পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর : উত্তর: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান (একজন মহিলা), উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার (যদি থাকে) চেয়ারম্যান এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়।
সংসদ সদস্য পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করবেন। উপজেলা নির্বাহী অফিসার পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন।
পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
১. স্থানীয় ইউনিয়ন পরিষদের গঠন আলোচনা কর।
উত্তর: স্থানীয় সরকার ব্যবস্থায় ইউনিয়ন পরিষদ একটি কার্যকর ইউনিট। গড়ে ১০-১৫টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। এর ১ জন নির্বাচিত চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সাধারণ সদস্য ও ৩ জন নির্বাচিত মহিলা সদস্য (সংরক্ষিত আসন) রয়েছে। একটি ইউনিয়ন ৯টি ওয়ার্ডে বিভক্ত। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে ৯টি ওয়ার্ড থেকে ৯ জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। মহিলা সদস্যগণ প্রতি ৩ ওয়ার্ডে একজন; এই ভিত্তিতে পুরুষ ও মহিলা সকলের ভোটে নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদে একজন বেতনভুক্ত সচিব থাকে।
২. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়?
উত্তর: পরিবার, সমাজ ও জাতীয়ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, মতামত প্রকাশ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সমাজের অর্ধেক অংশকে বঞ্চিত রেখে কোনো সমাজ উন্নতি করতে পারে না। তাই বর্তমানে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সকলক্ষেত্রে নারীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৪৮ সালে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র এবং জাতিসংঘ নারী উন্নয়নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আজ বিভিন্ন পর্যায়ে নারী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নারীর ক্ষমতায়ন ঘটছে।
৩. সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো কী কী?
উত্তর: সিটি কর্পোরেশনের আয়ের উৎসগুলো উল্লেখ করা হলো:
১. যেকোনো ধরনের কর, উপকর, টোল, ফিস প্রভৃতি।
২. বিভিন্ন সম্পত্তি থেকে প্রাপ্ত আয় বা মুনাফা;
৩. সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত অনুদান;
৪. স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ কর্তৃক প্রদত্ত দান;
৫. কর্পোরেশনের ওপর ন্যস্ত সব ট্রাস্ট হতে প্রাপ্ত আয়;
৬. কর্পোরেশনের অর্থ বিনিয়োগ হতে প্রাপ্ত মুনাফা;
৭. অন্যান্য উৎস হতে প্রাপ্ত অর্থ;
৮. আইনের অধীনে অর্থদ- থেকে প্রাপ্ত অর্থ ইত্যাদি।
৪. স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বোঝ?
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে বোঝায় এমন এক ধরনের সরকারব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত ও আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ।
৫. জনস্বাস্থ্য রক্ষার্থে ইউনিয়ন পরিষদের ভূমিকা উল্লেখ কর।
উত্তর: ইউনিয়ন পরিষদ গ্রামীণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বাস্থ্য রক্ষার্থে উন্নয়ন ও সচেতনতামূলক বিভিন্ন কাজ করে। যেমন:
i. ইউনিয়ন পরিষদ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করে।
ii. ময়লা আবর্জনা ফেলার স্থান নির্দিষ্টকরণ ও ডাস্টবিন নির্মাণ করে।
iii. প্রাণী জবাই ও গবাদিপশুর গোসলের স্থান নির্ধারণ করে।
vi. ময়লা কাপড়চোপড় ধোয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
v. জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
৬. উপজেলা পরিষদের গঠন সম্পর্কে লেখ।
উত্তর: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান (একজন মহিলা), উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভার (যদি থাকে) চেয়ারম্যান এবং তিনজন মহিলা সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। সংসদ সদস্য পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করবেন। উপজেলা নির্বাহী অফিসার পরিষদের নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন।
৭. সিটি কর্পোরেশনের পাঁচটি কাজ উল্লেখ কর।
উত্তর: সিটি কর্পোরেশনের পাঁচটি কাজ হলো:
১. মহানগরীর রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।
২. জনস্বার্থ রক্ষার জন্য নালানর্দমা, রাস্তাঘাট, আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
৩. হাসপাতাল, মাতৃসদন, শিশুসদন, পরিবার-পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনা।
৪. শিক্ষা বিস্তারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, অনুদান প্রদান, বৃত্তি প্রদান, পাঠাগার নির্মাণ ও পরিচালনা প্রভৃতি।
৫. সার্বিক উন্নয়নের জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।
৮. পার্বত্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে আঞ্চলিক পরিষদের বিধি ব্যাখ্যা কর।
উত্তর: জেলা পরিষদের নিয়ন্ত্রণ ও আওতাধীন কোনো প্রকারের জমি, পাহাড় ও বনাঞ্চল পরিষদের সাথে আলোচনা ও তার সম্মতি ব্যতিরেকে সরকার কর্তৃক অধিগ্রহণ ও হস্তান্তর করা যাবে না। এ বিষয়ে পরিষদকে আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষমতা ও কর্তৃত্ব প্রদান করা হয়েছে।
৯. পরিষদে আইন প্রণয়নের ক্ষমতা সরকারের হাতে ন্যস্ত—বুঝিয়ে লেখ।
উত্তর: সরকার আঞ্চলিক পরিষদ বা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কোনো আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করলে পরিষদ ও সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদের সাথে আলোচনাক্রমে এবং পরিষদের পরামর্শ বিবেচনাক্রমে আইন প্রণয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জেলা ও আঞ্চলিক পরিষদ আইনের বা কোনো বিধিবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় না, এরূপ বিধি প্রণয়ন করতে পারবে।
১০. গ্রামীণ বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে অনানুষ্ঠানিক ব্যবস্থার গুরুত্ব লেখ।
উত্তর: যেকোনো বিবাদ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে আয়োজিত সালিস বা অনানুষ্ঠানিক নিষ্পত্তির ব্যবস্থা বেশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার প্রতিষ্ঠিত গ্রাম আদালত গ্রামীণ জনগণের বিবাদ নিষ্পত্তিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এর ফলে গ্রামের গরিব মানুষ শহরে এসে বিচারের জন্য হয়রানির স্বীকার হওয়া থেকে রক্ষা পায়।
আরও দেখো—পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ভিত্তিক সৃজনশীল
শিক্ষার্থীরা, উপরে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। পরীক্ষা প্রস্তুতির জন্য এই অধ্যায় থেকে ১০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো—প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য উপরের লিংকটি ভিজিট করো।
Discussion about this post