পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : রাষ্ট্রের শাসন ব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে উঠে। স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এই ধরনের সরকার গড়ে উঠে। বাংলাদেশে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক সরকার ব্যবস্থার অপরিহার্য অংশ। এ অধ্যায়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব।
পৌরনীতি ও নাগরিকতা ৮ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : জনাব রমজান আলী একটি উপজেলা শহরের স্থানীয় সরকারের প্রধান। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের চাহিদা পূরণের জন্য ঘরবাড়ি, দোকানপাট, হাটবাজার, যানবাহন ইত্যাদি থেকে অর্থ সংগ্রহ করে মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন নির্মাণ, নর্দমা ও পুকুর পরিষ্কার করে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করেন। কয়েকটি মাতৃসদন স্থাপন করে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েদের সেবা প্রদানের ব্যবস্থা করেন।
ক. বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
খ. পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজ? ব্যাখ্যা করো।
গ. জনাব রমজান আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা করো।
ঘ. অনুচ্ছেদে উল্লেখিত কাজগুলো কি জনাব রমজান আলীর এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট? তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ২ : বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণদানের ব্যবস্থা করেন। তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরিসহ যেকোনো পেশায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
ক. ১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে?
খ. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা করো।
ঘ. ‘নারী শিক্ষা কেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে। — পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : বর্তমানে সারা বিশ্বে নারীরা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে পুরুষদের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। এদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, জাতীয় সংষদের স্পিকারসহ সাধারণ আসনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে নারীরা প্রতিনিধিত্ব করছেন। এছাড়া সরকার উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষা অবৈতনিক করায় নারী শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে, যা সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে।
ক. ILO কত সালে একই কাজের জন্য নারী ও পুরুষ শ্রমিকদের সমমজুরি ঘোষণা করে?
খ. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের প্রথমাংশে নারীর কোন ধরনের ক্ষমতায়নের ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : কহিনুর বেগম রাজাপুর ইউনিয়নের সুন্দরখালী গ্রামের বাসিন্দা। তিনি রাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হন। ভোটের আগে তিনি তার মহল্লায় বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রতীকে ভোট চান। ভোটের দিন ভোট শেষে দেখা যায় কহিনুর বেগম বিপুল ভোটে বিজয়ী হন।
ক. নারীর ক্ষমতায়ন কী?
খ. ইউনিয়ন পরিষদের আয়ের উৎসগুলো কী কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে কীভাবে নারীর ক্ষমতায়নের দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
ঘ. সমাজের উন্নয়নে কহিনুর বেগমের মতো নারীদের ক্ষমতায়নের গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৫ : জাহিনের ছোট ভাইকে স্কুলে ভর্তি করার সময় তার বাবা জন্ম নিবন্ধন সনদও জমা দেন। জাহিন এ সনদের নিচে স্থানীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানের ও সচিবের স্বাক্ষর দেখতে পায়। জাহিন উপলব্ধি করে স্থানীয় জনগণের সেবা ও স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
ক. বর্তমানে বাংলাদেশে কয়টি পৌরসভা রয়েছে?
খ. উপজেলা পরিষদের গঠন কাঠামো ব্যাখ্যা করো।
গ. জাহিনের উল্লিখিত প্রশাসনিক স্তরটির প্রতিনিধিগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন— বর্ণনা করো।
ঘ. উক্ত স্তরটিকে স্থানীয় সরকারের সবচেয়ে কার্যকর ইউনিট বলা হয়— তুমি কি এ বক্তব্যের সাথে একমত? বিশ্লেষণ করো।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
১. জনাব রমজান আলী একটি উপজেলা শহরের স্থানীয় সরকারের প্রধান। তিনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে জনগণের চাহিদা পূরণের জন্য ঘরবাড়ি, দোকানপাট, হাটবাজার, যানবাহন ইত্যাদি থেকে অর্থ সংগ্রহ করে মহল্লার মোড়ে মোড়ে ডাস্টবিন নির্মাণ, নর্দমা ও পুকুর পরিষ্কার করে মশার ঔষধ ছিটানোর ব্যবস্থা করেন। কয়েকটি মাতৃসদন স্থাপন করে বিনামূল্যে শিশু ও প্রসূতি মায়েদের সেবা প্রদানের ব্যবস্থা করেন।
ক. বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কত?
খ. পাঠাগার স্থাপন পৌরসভার কোন ধরনের কাজÑ ব্যাখ্যা কর।
গ. জনাব রমজান আলীর কাজগুলোর মূল উদ্দেশ্য কী? ব্যাখ্যা কর।
ঘ. অনুচ্ছেদে উল্লিখিত কাজগুলো কি জনাব রমজান আলীর এলাকার উন্নয়নের জন্য যথেষ্ট? তোমার মতামত দাও।
২. বেগম কামরুন নাহার জাতীয় সংসদ নির্বাচনে তার এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথমে তিনি স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য আসনে নারীদের প্রতিযোগিতা করার জন্য অনুপ্রাণিত করেন। পরে তিনি একটি নারী শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে নারীদের সেলাই শিক্ষা, বাঁশ ও বেতের কাজ, হাঁস-মুরগি পালন ও কম্পিউটার প্রশিক্ষণদানের ব্যবস্থা করেন। তিনি শিক্ষিত মেয়েদেরকে সরকারি বেসরকারি চাকরিসহ যেকোনো পেশায় অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।
ক. ১৯৯৭ সালে প্রণীত আইনে ইউনিয়ন পরিষদে কতটি নারী সদস্যপদ সৃষ্টি করা হয়েছে?
খ. নারীর ক্ষমতায়ন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. বেগম কামরুন নাহারের প্রথম কাজটি নারীর কোন ধরনের ক্ষমতায়নকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
ঘ. “নারী শিক্ষা কেন্দ্রে গৃহীত পদক্ষেপসমূহ নারীদের স্বাবলম্বী করে তুলবে।” – সপক্ষে যুক্তি দাও।
৩. রসুল মিয়া গ্রামের একজন নির্বাচিত জনপ্রতিনিধি। স্বল্প শিক্ষিত হলেও তিনি প্রচুর অর্থসম্পদের মালিক। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, কৃষির উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষার কাজ করেন। পরবর্তীতেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।
ক. পৌরসভার প্রধানকে কী বলা হয়?
খ. স্থানীয় সরকার বলতে কী বোঝায়?
গ. রসুল মিয়া স্থানীয় সরকার ব্যবস্থার কোন প্রতিষ্ঠানের প্রতিনিধি? প্রতিষ্ঠানটির গঠন ব্যাখ্যা কর।
ঘ. রসুল মিয়া যে প্রতিষ্ঠানে নির্বাচিত হয়েছে সে প্রতিষ্ঠানের কার্যাবলি বিশ্লেষণ কর।
৪. রাষ্ট্রের শাসনব্যবস্থার সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি ক্ষুদ্র পরিসরে ভিন্নতর শাসনব্যবস্থা গড়ে ওঠে। স্থানীয় পর্যায়ের সমস্যা সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এই ধরনের সরকার গড়ে ওঠে। বাংলাদেশে এই ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান। এ ধরনের সরকারব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসনকার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়। [কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়]
ক. কত সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে?
খ. ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে কারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের তৃণমূল পর্যায়ে গঠিত সরকার ছকে উল্লেখ কর।
ঘ. উক্ত সরকারব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ কর।
৫. গ্রামের একটি পরিষদের চেয়ারম্যান হিসেবে জহুরুল ইসলামের খুব সুনাম। তিনি তার গ্রামীণ এলাকার নানাবিধ উন্নয়নমূলক কাজ করে থাকেন। গ্রামের রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ, কৃষকদের বীজ, সার সরবরাহ সকল কাজ সমান গুরুত্বের সাথে করে থাকেন। এ কারণে পাঁচ বছর পর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ প্রতিবার জহুরুল ইসলামকেই ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে।
ক. বর্তমানে বাংলাদেশে কয়টি পৌরসভা রয়েছে?
খ. স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তরের ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জহুরুল ইসলামের কাজের আলোকে স্থানীয় সরকার ব্যবস্থায় তার অবস্থান ব্যাখ্যা কর।
ঘ. জহুরুল ইসলাম এছাড়া আরো অনেক কাজ করেন বিশ্লেষণ কর।
৬. সম্প্রতি সরকার নারায়ণগঞ্জ পৌরসভাকে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের একটি স্তরে উন্নীত করে। ঐ প্রতিষ্ঠানের প্রথম নির্বাচনে সেলিনা হায়াত আইভী বিপুল ভোটের ব্যবধানে প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন। শপথ গ্রহণের দিন তার এলাকার মানুষের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি তাকে নির্বাচিত করার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারায়ণগঞ্জবাসী আশা করছে তার মাধ্যমে অচিরেই শহরের জনস্বাস্থ্য রক্ষা পাবে, নিরাপদ পানি ও নিরাপদ খাদ্য নিশ্চিত হবে।
ক. সিটি কর্পোরেশনের মেয়র কার মতো মর্যাদা ভোগ করেন?
খ. বাংলাদেশের সিটি কর্পোরেশনগুলো উল্লেখ কর।
গ. জনাব সেলিনা হায়াত আইভির প্রতিষ্ঠান নারায়ণগঞ্জবাসীর আশা পূরণে কী কাজ করে? বর্ণনা কর।
ঘ. উক্ত কার্যাবলি ছাড়াও উক্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আরও অনেক কাজ করে- বিশ্লেষণ কর।
৭. বাংলাদেশ সরকার গাজীপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে। সিটি কর্পোরেশনে উন্নীত করার পর সেখানে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে এলাকার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যায়। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে তারা তাদের প্রথম সিটি মেয়র নির্বাচিত করে।
ক. জেলা পরিষদের ঐচ্ছিক কার্যাবলি কয়টি?
খ. ইউনিয়ন পরিষদের বিচারব্যবস্থা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত সংস্থাটির কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশে উক্ত শাসনব্যবস্থার গুরুত্ব পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৮. রাকিবের এলাকার চৌধুরী সাহেব জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার শিক্ষার হার বাড়াতে উদ্যোগ নিয়েছেন। স্কুল-কলেজ নির্মাণসহ বয়স্ক শিক্ষার প্রসারে নৈশবিদ্যালয় নির্মাণ করেছেন। তার এ কাজে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন চৌধুরী সাহেবকে নির্বাচিত করে তারা সঠিক কাজটিই করেছেন। চৌধুরী সাহেব তার এলাকার নির্বাচিত ৯ জন সদস্য এবং সংরক্ষিত আসনে নির্বাচিত ৩ জন মহিলা সদস্যের সমন্বয়ে এলাকার উন্নয়নমূলক কাজ পরিচালনা করছেন।
ক. স্থানীয় সরকার কী?
খ. স্থানীয় সরকারের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের চৌধুরী সাহেব তার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ব্যয়ভার কোথা থেকে সংগ্রহ করেন? ব্যাখ্যা কর।
ঘ. জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয় চৌধুরী সাহেব তার কাজে এমন কারো সাহায্য পাবেন কি? মতামত দাও।
৯. শামসুন্নাহার হলের ছাত্রী তানজিলা হোসেন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে একটি পরিষদের ভাইস চেয়ারম্যান। এখন তিনি গ্রামে বসবাস করেন। দুদিন আগে তিনি ঢাকায় এসেছেন তার হলের পুনর্মিলনীতে যোগ দেওয়ার জন্য। হলের পুনর্মিলনীতে তার বক্তৃতায় তিনি গর্বভরে বলেন, তার পরিষদের চেয়ারম্যানও একজন নারী।
ক. ইউনিয়ন পরিষদে কত শতাংশ সদস্যের অনাস্থা ভোট যেকোনো সদস্যকে অপসারণ করতে পারে?
খ. গণতান্ত্রিক শাসনে স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
গ. তানজিলা হোসেন কোন পরিষদের সদস্য উদ্দীপকের আলোকে বর্ণনা কর।
ঘ. উক্ত পরিষদের গঠন মূলপাঠের আলোকে বিশ্লেষণ কর।
১০. রায়হান সাহেব একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি এবং প্রধান। পুনরায় নির্বাচিত হয়ে তিনি তার এলাকাকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য রাস্তায় সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ করেন। অত্র এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখেন।
ক. জেলা পরিষদকে কয়টি বাধ্যতামূলক দায়িত্ব দেওয়া হয়েছে?
খ. জেলা পরিষদের সাথে স্থানীয় সংসদ সদস্যদের সম্পর্ক ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের রায়হান সাহেবের কাজগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের রায়হান সাহেব জনগণের জীবন ও সম্পদ রক্ষায় কীরূপে ভূমিকা রাখেন? বিশ্লেষণ কর।
১১. ১৯০৫ সালে বঙ্গবিভাগের সময় অনেকে এর বিরোধিতা করে বললেন বঙ্গমাতাকে আলাদা করা হয়েছে। রাজধানী শহরকে বর্তমান সরকার পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করে বিভক্ত করেছে, যা সকল মহলেই সাদরে গৃহীত হয়েছে।
ক. জেলা পরিষদের ঐচ্ছিক কাজ কয়টি?
খ. ভেজাল খাদ্যরোধে পৌরসভার ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকটিতে উল্লিখিত বর্তমান সরকারের বিভক্তি প্রশাসনিক স্তরের গঠন কাঠামোয় কীরূপ প্রভাব ফেলবে? ব্যাখ্যা কর।
ঘ. শহরের প্রশাসনিক ব্যবস্থার আয়ের নির্দিষ্ট উৎস বিভক্তির পরেও অভিন্ন। তুমি কি এ বক্তব্যের সাথে একমত পোষণ কর? আলোচনা কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post