শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত পৌরনীতি ও নাগরিকতার প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জাতীয় সমস্যা কী?
উত্তর: জাতীয় সমস্যা নিরক্ষরতা।
২. কোনটি সন্ত্রাস দমনের মহৌষধ?
উত্তর: জনগণের সচেতনতা সন্ত্রাস দমনের মহৌষধ।
৩. বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর: বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত
৪. আদর্শভিত্তিক সন্ত্রাসের সাম্প্রতিক নমুনা কী?
উত্তর: আদর্শভিত্তিক সন্ত্রাসের সাম্প্রতিক নমুনা ধর্মীয় জঙ্গিবাদ।
৫. বাংলাদেশের প্রধান সমস্যা কোনটি ?
উত্তর: বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে জনসংখ্যাধিক্য।
৬. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
উত্তর: বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে ১১০০ জন লোক বাস করে।
৭. বাংলাদেশ সরকার কত সালে জনসংখ্যা নীতি সংস্কার করে?
উত্তর: ২০০৪ সালে বাংলাদেশ সরকার জনসংখ্যানীতি সংস্কার করে।
৮. সন্ত্রাস কী?
উত্তর: বল প্রয়োগ বা ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো উদ্দেশ্য সাধন বা কার্যোদ্ধারের চেষ্টা করা হলো সন্ত্রাস।
৯. প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
উত্তর: প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
১০. বাংলাদেশের আয়তন কত?
উত্তর: বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
১১. ভারতের জনসংখ্যা কত ?
উত্তর: ভারতের জনসংখ্যা ১.২ বিলিয়ন।
১২. চীনের জনসংখ্যা কত?
উত্তর: চীনের জনসংখ্যা ১.৪ বিলিয়ন।
১৩. কাদের জীবনের মান কম?
উত্তর: গরিবের জীবনের মান কম।
শিক্ষার্থীরা, ওপরে পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post