পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে। যেমন: জাতীয় ও স্থানীয় সকল নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ প্রভৃতি। এছাড়া নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ।
পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. রাজনৈতিক দল কাকে বলে?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। রাজনৈতিক দল হলো একটি দেশের জনগোষ্ঠীর একটি অংশ, যারা একটি আদর্শ বা নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য একত্রিত বা সংগঠিত হয়। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হলো, ক্ষমতায় গিয়ে সরকার গঠন করে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করা এবং জনগণের জন্য নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন অসম্ভব।
২. নির্বাচন কমিশনের গঠন বর্ণনা কর।
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান। প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত। এদের রাষ্ট্রপতি নিয়োগ দেন। নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর। নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য। নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়। নির্বাচন কমিশন দেশের সুষ্ঠু নির্বাচনে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য কেন?
উত্তর: গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক শাসন মূলত রাজনৈতিক দলেরই শাসন। জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার গঠিত হয়। আর রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয়। তাই রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিসীম।
৪. রাজনীতিতে নেতা তৈরির কাজটি বর্ণনা কর।
উত্তর: নেতা তৈরির কাজটি করে রাজনৈতিক দল ও জনগণ। রাজনৈতিক দলের যিনি প্রধান তিনি হলেন দলের নেতা। আজ যারা স্থানীয় পর্যায়ের নেতা, তারা একসময় জাতীয় পর্যায়ের নেতা হবেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তার দলের নেতা।
৫. বিরোধী দল কীভাবে সরকারি দলের সমালোচনা করে?
উত্তর: বিরোধী দল সরকারি দলের গঠনমূলক সমালোচনা করে। নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধীদল হিসেবে ভূমিকা পালন করে। সরকারের কোনো কাজে ভুল হলে বিরোধীদল সে ভুলত্রুটি ধরিয়ে দেয়।
৬. পরোক্ষ নির্বাচন বলতে কী বোঝ?
উত্তর: জনগণ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বা একটি মধ্যবর্তী সংস্থা নির্বাচিত করেন। এই জনপ্রতিনিধিগণ ভোট দিয়ে যদি রাষ্ট্রপতি বা সংসদ সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত করেন, তবে তাকে বলা হয় পরোক্ষ নির্বাচন। যেমন: বাংলাদেশের রাষ্ট্রপতি পরোক্ষ অর্থাৎ সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। আবার, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পরোক্ষ অর্থাৎ মধ্যবর্তী সংস্থা দ্বারা নির্বাচিত হন।
৭. নির্বাচন বলতে কী বোঝায়?
উত্তর: নির্বাচন বলতে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া বা পদ্ধতিকে বোঝায়। ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে এই প্রতিনিধি বাছাই করে। প্রতিনিধি বাছাইয়ের এ ধরনকেই নির্বাচন বলে।
৮. নির্বাচন কমিশন কী? বুঝিয়ে লেখ।
উত্তর: নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব এই নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনে একজন প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনার থাকে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন।
৯. নির্বাচন কমিশনের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: নির্বাচন কমিশন বিভিন্ন ধরনের কার্যাবলি সম্পাদন করে। যেমন: জাতীয় ও স্থানীয় সকল নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুতকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকরণ প্রভৃতি। এছাড়া নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ।
১০. প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?
উত্তর: যে নির্বাচন ব্যবস্থায় ভোটাররা সরাসরিভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করে, তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। প্রত্যক্ষ নির্বাচনে ভোটার ও প্রতিনিধির মাঝখানে কোনো মধ্যবর্তী ভোটারের মাধ্যমে ভোট হয় না। শুধু একটি স্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। যেমন: বাংলাদেশের আইনসভার সদস্যগণ সরাসরি সাধারণ ভোটারদের দ্বারা নির্বাচিত হন।
আরও দেখো—পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ভিত্তিক সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ৭ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post