পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৪র্থ অধ্যায়
১. সামাজিক যোগাযোগের মাধ্যম কোনটি?
ক. সংবাদপত্র
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. ফেসবুক
২. E-Governance এর পূর্ণরূপ কী?
ক. Effective Governance
খ. Elected Governance
গ. Electable Governance
ঘ. Electronic Governance
৩. ইন্টারনেট ভিত্তিক সেবা প্রদান ব্যবস্থাকে কী বলে?
ক. ই-হেলথ
খ. ই-ফিডব্যাক
গ. ই-সিটিজেনশিপ
ঘ. ই-গভর্নেন্স
৪. কে ই-গভর্নেলকে Smart সরকার ব্যবস্থা বলে আখ্যায়িত করেন?
ক. অধ্যাপক ম্যাকাইভার
খ. এফ. আই গ্লাউড
গ. চন্দ্রবাবু নাইডু
ঘ. ই.এম হোয়াইট
৫. সরকারের সাথে ব্যবসা ৰাণিজ্যের সম্পর্ক নির্দেশ করে কোনটি?
ক. জিটুবি
খ. জিটুসি
গ. জিটুজি
ঘ. সিটুজি
৬. ডিজিটাল বাংলাদেশ কত সালে ঘোষণা করা হয়?
ক. ২০০৬
খ. ২০০৭
গ. ২০০৮
ঘ. ২০০৯
৭. তথ্য ও প্রযুক্তি যোগাযোগের উন্নতির সর্বশীর্ষে কোন দেশ?
ক. সিঙ্গাপুর.
খ. সুইডেন
গ. ফিনল্যান্ড
ঘ. নেদারল্যান্ড
৮. মার্কিন যুক্তরাষ্ট্র ই-গভর্নেন্স আইন প্রবর্তন করে কত সালো?
ক ২০০০
খ. ২০০১
গ. ২০০২
ঘ. ২০০৩
৯. শাসন শব্দটির ইংরেজি কী?
ক. Administration
খ. Government
গ. Governor
ঘ. Governance
১০. E-Governance শব্দটি কত সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে?
ক. ১৯৮০
খ. ১৯৮৫
গ. ১৯৯০
ঘ. ১৯৯৫
১১. ভারতের কোন মুখ্যমন্ত্রী ই-গভর্নেন্সকে Smart সরকারব্যবস্থা বলে আখ্যায়িত করেন?
ক. মমতা বন্দ্যোপাধ্যায়
খ. জয় ললিতা
গ. চন্দ্রবাবু নাড়ু
ঘ. মানিক সরকার
১২. ই-গভর্নেন্স বাস্তবায়নের প্রধান মাধ্যম কোনটি?
ক জনগণ
খ. সরকার
গ. তথপ্রযুক্তি
ঘ. ই-পুলিশিং
১৩. ই- কোন ধরনের যোগাযোগ নিশ্চিত করে?
ক. একমূখি
খ. দ্বিমুখি
গ. ত্রিমূখি
গ. বহুমুখী
১৪. বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। এর পেছনে কোন কারণটি যৌক্তিক?
ক. যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়ন
খ. অর্থনৈতিক উন্নতি
গ. রাস্তাঘাট উন্নয়ন
ঘ. নগরায়ণ
১৫. ই-গভর্নেন্সের উদ্দেশ্য কোনটি?
ক. আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করা
খ. দুর্নীতি রোধ
গ. অর্থনৈতিক উন্নয়ন
ঘ. সরকারি কার্যক্রমে শিথীলতা আনা
১৬. ই-গভর্নেন্সের মূল উদ্দেশ্য হলো-
ক. তথ্য দ্বারা নাগরিকের ক্ষমতা বৃদ্ধি করা
খ. লেনদেনের ব্যবস্থা করা
গ. কম সময়ে কাজ শেষ করা
ঘ. কম খরচে কাজ করা
১৭. কোন আইনের মাধ্যমে মেধাপাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে?
ক. ISP
খ. সাইবার ক্রাইম প্রতিরোধ আইন
গ. মানবপাচার প্রতিরোধ আইন
ঘ. IPR
১৮. মানবসম্পদ উন্নয়নের সক্ষমতা কীসের মাধ্যমে বাড়ানো যায়?
ক. কলকারখানা প্রতিষ্ঠার মাধামে
খ. সুস্থ রাজনীতির মাধ্যমে
গ. তথ্য প্রযুক্তির মাধ্যমে
ঘ. কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে
১৯. কোন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হলে দেশের নাগরিক দ্রুত চিকিৎসা সেবা পেতে পারেন?
ক. ই-পুলিশিং
খ. ই-গণতন্ত্র
গ. ই-হেলথ
ঘ. ই-লার্নিং
২০. উন্নয়নশীল অনেক দেশের সরকার ই-গভর্নেন্স প্রতিষ্ঠা করতে পারছে না কেন?
ক. আইসিটি বিশেষজ্ঞের অভাব
খ. অত্যন্ত ব্যয়বহুল বলে
গ. পরিবেশগত সুবিধার অভাবে
ঘ. অবাধ দুর্নীতি
২১. বাংলাদেশে ই-গভর্নেন্স বাস্তবায়নের পথে অন্যতম বাধা কী?
ক সমন্বয়হীনতা
খ. পর্যাপ্ত দক্ষ মানবসম্পদ
গ. দারিদ্র
ঘ. কৃষির প্রাচুর্যতা
২২. তথ্য প্রযুক্তির প্রধান ভাষা কোনটি?
ক. বাংলা
খ. আরবি
গ. ইংরেজি
ঘ. মান্দারিন
উপরের ডাউনলোড বাটনে ক্লিক করে উত্তর ডাউনলোড করে নাও। আমরা আছি ইউটিউবেও। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post