পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর : পূর্ববর্তী অধ্যায়গুলোতে নাগরিকতা ও পৌরনীতির সম্পর্ক, নাগরিকতার ধারণা, সুনাগরিকের গুণাবলি, নাগরিকের সাথে সরকার ও রাষ্ট্রের সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এসব ধারণা ব্যবহার করে বর্তমান অধ্যায়ে আমরা নাগরিক জীবনে নানাবিধ সমস্যা এবং সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করব।
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : সুমি বাবা-মায়ের খুব আদরের মেয়ে। দরিদ্রতার কারণে সে লেখাপড়া করতে পারেনি এবং ১৮ বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়। প্রথমত, বিয়ের সময় স্বামীকে যে টাকা-পয়সা দেওয়ার কথা ছিল তা না দিতে পারায় শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। এ অবস্থার প্রেক্ষিতে সুমি সেলাই-এর কাজ করে একপর্যায়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনলে তার স্বামী তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
ক. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
খ. খাদ্যনিরাপত্তা কী? ব্যাখ্যা কর।
গ. সুমির জীবনে প্রথম সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
ঘ. সুমির মতো নারীদের এ ধরনের সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত তার কাজটি যথেষ্ট প্রভাব ফেলতে পারে— বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ২ : জলিল সাহেব টঙ্গীর তুরাগ নদীর পাশে ১০ বিঘা জমি ক্রয় করে তার কিছু অংশে ১টি ইটের ভাটা প্রস্তুত করেন আর বাকি অংশে ধান চাষ করেন। অধিক ফলনের আশায় তিনি জমিতে প্রচুর পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করেন। ইটের ভাটার বর্জ্য পদার্থ এবং বৃষ্টির পানির সাথে সার ও কীটনাশক ধুয়ে তুরাগ নদীতে পড়ছে।
ক. বাংলাদেশের নতুন জনসংখ্যানীতি গৃহীত হয় কত সালে?
খ. রাজনৈতিক সন্ত্রাস কী? ব্যাখ্যা কর।
গ. জলিল সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছে— ব্যাখ্যা কর ।
ঘ. উক্ত সমস্যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ যথেষ্ট।’ উত্তরের পক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৩ : সোনাপুর গ্রামের আব্দুল খালেক ফরায়েজী তার একমাত্র কন্যা অত্তুকে বিয়ে দেন পাশের গ্রামের প্রবাসী হারুন মিয়ার সাথে স্বামী-স্ত্রী উভয়ই শিক্ষিত। দীর্ঘ দশ বছর তাদের কোনো সন্তান না আসায় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। চিকিৎসা করানোর পর তাদের দুটি কন্যা সন্তানের জন্ম হয়। এইদিকে পুত্র সন্তান না হওয়ায় স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই অনুর সাথে খারাপ ব্যবহার ও সর্বক্ষেত্রেই অসৌজন্যমূলক আচরণ করত। যার ফলে অন্তু শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এবছর একটি পুত্র সন্তানের জন্ম হওয়ায় পরিবারের সবাই তার প্রতি অনেক খুশি।
ক. জনসংখ্যার পুনর্বন্টন কী?
খ. নারী নির্যাতন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে অনু যে কারণে নারী নির্যাতনের শিকার হয়েছে তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে নারী নির্যাতনের এরূপ প্রকৃতি ছাড়াও বাংলাদেশের নারীরা আরও যেসব উপায়ে নির্যাতনের শিকার হচ্ছে তা ব্যাখ্যা করো।
সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব আঃ রহিম পাঁচ সন্তানের জনক। সে গ্রামে সামান্য জমিজমা চাষ করে। জমিজমা চাষ করে যে ফসল পায় তা দিয়ে পরিবারের ভরণ-পোষণ সম্ভব না। তাই তার বড় মেয়ে রোজিনা ও মেজ মেয়ে রুবিনাকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দিয়ে দেয়। অন্যদিকে জনাব মুজাম্মেল সাহেবের মেয়ে ছালমা নবম শ্রেণির মেধাবী ছাত্রী হওয়া সত্ত্বেও পাশের বাড়ির রিকশাচালক বাচ্চুর কাছে বিয়ে দিয়ে দেয়। বাচ্চু ঠিকভাবে রিকশা না চালিয়ে তার সমমনা বন্ধুদের সাথে গল্প, আড্ডা, মাদকাসক্তে জড়িয়ে পড়ে। কিছুদিন পর বাচ্চু তার স্ত্রী ছালমাকে তার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। এ নিয়ে তার শ্বশুরবাড়ির সঙ্গে বিরোধ চলতে থাকে।
ক. জনসংখ্যার পুনর্বণ্টন কী?
খ. পরিবেশগত দুর্যোগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের আলোচনায় বাংলাদেশের নাগরিকের কোন সমস্যার বিষয়টি ফুটে উঠেছে? তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যার সমাধানের উপায়ে তোমার মতামত দাও।
সৃজনশীল প্রশ্ন ৫ : জোবেদা বেগম তার বান্ধবী নাছিমাকে বলল, “শোন, নাছিমা, আমার মেয়ে মিনা দেখতে সুন্দরী। এইচ.এস.সি. পাস করেছে। বিয়ের বয়স হয়েছে। বিয়ে না দিলে এলাকার লোকজনই বা কী বলবে? এই ভেবে মিনার বিয়ে ঠিক করে ফেলেছি।” নাছিমা বেগম জবাবে বলল, “আমার জ্বালা ভিন্ন ধরনের। আমার স্বামী প্রায়ই আমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেয়। আমি টাকা দিতে না পারায় অত্যাচার করেন। আমি অনেক দিন মুখ বুঝে থাকার পর আইন ও সালিশ কেন্দ্রের সহায়তা গ্রহণ করি।”
ক. খাদ্যনিরাপত্তা কাকে বলে?
খ. সুশাসনের অভাবে কীভাবে সন্ত্রাস বৃদ্ধি পায়?
গ. জোবেদা বেগমের বক্তব্য বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটি ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
ঘ. নাছিমা বেগমের বর্ণিত সামাজিক সমস্যা মোকাবিলায় আর কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে কর? যুক্তি দাও।
অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন
১. সুমি বাবা-মায়ের খুব আদরের মেয়ে। দরিদ্রতার কারণে সে লেখাপড়া করতে পারেনি এবং ১৮ বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়। প্রথমত, বিয়ের সময় স্বামীকে যে টাকাপয়সা দেওয়ার কথা ছিল তা না দিতে পারায় শ্বশুরবাড়ির লোকজন তার সাথে খারাপ আচরণ করতে থাকে। এ অবস্থার প্রেক্ষিতে সুমি সেলাইর কাজ করে একপর্যায়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনলে তাঁর স্বামী তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।
ক. বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
খ. খাদ্য নিরাপত্তা কী? ব্যাখ্যা কর।
গ. সুমির জীবনে প্রথম সমস্যাটি কোন সামাজিক সমস্যাকে চিহ্নিত করে? ব্যাখ্যা কর।
ঘ. সুমির মতো নারীদের এ ধরনের সমস্যা থেকে রক্ষা করতে উদ্দীপকে বর্ণিত তার কাজটি যথেষ্ট প্রভাব ফেলতে পারে- বিশ্লেষণ কর।
২. জলিল সাহেব টঙ্গীর তুরাগ নদীর পাশে ১০ বিঘা জমি ক্রয় করে তার কিছু অংশে ১টি ইটের ভাটা প্রস্তুত করেন আর বাকি অংশে ধান চাষ করেন। অধিক ফলনের আশায় তিনি জমিতে প্রচুর পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করেন। ইটের ভাটার বর্জ্য পদার্থ এবং বৃষ্টির পানির সাথে সার ও কীটনাশক ধুয়ে তুরাগ নদীতে পড়ছে।
ক. বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে?
খ. রাজনৈতিক সন্ত্রাস কী? ব্যাখ্যা কর।
গ. জলিল সাহেবের কর্মকাণ্ডের ফলে পরিবেশে কী ধরনের বিপর্যয় সৃষ্টি হচ্ছেÑ ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত সমস্যা সমাধানের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ যথেষ্ট।” উত্তরের পক্ষে যুক্তি দাও।
৩. জালাল মিয়া পাঁচ কন্যা সন্তানের জনক। সে বড় মেয়ে মিতা ও মেজো মেয়ে রীতাকে এস.এস.সি পাসের পূর্বে বিয়ে দেয়। তার কোনো পুত্র সন্তান না থাকায় সে দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর তিন ছেলে ও এক মেয়ে। জালাল মিয়া দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে কোনো রকমে দিন চালাচ্ছে। অন্যদিকে বড় মেয়ে রীতার একাধিক ছেলে সন্তান হওয়ায় শ্বশুর পরিবারে সকলেই খুশী।
ক. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান কত?
খ. নিরক্ষরতা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোচনায় বাংলাদেশের নাগরিক সমস্যার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত সমস্যাটির সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪. নিরক্ষর গণি মিয়া তার ষোলো বছরের কন্যা আমেনাকে বিয়ে দেন পাশের গ্রামের দিনমজুর সুমন মিয়ার সাথে। গণি মিয়ার প্রতিবেশী সাজিদ মিয়া লোক-লজ্জার ভয়ে তার সতেরো বছরের মেয়ে রহিমাকে বিয়ে দেন গণি মিয়ার ছেলে গফুরের সাথে।
ক. ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশের কত শতাংশ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করত?
খ. জনসংখ্যা পুনর্বণ্টন বলতে কী বোঝায়?
গ. গণি মিয়ার মেয়ে আমেনাকে বিয়ে দেওয়া জনসংখ্যা বৃদ্ধির কোন কারণটিকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকে উল্লিখিত চিত্রটি আমাদের গ্রামীণ সমাজেরই প্রতিচ্ছবি।” – তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৫. ভূমিহীন কৃষক ফরিদ মিয়া ব্যাংক থেকে ঋণ নেওয়ার সময় টিপসই দেন। বিষয়টি স্কুল শিক্ষিকা সালমা আলীর নজরে আসে। তিনি ফরিদ মিয়াকে সাক্ষরতাদানের জন্য নিকটস্থ একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় ভর্তি করান। সেখানে ফরিদ মিয়াসহ অনেকেই লিখতে, পড়তে এবং দৈনন্দিন হিসাবনিকাশ করার সক্ষমতা অর্জন করে।
ক. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীতে কততম দেশ?
খ. পরিবেশগত দুর্যোগ বলতে কী বোঝায়?
গ. ফরিদ মিয়ার টিপসই দেওয়া আমাদের দেশের কোন নাগরিক সমস্যাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. ফরিদ মিয়ার সমস্যা সমাধানে উদ্দীপকে উল্লিখিত উপায়টি ব্যতীত সরকারি আর কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬. নাজমা পুত্র সন্তানের আশায় পর পর চারটি কন্যা সন্তানের জন্ম দেয়। এতে তার স্বামী আবুল কাশেম ও পরিবারের অন্যান্য সদস্যরা নাজমাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়। এলাকার স্বাস্থ্যকর্মী রাবেয়া আবুল কাশেমকে জনসংখ্যা বৃদ্ধির কুফল এবং নারী পুরুষের সমমর্যাদার বিষয়টি তুলে ধরেন। এতে আবুল কাশেম ও তার পরিবারের সদস্যরা নিজেদের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়।
ক. সরকার নতুন জনসংখ্যানীতি গ্রহণ করে কত সালে?
খ. খাদ্যনিরাপত্তা বলতে কী বোঝায়?
গ. বেইজিং ঘোষণা অনুযায়ী নাজমার শারীরিক ও মানসিক কষ্টের বিষয়টিকে কী বলা হয়? ব্যাখ্যা কর।
ঘ. “নাজমার কষ্ট লাঘবে স্বাস্থ্যকর্মী রাবেয়ার ভূমিকাই যথেষ্ট।” – তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭. মামুন সাহেব তার ছেলেকে পড়াচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় মনি বলল বাবা, কেন হঠাৎ বিদ্যুৎ, পানি, গ্যাস চলে যায়। বাবা বললেন, অধিক জনসংখ্যা নাগরিক জীবনের একটি অন্যতম সমস্যা। জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত সরবরাহের কারণেই এমন হয়। আর আমাদের শিক্ষার অভাব, জলবায়ুর প্রভাব, দারিদ্র্য, সামাজিক দৃষ্টিভঙ্গিই আসলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ।
ক. জনসংখ্যা সমস্যা কী?
খ. নিরক্ষরতা বলতে কী বোঝ?
গ. নাগরিক জীবনের সমস্যার ক্ষেত্রগুলো মনির ধারণার আলোকে ব্যাখ্যা কর।
ঘ. মামুন সাহেবের উল্লেখকৃত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
৮. জনাব ‘চ’ গণশিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত। ১৯৯৭ সালে সরকার যে বিশেষ লক্ষ্য অর্জনে এ মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগী হয় জনাব ‘চ’ তাকে খুবই যৌক্তিক মনে করেন। উক্ত লক্ষ্য পূরণে জনাব ‘চ’ তথ্য সংগ্রহ এবং নাগরিকদের অংশগ্রহণকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেন।
ক. বাংলাদেশের কত ভাগ জনসংখ্যা নিরক্ষর?
খ. দরিদ্রদের মধ্যে নিরক্ষরতার হার খুব বেশি কেন? ব্যাখ্যা কর।
গ. জনাব ‘চ’ সরকারের কোন উদ্যোগের সাথে জড়িত? পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. উক্ত উদ্যোগের লক্ষ্য পূরণে জনাব ‘চ’ এর মতো তুমিও কী তথ্য সংগ্রহ ও নাগরিকদের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ মনে কর? মতামত দাও।
পৌরনীতি ও নাগরিকতা ৯ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর
৯. রসুলপুর গ্রামের আরিফ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের এক ল্যান্ড ডেভেলপার কোম্পানিতে কাজ করে। তার ভাই অপু তাদের গ্রামে সম্প্রতি একটি সরকারি মাতৃসদন স্থাপিত হলে সেখানে কাজ পায়। তাদের বোন আরিফা মহিলাদের ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে বিভিন্ন পেশায় উদ্বুদ্ধ করে।
ক. পরিবার-পরিকল্পনার একটি স্লোগান লেখ।
খ. বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতির উল্লেখযোগ্য দিক উল্লেখ কর।
গ. আরিফার কাজটি কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে? ব্যাখ্যা কর।
ঘ. আরিফ ও অপুর মতো কাজে নিয়োগে জনগণকে উদ্বুদ্ধ করে সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে- পক্ষে যুক্তি দাও।
১০. নির্মলচরের আতিয়ারের বয়স আঠারো। এ বয়সেই সে বিবাহ করে এক কন্যা সন্তানের জনক। কিন্তু সে বৃদ্ধ বয়সের কথা চিন্তা করে পুত্র সন্তান চায়। তাদের সেখানে পরিবার-পরিকল্পনার তেমন সুবিধাদিও নেই।
ক. কত সালে বাংলাদেশে সর্বপ্রথম জনসংখ্যানীতি গ্রহণ করা হয়?
খ. অধিক জনসংখ্যার কারণে গ্রামে কী প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির কোন কোন কারণ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. নির্মলচরের জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা কী হতে পারে। উদ্দীপক ও পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
১১. আজাদের বাড়ির পাশের বিল ভরাট করে গ্রামের কয়েকজন বাড়ি নির্মাণ করেছে। আজাদের বড় ভাই বিয়ের পর এক বিঘা কৃষিজমিতে বাড়ি বানানোর জন্য বাবার কাছে চেয়ে নিয়েছে। আজাদের ছোট বোনকে বিয়ে দিয়েছে পাঁচ বছর হলো। সে ইতোমধ্যেই তিন সন্তানের জননী। তার স্বামী সন্তানদের ঠিকমতো আহারের ব্যবস্থা করতে পারে না। তাই সে প্রায়ই বাবার বাড়ি চলে আসে। সন্তানগুলো অপুষ্টিতে ভুগছে।
ক. কীসের আশায় বাংলাদেশের মানুষ একাধিক পুত্র সন্তান কামনা করে?
খ. সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনের পুনর্গঠন প্রয়োজন- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে কোন সমস্যার চিত্র ফুটে উঠেছে? বর্ণনা কর।
ঘ. উক্ত সমস্যা সমাধানে নাগরিক হিসেবে আমাদের করণীয় বিশ্লেষণ কর।
১২. করিম তোমাদের এলাকার নৈশ প্রহরী। দিনের বেলায় সে তোমাদের বাসায় খায় ও বিশ্রাম নেয়। করিম আক্ষরিক জ্ঞানের অভাবে সমাজের শিক্ষিত শ্রেণির মানুষের সাথে প্রয়োজনীয় কোনো বিষয় বা কাজ নিয়ে যুক্তিসংগত আলোচনা করতে পারে না। সে সহজেই ঠগ ও প্রতারকের দ্বারা প্রতারিত হয়। সে নিজের অবস্থা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে।
ক. নিরক্ষর কাকে বলে?
খ. নিরক্ষর মানুষ কেন সহজেই প্রতারিত হয়?
গ. করিমকে প্রতারণার হাত থেকে বাঁচাতে তোমার করণীয় বর্ণনা কর।
ঘ. করিমের জন্য শিক্ষা ব্যাংক কতটা কাজে আসতে পারে- বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা নতুন নতুন সাজেশান্স ও নোট পেতে আমাদের Facebook Page এ Like দিয়ে রাখো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post