। সোহাগই মূলত কোম্পানির মূল দায়িত্ব পালন করেন। তিনি কোম্পানির বিভিন্ন বিভাগে কয়েক জন ব্যক্তি নিয়োগ করেন। তারা সোহাগের অনুমতি নিয়ে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। অন্যদিকে জনাব ইদ্রিস তার কোম্পানির প্রধান। একদিন তিনি একটি সভা ডাকেন। সভায় কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিলে সাক্ষর করেন। মাঝেমধ্যে অপরাধী কর্মকর্তাদের ক্ষমা করে দেন। তিনি তাদের কোম্পানির সভাগুলো পরিচালনার জন্য জনাব খোকনকে নিয়োগ করেন। জনাব খোকন দায়িত্বসহকারে সভা পরিচালনা করে থাকেন। জনাব ইদ্রিস-এর সিদ্ধান্তগুলো কোম্পানির লোকেরা অমান্য করতে পারে না।
ক. অভিশংসন কী?
খ. আইন বিভাগ কীভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা করো।
গ. জনাব সোহাগ সাহেবের দায়িত্ব পালনের প্রকৃতির সাথে বাংলাদেশের নির্বাহী বিভাগের কার কাজের মিল রয়েছে? তার বর্ণনা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত জনাব ইদ্রিস ও খোকনের কাজের পরিধি কী এক? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব ‘ক’ একজন প্রশাসনিক প্রধান হিসেবে নওগাঁয় পুলিশ সুপারের সহায়তায় মাদক বিক্রির ঘাঁটিগুলোতে অভিযান চালান। তিনি প্রশাসনিক এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার উপকরণ কেনার জন্য অর্থ প্রদান করেন। তিনি আসন্ন জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্র প্রধানদের নিয়ে সভা করেন। পরীক্ষায় সুষ্ঠ পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কড়া হুশিয়ারী উচ্চারণ করেন। অন্যদিকে প্রশাসনের একজন কর্মকর্তা হিসেবে জনাব ‘খ’ ব্যক্তি জনাব ‘ক’ ব্যক্তির প্রশাসনিক কাজের তদারকিসহ এ বছর বিভিন্ন জেলায় স্টেডিয়াম নির্মাণ ও পাঠাগারের উন্নয়নের প্রচুর সরকারি অর্থ প্রদান করেন।
ক. সুপ্রীম কোর্ট কী?
খ. গ্রাম আদালত কীভাবে গঠিত হয়? ব্যাখ্যা করো।
গ. জনাব ‘খ’ বাংলাদেশের কোন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা করো।
ঘ. “জনাব ‘ক’-কে কেন্দ্র করেই তার এলাকার প্রশাসন পরিচালিত হয়”— উক্তিটির সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : মিতু এমন একটি সরকার ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করলো যেখানে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নির্বাচিত দলের আস্থাভাজন ব্যক্তি হন সরকারপ্রধান। এই সরকারের দোষের চেয়ে গুণ বেশি। এখানে সরকারপ্রধান গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলি সম্পাদন করেন।
ক. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার?
খ. গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত সরকারের গুণাবলির বর্ণনা দাও।
ঘ. উল্লেখিত সরকারপ্রধানের ক্ষমতা ও কার্যাবলি বিশ্লেষণ কর।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
১. জনাব ‘ক’ একজন প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম বিভাগের একটি জেলায় একটি খেলার মাঠ এবং শিল্পকলা একাডেমির দুটি নতুন ভবন নির্মাণে সরকারি সহায়তা প্রদান করেন। অন্যদিকে জনাব ‘খ’ স্থানীয় উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে ঐ জেলার আদর্শ কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক বিতরণের ব্যবস্থা করেন এবং জমির রাজস্ব সঠিকভাবে আদায় করেন। জনাব ‘খ’ তার সকল কাজের জন্য জনাব ‘ক’-এর নিকট জবাবদিহি করেন।
ক. যুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
খ. প্রশাসনকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয় কেন? বুঝিয়ে লিখ।
গ. জনাব ‘ক’ কোন প্রশাসনের প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ‘খ’ সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে উদ্দীপকে বর্ণিত কাজগুলো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন। তোমার মতামত দাও।
২. জনাব হাসান জাকির মাঠ প্রশাসনের দ্বিতীয় পর্যায়ের প্রধান কর্মকর্তা। তিনি ভূমি উন্নয়নসহ ভূমিসংক্রান্ত যাবতীয় কাজ করে থাকেন। তার নেতৃত্বেই ভূমির খাজনা আদায় করা হয়। এছাড়া তিনি করসংক্রান্ত বিরোধ মীমাংসা করে থাকেন। কর্মকাণ্ডের ব্যাপকতার জন্য তাকে তার প্রশাসনের মূল স্তম্ভ বলা হয়। [স. বো. ’১৫]
ক. মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?
খ. রাষ্ট্রপতির আইনসংক্রান্ত কাজ বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত কাজটি জনাব হাসান জাকিরের প্রশাসনের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
ঘ. ‘উদ্দীপকে বর্ণিত কাজটি ছাড়াও জনাব হাসান জাকির আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করেন’ উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৩. মি. ‘অ’ শাসনবিভাগের সর্বোচ্চ ব্যক্তি এবং আলঙ্কারিক প্রধান। সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয় এবং তিনি দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নানা পরামর্শ প্রদান করে থাকেন।
ক. জাতীয় স্বার্থের রক্ষক কে?
খ. দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লিখিত অ ব্যক্তি কীভাবে নির্বাচিত হন? বর্ণনা কর।
ঘ. ‘দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে পরামর্শ প্রদান করাই তার একমাত্র কাজ’ – তুমি কি এ বক্তব্যের সাথে একমত? আলোচনা কর।
৪. শিল্পীদের পরিবার একটি যৌথ পরিবার। এ পরিবারের প্রধান হলেন শিল্পীর দাদা মোজাম্মেল হক। তাকে সবাই সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু তাদের পরিবারের সকল কার্যাবলি পরিচালনা করেন তার বাবা আমজাদ হোসেন। তার আদেশেই পরিবারের সদস্যরা তাদের কার্যাবলি সম্পাদন করে থাকেন।
ক. বাংলাদেশের সরকার প্রধান কে?
খ. বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন? ব্যাখ্যা কর।
গ. শিল্পীর দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় কার প্রতিনিধিত্ব করছে? তার স্বরূপ তুলে ধর।
ঘ. শিল্পীদের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি-বিশ্লেষণ কর।
৫. ‘ক’ রাষ্ট্রটি সদ্য স্বাধীন হয়েছে। সাধারণ নির্বাচনের মাধ্যমে সেখানে সরকার গঠন করা হয়। একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসানো হয়। আর একজন প্রধানের নেতৃত্বে একদল নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনার ভার গ্রহণ করেন। তাদের মাধ্যমেই সরকারের সাথে জনগণের সেতুবন্ধন স্থাপিত হয়।
ক. কাকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়?
খ. প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয় কেন?
গ. ‘ক’ রাষ্ট্রটিতে কোন ধরনের শাসনব্যবস্থা পরিচালিত রয়েছে? এ ব্যবস্থার স্বরূপ উপস্থাপন কর।
ঘ. ‘তারাই সরকারের সাথে জনগণের সেতুবন্ধন স্থাপন করে’- বাংলাদেশের প্রশাসনের পরিপ্রেক্ষিতে উক্তিটি বিশ্লেষণ কর।
৬. ২০০৮ সালের ২৯ ডিসেম্বর দেশের রাজনৈতিক সংকট মোকাবিলায় অনুষ্ঠিত হলো দীর্ঘ প্রতীক্ষিত সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করল। সরকারের গুরুত্বপূর্ণ একটি বিভাগের দায়িত্ব পেলেন একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি। তিনি আলঙ্কারিক প্রধান হিসেবে নিয়োগ পেয়ে দেশের সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হন। গুরুত্বপূর্ণ এ পদটিতে বসে তিনি দেশের সার্বিক ব্যবস্থাপনার কাজে নানা পরামর্শ প্রদান করে থাকেন।
ক. মন্ত্রণালয়ের সকল প্রশাসনিক ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
খ. মন্ত্রিপরিষদের প্রধান কাজগুলো ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রবীণ রাজনৈতিক ব্যক্তি কোন পদে নিয়োগ লাভ করেছেন? উক্ত ব্যক্তির পদমর্যাদা ও অপসারণ পদ্ধতি উল্লেখ কর।
ঘ. উক্ত পদের অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মকাণ্ড বিশ্লেষণ কর।
৭. ক, খ ও গ তিনজনই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত। ‘ক’ শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হওয়ায় শাসনসংক্রান্ত সকল কাজ তার নামেই পরিচালিত হয়। তিনি ‘খ’ ব্যক্তিকে নিয়োগ করেন। ‘খ’ মন্ত্রিপরিষদের প্রধান এবং রাষ্ট্রের শাসনব্যবস্থার মধ্যমণি। এছাড়া ‘খ’ এর নির্দেশে ও পরামর্শে ‘গ’ জাতীয় বাজেট প্রণয়ন করেন।
ক. কোনটিকে রাষ্ট্রের হৃৎপিণ্ড বলা হয়?
খ. প্রধানমন্ত্রীর আইন প্রণয়ন সংক্রান্ত কাজটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত ‘খ’ ব্যক্তিকে বাংলাদেশের শাসনব্যবস্থার মূল মধ্যমণি বলা হয় কেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘গ’ ব্যক্তিকে নির্দেশ ও পরামর্শ প্রদান করাই ‘খ’ ব্যক্তির একমাত্র কাজ” – উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
৮. ২০১২ সালের ৪ সেপ্টেম্বর সংসদ ভবন কক্ষে ৫৪টি আসনবিশিষ্ট একটি বিশেষ গ্যালারি উদ্বোধন করেন তৎকালীন স্পিকার আব্দুল হামিদ। তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সব বয়সের শিশুরা এ বিশেষ গ্যালারিতে বসে সংসদ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে পারে। সংসদের চতুর্দশ অধিবেশন দেখতে এসে মনির লক্ষ করল যে সভায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ উপস্থিত থাকলেও বিরোধীদল এতে যোগ দেয়নি। তাই বিরোধীদলের অভাবে মনিরের কাছে সংসদ অনেকটা নি®প্রাণ মনে হলো।
ক. অধিদপ্তরের প্রধান কে?
খ. গ্রাম আদালত কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোচনায় সরকারের কোন বিভাগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উক্ত বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ – বিশ্লেষণ কর।
৯. অংকন সাহেব একটি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি সচিবালয়ে কর্মরত আছেন। প্রতিদিন প্রশাসনিক নানা কাজের বিষয়ে তাকে দেখাশোনা করতে হয়। দেশের যাবতীয় প্রশাসনিক সিদ্ধান্ত অংকন সাহেবের কর্মরত প্রতিষ্ঠানেই গৃহীত হয়। এত বড় জায়গায় চাকরির জন্য অংকন সাহেবের এলাকার সবাই তাকে অনেক সম্মান করে।
ক. কার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়?
খ. বাংলাদেশে বিচার বিভাগের গুরুত্ব কতটুকু? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে অংকন সাহেবের কর্মক্ষেত্রটির প্রশাসনিক কাঠামো ব্যখ্যা কর।
ঘ. “অংকন সাহেবের কর্মক্ষেত্রটি প্রশাসনের কেন্দ্রবিন্দু” – উক্তিটির সত্যতা নিরূপণ কর।
১০. জনাব ই বাংলাদেশের বিচারসংক্রান্ত সর্বোচ্চ প্রতিষ্ঠানের সদস্য। এ প্রতিষ্ঠানের প্রধান রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। এ পদের অধিকারী ব্যক্তিকে ১০ বছর এ প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। সদস্যগণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ বিভাগের অধীন একটা প্রতিষ্ঠান জনগণের মৌলিক অধিকার রক্ষার্থে কাজ করে এবং এর নিচের অনেক প্রতিষ্ঠানের কাজ তদারকি করে।
ক. সুপ্রিমকোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারবেন?
খ. সুপ্রিমকোর্টের বিচারক হওয়ার জন্য কী কী গুণ থাকতে হবে?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের অধীনস্থ বিভাগটি কী ধরনের কাজ পরিচালনা করে? ব্যাখ্যা কর।
ঘ. জনাব ই-এর প্রতিষ্ঠানের গঠন কাঠামো ও ক্ষমতা বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post