শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. স্থানীয় সরকারব্যবস্থা কী?
উত্তর: স্থানীয় সরকারব্যবস্থা হলো রাষ্ট্রের এলাকাকে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকারব্যবস্থা।
২. বাংলাদেশে কয়স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো বিদ্যমান?
উত্তর: বাংলাদেশে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো বিদ্যমান।
৩. স্থানীয় সরকার সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞাটি কী?
উত্তর: জন স্টুয়ার্ট মিল বলেন, স্থানীয় সরকার সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং এ বিষয়ে নাগরিকদের সচেতন করে।
৪. কোন স্তরটি স্থানীয় সরকারব্যবস্থায় সবচেয়ে কার্যকর ইউনিট?
উত্তর: ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারব্যবস্থায় সবচেয়ে কার্যকর ইউনিট।
৫. স্থানীয় সরকারব্যবস্থায় কাদের গুরুত্ব দেওয়া হয়েছে?
উত্তর: স্থানীয় সরকারব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৬. কত সালে পার্বত্য শান্তিচুক্তি হয়?
উত্তর: ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি সম্পাদিত হয়।
৭. নাগরিক সনদ কী?
উত্তর: ইউনিয়ন ও পৌরসভা নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করার যে বিবরণ প্রকাশ করে তা হলো ‘নাগরিক সনদ’।
৮. মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র কে করে ?
উত্তর: মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র জাতিসংঘ ঘোষণা করে।
৯. কত সালে নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে?
উত্তর: ১৯৫২ সালে নারীর রাজনৈতিক অধিকারের কথা ঘোষণা করে।
১০. পঞ্চদশ সংশোধনীতে কয়টি নৃগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠা পায়?
উত্তর: পঞ্চদশ সংশোধনীতে ১৩টি ক্ষুদ নৃগোষ্ঠীর নাগরিক অধিকার প্রতিষ্ঠা পায়।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post