প্রতি বছরের মতো কোর্সটিকায় এবারও HSC 2025 পরীক্ষার্থীদের জন্য সাজেশন শেয়ার করা হয়েছে। HSC 2023 শিক্ষার্থীদের জন্য প্রকাশিত এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো অনুসরণ করে শিক্ষার্থীরা ৯০% কমন পেয়েছিল। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পৌরনীতি ও সুশাসন প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো তোমাদের মাঝে দিতে শুরু করেছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করবো।
এই সাজেশনটিতে তোমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরও পেয়ে যাবে। কোর্সটিকায় প্রকাশিত এইচএসসি মডেল টেস্ট ও সাজেশনগুলো অনুসরণ করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. একনায়কতন্ত্র কী?
উত্তর: একনায়কতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকারব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি, সংস্থা, গোষ্ঠী বা দল সব রাজনৈতিক কাজকর্ম পরিচালনার ক্ষমতা লাভ করে এবং সব নাগরিকের কাছ থেকে আনুগত্য আদায় করে।
২. এককেন্দ্রিক সরকার কী?
উত্তর: রাষ্ট্রীয় সব ক্ষমতা ও কর্তৃত্ব সংবিধানের মাধ্যমে একটি কেন্দ্রীয় সরকারের হাতে কেন্দ্রীভূত হলে তাকে এককেন্দ্রিক সরকার বলে।
৩. প্রতিনিধিত্বশীল গণতন্ত্র কী?
উত্তর: সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত গণতন্ত্রকে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র বলে।
৪. গণভোট কী?
উত্তর: রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতানৈক্যের সৃষ্টি হলে বা জনগণের মতামত যাচাইয়ের প্রয়োজন হলে যে ভোট গ্রহণ করা হয় তাকে গণভোট বলা হয়।
৫. আইন বিভাগের মূল কাজ কী?
উত্তর: আইন বিভাগের মূল কাজ হলো আইন প্রণয়ন করা।
৬. আইনসভার প্রধান কাজ কী?
উত্তর: আইনসভার প্রধান কাজ আইন প্রণয়ন করা।
৭. রাজতন্ত্র কী?
উত্তর: রাজতন্ত্র হচ্ছে সেই শাসনব্যবস্থা যেখানে রাজা বা রানির হাতে রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃত্ব ন্যস্ত থাকে এবং রাজা বা রানি উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন।
৮. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উত্তর: ফরাসি দার্শনিক মণ্টে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা।
৯. কক্ষের ভিত্তিতে আইনসভা কত প্রকার?
উত্তর: কক্ষের ভিত্তিতে আইনসভা দুই প্রকার। যথা: এককক্ষবিশিষ্ট ও দ্বিকক্ষবিশিষ্ট।
এইচএসসি ২০২৩ ও বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন হতে যাচাই-বাছাই উক্ত প্রশ্নগুলো বের করা হয়েছে। আলোচনাকৃত পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৭ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post