পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় mcq : আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে কিছু অধিকার ভোগ এবং কর্তব্য পালন করি । আবার কতগুলো গুণের অধিকারী হয়ে আমরা সুনাগরিকে পরিণত হতে পারি। সুনাগরিক রাষ্ট্রের সম্পদ ৷ আমাদের প্রত্যেকের সুনাগরিকতার শিক্ষা লাভ করা অত্যাবশ্যক। এ অধ্যায়ে নাগরিক ও নাগরিকতার ধারণা, নাগরিকতা অর্জনের উপায়, দ্বৈত নাগরিকতা, সুনাগরিকের ধারণা ও বৈশিষ্ট্য, নাগরিক অধিকার ও কর্তব্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
পৌরনীতি ও নাগরিকতা ২য় অধ্যায় mcq
১. প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক ছোট ছোট রাষ্ট্রগুলোকে কী বলা হতো?
ক. অঙ্গরাজ্য
খ. উপরাষ্ট্র
গ. জাতিপুঞ্জ
ঘ. নগররাষ্ট্র
২. নাগরিক কে?
ক. রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা
খ. রাষ্ট্রে বসবাসকারী বিদেশি
গ. রাষ্ট্রের বৃদ্ধ লোকেরা
ঘ. রাষ্ট্র থেকে বিদেশে গিয়ে বসবাসকারী
৩. আমাদের প্রত্যেকের কোন শিক্ষালাভ করা অত্যাবশ্যক?
ক. সামাজিক শিক্ষা
খ. সুনাগরিকতার শিক্ষা
গ. গঠনমূলক শিক্ষা
ঘ. রাজনৈতিক শিক্ষা
৪. কত বছর পূর্বে প্রাচীন গ্রিসে নাগরিক ও নাগরিকতার ধারণার উদ্ভব হয়?
ক. ৩০০০ বছর
খ. ২৫০০ বছর
গ. ১৫০০ বছর
ঘ. ১০০০ বছর
৫. নাগরিক কথাটির অর্থ কী?
ক. রাষ্ট্রের অধিবাসী
খ. সমাজের অধিবাসী
গ. নগরের অধিবাসী
ঘ. পল্লির অধিবাসী
৬. কোনটি ব্যক্তির মর্যাদা? অথবা, ব্যক্তির মর্যাদাকে কী বলা হয়?
ক. নেতৃত্ব
খ. নাগরিকতা
গ. ভালো ব্যবহার
ঘ. সম্পদ
৭. নাগরিকতা হলো ব্যক্তির
ক. পরিচয়
খ. মর্যাদা
গ. বিবেক
ঘ. আত্মসংযম
৮. নাগরিকতা অর্জনের স্বাভাবিক পদ্ধতি কয়টি?
ক. ৫টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৯. জন্মসূত্রে নাগরিকতা অর্জনের ক্ষেত্রে কয়টি নীতি রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১০. নাগরিকতা লাভের নীতি কী কী?
ক. জন্মস্থান নীতি ও জন্মনীতি
খ. শিক্ষানীতি
গ. রাষ্ট্রনীতি
ঘ. কর্মনীতি
১১. কোন নীতি অনুযায়ী পিতামাতার নাগরিকতার দ্বারা সন্তানের নাগরিকতা নির্ধারিত হয়?
ক. জন্মস্থান নীতি
খ. অনুমোদনসূত্রে
গ. জন্মনীতি
ঘ. জন্মসূত্রে
১২. নাগরিকতার ক্ষেত্রে বাংলাদেশ কোন নীতি অনুসরণ করে?
ক. অনুমোদনসূত্রে
খ. জন্মনীতি
গ. জন্মস্থান নীতি
ঘ. জন্মসূত্রে
১৩. বাংলাদেশি পিতামাতার সন্তান জাপানে জন্মগ্রহণ করলেও বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে। এক্ষেত্রে নাগরিকতা নির্ধারণের কোন নীতি অনুসরণ করা হয়?
ক. জন্মসূত্র
খ. অনুমোদনসূত্র
গ. জন্মনীতি
ঘ. জন্মস্থান নীতি
১৪. কোন দেশ নাগরিকতার ক্ষেত্রে জন্মস্থান নীতি অনুসরণ করে-
ক. ফ্রান্স
খ. আমেরিকা
গ. রাশিয়া
ঘ. ইন্দোনেশিয়া
১৫. জন্মসূত্রে নাগরিকতা প্রদানের ক্ষেত্রে বিশ্বের অধিকাংশ দেশে কোন নীতি অনুসরণ করে?
ক. জন্মনীতি
খ. জন্মস্থান নীতি
গ. জন্মসূত্র
ঘ. অনুমোদন সূত্র
১৬. অনুমোদনসূত্রে নাগরিকতার শর্ত নয় কোনটি?
ক. সরকারি চাকরি গ্রহণ
খ. সম্পত্তি ক্রয়
গ. আনুগত্য প্রদর্শন
ঘ. ভাষা জানা
১৭. অনুমোদনসূত্রে নাগরিকতার শর্ত কোনটি?
ক. আবেদনকারী
খ. ব্যবসায়
গ. বিবাহ
ঘ. আনুগত্য
১৮. নিয়াজ বাংলাদেশী নাগরিক। তার পুত্র রিয়াজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জন্মগ্রহণ করায় সে যুক্তরাষ্ট্রের নাগরিক। তার নাগরিকত্বের সূত্র কোনটি?
ক. অনুমোদনসূত্র
খ. জন্মনীতিসূত্র
গ. জন্মস্থানসূত্র
ঘ. জন্মসূত্র
১৯. ইশতিয়াক ২৫ বছর বয়সে চাকরি ছেড়ে আমেরিকায় চলে গেলেন। ইশতিয়াক তার স্ত্রী লইমা ব্রাউনসহ ১৫ বছর পর দেশে ফিরে এলেন কিন্তু তিনি ভোট দিতে পারলেন না। কারণ-
ক. তিনি বাংলাদেশের নাগরিক নন
খ. আমেরিকার নাগরিক
গ. দেশে দীর্ঘদিন ছিলেন না
ঘ. বিবাহসূত্রে আমেরিকার নাগরিক
২০. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোন নীতি মেনে চলে?
ক. জন্মনীতি
খ. জন্মস্থান নীতি
গ. জন্মনীতি ও জন্মস্থান নীতি
ঘ. কোনো নীতিই অনুসরণ করে না
২১. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশে কোন নীতি অনুসরণ করা হয়?
ক. শুধু জন্মনীতি
খ. শুধু জন্মস্থান নীতি
গ. অনুমোদনসূত্রে
ঘ. জন্মনীতি ও জন্মস্থান নীতি
২২. সুনাগরিকের কয়টি গুণ থাকা প্রয়োজন? অথবা, একজন সুনাগরিকের কয়টি গুণাবলি থাকা উচিত?
ক. ১টি
খ. ৩টি
গ. ২টি
ঘ. ৪টি
২৩. নাগরিকের অমূল্য সম্পদ কোনটি?
ক. বিবেক
খ. আত্মসংযম
গ. বুদ্ধি
ঘ. স্বার্থপরতা
২৪. নাগরিক মর্যাদাসম্পন্ন জনগোষ্ঠী রাষ্ট্রের
ক. মালিক
খ. শাসক
গ. সম্পদ
ঘ. নেতা
২৫. সুনাগরিকের গুণাবলি কী? অথবা, সুনাগরিকের গুণাবলি কোনটি?
ক. বুদ্ধিমত্তা
খ. উচ্চশিক্ষা
গ. উচ্চ মূল্যবোধ
ঘ. নৈতিকতা
২৬. সুনাগরিকের শ্রেষ্ঠ গুণ কোনটি?
ক. আত্মসংযম
খ. বিবেক
গ. বুদ্ধি
ঘ. শ্রমনীতি
২৭. সুনাগরিক হওয়ার জন্য কোনটি প্রয়োজন?
ক. উচ্চ শিক্ষিত হওয়া
খ. কর্তব্য সচেতন হওয়া
গ. আত্মসংযমী হওয়া
ঘ. অধিকার সচেতন হওয়া
২৮. বুদ্ধিমান নাগরিক রাষ্ট্রের-
ক. অভিশাপ
খ. শ্রেষ্ঠ সম্পদ
গ. কর্ণধার
ঘ. ভবিষ্যৎ
২৯. যথাসময়ে কর প্রদান করে কোন নাগরিক?
ক. সাধারণ নাগরিক
খ. বিদেশি নাগরিক
গ. ক্ষমতাবান নাগরিক
ঘ. বিবেকবান নাগরিক
৩০. একজন সুনাগরিকের কোনটি থাকা উচিত?
ক. অহংকার
খ. খ্যাতি লাভের আশা
গ. আত্মসংযম
ঘ. ধনসম্পদ
৩১. সমাজের বৃহত্তম স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম-
ক. বুদ্ধি
খ. বিবেক
গ. মহত্ত্ব
গ. আত্মসংযম
৩২. আত্মসংযমের মাধ্যমে কোনটি জাগ্রত হয়?
ক. গণতান্ত্রিক মূল্যবোধ
খ. বুদ্ধি
গ. বিবেক
ঘ. সম্প্রীতি
৩৩. কোনটি ব্যতীত মানুষ তার ব্যক্তিত্বকে উপলব্ধি করতে পারে না?
ক. ক্ষমতা
খ. দায়িত্ব
গ. কর্তব্য
ঘ. অধিকার
৩৪. অধিকারের মূল লক্ষ্য-
ক. ধনসম্পদ অর্জন করা
খ. ব্যক্তির ব্যক্তিত্ব জীবনের উন্নয়ন
শ. ব্যক্তির সর্বজনীন কল্যাণ সাধন
ঘ. সামাজিক মর্যাদা বৃদ্ধি
৩৫. অধিকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? অথবা, অধিকার প্র মত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৪ ভাগে
খ. ৫ ভাগে
গ. ২ ভাগে
ঘ. ৩ ভাগে
৩৬. কোনটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না?
ক. সামাজিক অধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. আইনগত অধিকার
ঘ. নৈতিক অধিকার
৩৭. কোন অধিকারের কোনো আইনগত ভিত্তি নেই?
ক. নৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. আইনগত অধিকার
৩৮. কোন অধিকার ভঙ্গকারীকে কোন শাস্তি দেওয়া হয় না?
ক. অর্থনৈতিক অধিকার
খ. নৈতিক অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
৩৯. সমাজভেদে কোন অধিকারটির ভিন্নতা দেখা যায়?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. নৈতিক
৪০. রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারকে কী বলে?
ক. নৈতিক অধিকার
খ. আইনগত অধিকার
গ. সামাজিক অধিকার
ঘ. রাজনৈতিক অধিকার
৪১. আইনগত অধিকার কত প্রকার?
ক. ৩ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ৭ প্রকার
৪২. নাগরিকের সামাজিক অধিকার কোনটি?
ক. নির্বাচনের অধিকার
খ. আবেদন করার অধিকার
গ. সরকারি চাকরি লাভের অধিকার
ঘ. মতামত প্রকাশের অধিকার
৪৩. ‘মতামত প্রকাশের অধিকার’ নাগরিকের কোন ধরনের অধিকার?
ক. রাজনৈতিক অধিকার
খ. অর্থনৈতিক অধিকার
গ. ধর্মীয় অধিকার
ঘ. সামাজিক অধিকার
৪৪. সংবাদপত্রের স্বাধীনতা কী জাতীয় অধিকার?
ক. নৈতিক অধিকার
খ. রাজনৈতিক অধিকার
গ. আইনগত অধিকার
ঘ. সামাজিক অধিকার
৪৫. নাগরিকের সামাজিক অধিকার কোনটি?
ক. আবেদন করার অধিকার
খ. পরিবার গঠন করার অধিকার
গ. সরকারি চাকরি লাভের অধিকার
ঘ. নির্বাচনের অধিকার
৪৬. রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার?
ক. নৈতিক অধিকার
খ. সামাজিক অধিকার
গ. আইনগত অধিকার
ঘ. ব্যক্তিগত অধিকার
৪৭. ন্যায্য মজুরি লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
ক. আইনগত অধিকার
খ. নৈতিক অধিকার
গ. ব্যক্তিগত অধিকার
ঘ. সামাজিক অধিকার
৪৮. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি?
ক. ভোট দেবার অধিকার
খ. মত প্রকাশের অধিকার
গ. জীবনধারণের অধিকার
ঘ. চলাফেরা করার অধিকার
৪৯. রাজনৈতিক অধিকার কোনটি?
ক. কর্মের অধিকার
খ. ন্যায্য মজুরি লাভের অধিকার
গ. অবকাশ লাভের অধিকার
ঘ. আবেদন করার অধিকার
৫০. কোনটি অর্থনৈতিক অধিকার?
ক. পরিবার গঠনের অধিকার
খ. নির্বাচনে ভোটাধিকার
গ. যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার
ঘ. মতামত প্রকাশের অধিকার
৫১. ন্যায্য মজুরি লাভের অধিকার কোন ধরনের অধিকার?
ক. সামাজিক
খ. নৈতিক
গ. রাজনৈতিক
ঘ. অর্থনৈতিক
৫২. অবকাশ লাভের অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. নৈতিক
৫৩. জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে কোন আইন একটি যুগান্তকারী আইন?
ক. জমিসংক্রান্ত আইন
খ. ফৌজদারি আইন
গ. তথ্য অধিকার আইন
ঘ. মোকদ্দমা আইন
৫৪. ‘তথ্য অধিকার’ অর্থ কী?
ক. সঠিকভাবে তথ্য উপস্থাপন করার অধিকার
খ. তথ্য বিভ্রাটি করার অধিকার
গ. তথ্য গোপন করার অধিকার
ঘ. কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্য প্রাপ্তির অধিকার
৫৫. তথ্য অধিকার আইন কোন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. ধনসম্পত্তি অর্জনে
খ. জনগণের শাসন প্রতিষ্ঠায়
গ. নাগরিক অধিকারে
ঘ. সন্ত্রাসী কর্মকাণ্ডে
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post