পৌরনীতি ও সুশাসন মডেল টেস্ট ২০২৪ : আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
পৌরনীতি ও সুশাসন মডেল টেস্ট ২০২৪
আমরা চেষ্টা করেছি, এ বছর তোমাদের পরীক্ষার জন্য সম্পূর্ণ নতুন মানবণ্টনের ভিত্তিতে এ মডেল টেস্টগুলো তৈরি করতে। এখানে সৃজনশীল অংশের জন্য ৭০ নম্বরের মডেল টেস্ট এবং বহুনির্বাচনী অংশের জন্য ৩০ নম্বরের মডেল টেস্ট আলাদা করে দেওয়া আছে। সর্বমোট প্রতিটি সাবজেক্ট থেকে তোমরা ১০০ নম্বরের মডেল টেস্টের অনুশীলন করতে পারবে।
এসএসসি-২০২৩ পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ মডেল টেস্ট-১
বিষয়: পৌরনীতি ও নাগরিকতা (সৃজনশীল অংশ)
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ৭০
১. শিমলা নবম শ্রেণির একজন ছাত্রী। তার একটি পাঠ্যপুস্তকে নাগরিকের বিভিন্ন সমস্যা সম্পর্কে অনেক তথ্য তুলে ধরা হয়েছে। সে বইটি পড়ে সামাজিক মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, সংবিধান ও রাষ্ট্র প্রভৃতি বিষয়ে জ্ঞান অর্জন করে। বিষয়টি অধ্যয়নের পর তার মধ্যে নাগরিক দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সচেতনতাবোধ জেগে ওঠে। সে বুঝতে পারে কীভাবে নাগরিক সমস্যাগুলো সমাধান করা সম্ভব।
ক. ই. এম. হোয়াইট প্রদত্ত পৌরনীতির সংজ্ঞাটি লেখ।
খ. মানুষ সমাজে বাস করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে যে পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে নাগরিক জীবনে তার গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত তথ্যগুলো ও পাঠ্যপুস্তকের আলোকে নাগরিক জীবনে সচেতনতার তাৎপর্য বিশ্লেষণ কর।
২. দৃশ্যকল্প-১ : জাহিদ হাসান বাংলাদেশের একজন নাগরিক। চাকরির সুবাদে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তার ছেলেমেয়ে সেখানে জন্মগ্রহণ করে এবং সেই দেশের সকল নাগরিক সুবিধা ভোগ করেন।
দৃশ্যকল্প-২ : মি. জন ব্রিটেনের একজন নাগরিক। তিনি বাংলাদেশে ব্যবসায়ের জন্য ইপিজেড-এ অনেক টাকা বিনিয়োগ করেন। তিনি বাংলাদেশ সরকারের কাছে নাগরিকতার জন্য আবেদন করেন। বাংলাদেশ সরকার তাকে নাগরিকতা প্রদান করে।
ক. নগররাষ্ট্র কী?
খ. নাগরিকগণ আইন মান্য করে কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত জাহিদ হাসানের ছেলেমেয়ে কোন সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক? ব্যাখ্যা কর।
ঘ. মি. জন ও জাহিদ হাসানের সন্তানদের নাগরিকতা অর্জনের পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ কর।
৩. ‘ক’ তার বাবা-মায়ের সাথে ঢাকার কমলাপুরে বসবাস করে। ‘ক’- এর পিতা তাদের পরিবারের প্রধান এবং তার ক্ষমতা ও কর্তৃত্বে সব কাজ সম্পাদিত হয়। কিন্তু ‘খ’ -এর পরিবারে তার মা তাদের পরিবারের প্রধান এবং তার পিতার তুলনায় মা বেশি ক্ষমতার অধিকারী।
ক. পরিবার বলতে কী বোঝায়?
খ. বিধাতার সৃষ্টিমূলক মতবাদটি ব্যাখ্যা কর।
গ. কর্তৃত্বের ভিত্তিতে উদ্দীপকের পরিবারগুলোর বর্ণনা দাও।
ঘ. তুমি কি মনে কর, ‘খ’-এর পরিবারের মতো পরিবার বাংলাদেশে খুবই কম হওয়ার উত্তরের পক্ষে যুক্তি দাও।
৪. জনাব মাসুম সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান। তার ওপর অর্পিত সকল দায়িত্ব তিনি সুষ্ঠুভাবে পালন করেন। মাসুম সাহেবের নিকট থেকে সুবিধা আদায়ের জন্য তার বন্ধু জনাব হাকিম বড় অঙ্কের টাকা ঘুষ দিতে চাইলে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ক. সুনাগরিকের গুণ কয়টি?
খ. দ্বৈত নাগরিকতা বলতে কী বোঝ?
গ. জনাব মাসুম সাহেবের কাজটির মাধ্যমে সুনাগরিকের কোন গুণটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “জনাব হাকিমের কাজটি সুনাগরিকতার প্রতিবন্ধক” – মূল্যায়ন কর।
৫. জনাব রহমত আলী ‘সোনালি সংঘ’ নামক একটি সংগঠনের প্রধান। তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের মতামত নিয়ে সংগঠনটি পরিচালনা করেন। অন্যদিকে তার বন্ধু রহমান ‘রুপালি সংঘ’ নামক আরেকটি সংগঠনের প্রধান। তিনি সংগঠন পরিচালনার ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের মতামতের প্রাধান্য দেন না। সংগঠনের তিনিই সর্বময় ক্ষমতার অধিকারী।
ক. পুঁজিবাদী রাষ্ট্র কী?
খ. কল্যাণমূলক রাষ্ট্র বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. রহমত সাহেবের সংগঠনটির সাথে কোন সরকারব্যবস্থার মিল পাওয়া যায়? বর্ণনা কর।
ঘ. ‘সোনালি সংঘ’ ও ‘রুপালি সংঘ’ সংগঠন দুটি পরিচালনার ক্ষেত্রে কোনটি উত্তম বলে তুমি মনে কর? যুক্তি দাও।
৬. সুমন একজন সিএনজি ট্যাক্সিচালক। সে সমমনা বন্ধুদের নিয়ে একটি বহুমুখী সমবায় সমিতি গঠন করেছে। সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সমিতির নিয়মকানুনগুলো। সমিতির নিয়মকানুনগুলো প্রণয়নের ক্ষেত্রে তারা দেশের বিদ্যমান আইনকানুনগুলো অনুসরণ করেছে।
ক. বাংলাদেশের আইনসভা কয় কক্ষবিশিষ্ট?
খ. অলিখিত সংবিধান কাকে বলে?
গ. সুমনদের সমিতির নিয়মকানুনগুলো কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “সুমনদের সমিতির নিয়মকানুন এবং তাদের দেশের নিয়মকানুন তৈরির পদ্ধতি অভিন্ন।”- তুমি কি উক্তিটির সাথে একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও
৭. ‘আজাদ’ দুটি দেশের সংবিধান পর্যালোচনা করে দেখতে পায় ‘ক’ দেশের সংবিধান লিখত আর ‘খ’ দেশের সংবিধান অলিখিত। এ দুটি দেশের সংবিধানের বৈশিষ্ট্য ভিন্ন প্রকৃতির।
ক. বাংলাদেশের সংবিধান কত সালে গৃহীত হয়?
খ. অলিখিত সংবিধান বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে আজাদের পর্যালোচনা করা ‘ক’ দেশের সংবিধানের বৈশিষ্ট্য নিরূপণ কর।
ঘ. উদ্দীপকে ‘খ’ দেশের সংবিধানের সাথে ‘ক’ দেশের সংবিধানের তুলনামূলক সম্পর্ক বিশ্লেষণ কর।
৮. মোবাশ্বির যৌথ পরিবারে বসবাস করে। তাদের পরিবারের প্রধান হলেন তার দাদা। তাকে পরিবারের সবাই সম্মান এবং শ্রদ্ধা করেন। কিন্তু তাদের পরিবারের সকল কার্যাবলি তার বাবা জনাব ‘ঢ’ পরিচালনা করেন। তার নেতৃত্বেই পরিবারের সদস্যরা দৈনন্দিন কার্যাবলি সম্পন্ন করে থাকেন।
ক. কেন্দ্রীয় প্রশাসন কী?
খ. প্রধানমন্ত্রীর নিয়োগ পদ্ধতি বর্ণনা কর।
গ. মোবাশ্বিরের দাদা বাংলাদেশের সরকারব্যবস্থায় কার প্রতিনিধিত্ব করছে? ব্যাখ্যা কর।
ঘ. মোবাশ্বিরের পরিবারটি বাংলাদেশের শাসন বিভাগের প্রতিচ্ছবি – বিশ্লেষণ কর।
৯. ‘ক’ রাষ্ট্রটি সদ্য স্বাধীন হয়েছে। সাধারণ নির্বাচনের মাধ্যমে সেখানে সরকার গঠন করা হয়েছে। একজনকে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বসানো হয়। আর একজন প্রধানের নেতৃত্বে একদল নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনার ভার গ্রহণ করেন। তাদের মাধ্যমেই সরকারের সাথে জনগণের সেতুবন্ধ স্থাপিত হয়।
ক. রাষ্ট্রপতি হতে হলে কমপক্ষে কত বছর বয়স দরকার হয়?
খ. প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার স্তম্ভ বলা হয় কেন?
গ. ‘ক’ রাষ্ট্রটিতে কোন ধরনের শাসনব্যবস্থা পরিচালিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. “তারাই সরকারের সাথে জনগণের সেতুবন্ধ স্থাপন করে” বাংলাদেশের প্রশাসনের পরিপ্রেক্ষিতে উক্তিটি বিশ্লেষণ কর।
১০. ১ম অংশ : ‘ক’ রাষ্ট্রের স্বাধীনতার প্রায় সাত বছর পর অনুষ্ঠিত একটি প্রদেশের নির্বাচনে কয়েকটি দল ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে ঐক্যবদ্ধ দলটি বিজয় পায়।
২য় অংশ : ‘খ’ রাষ্ট্রের জনপ্রিয় নেতা শাসকগোষ্ঠীর দমনপীড়নের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে। শাসকগোষ্ঠী ভীত হয়ে তাকে এক নম্বর আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে।
ক. গণআন্দোলন কী?
খ. ভাষা আন্দোলন কেন হয়েছিল?
গ. উদ্দীপকের ১ম অংশে বর্ণিত নির্বাচন তোমার পঠিত কোন নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ২য় অংশে বর্ণিত ঘটনা বাঙালি জনগণকে স্বাধীনতার প্রেরণা দেয়- বিশ্লেষণ কর।
১১. সুমিত একটি আন্ত র্জাতিক সংস্থায় কাজ করেন। তার সংস্থাটি বিশ্বশান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তবে অনেকে মনে করেন, এ সংস্থার ব্যর্থতার পরিমাণও কম নয়।
ক. OIC- এর পূর্ণরূপ কী?
খ. কমনওয়েলথ বলতে কী বোঝ?
গ. সুমিত কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য? বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এর ভূমিকা বিশ্লেষণ কর।
ঘ. তুমি কি মনে কর সুমিতের সংস্থাটি অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
আরো দেখো: এসএসসি সকল বিষয়ের মডেল টেস্ট
এসএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এসএসসি পৌরনীতি ও সুশাসন মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post