প্রতি বছরের মতো কোর্সটিকায় এবারও HSC 2025 পরীক্ষার্থীদের জন্য সাজেশন শেয়ার করা হয়েছে। HSC 2023 শিক্ষার্থীদের জন্য প্রকাশিত এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো অনুসরণ করে শিক্ষার্থীরা ৯০% কমন পেয়েছিল। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পৌরনীতি ও সুশাসন প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো তোমাদের মাঝে দিতে শুরু করেছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করবো।
এই সাজেশনটিতে তোমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরও পেয়ে যাবে। কোর্সটিকায় প্রকাশিত এইচএসসি মডেল টেস্ট ও সাজেশনগুলো অনুসরণ করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. জনমত কী?
উত্তর: সংখ্যাগরিষ্ঠের যুক্তিসিদ্ধ ও সুচিন্তিত মতামতই জনমত, যা সরকার ও জনগণকে প্রভাবিত করতে পারে।
২. রাজনৈতিক দল কী?
উত্তর: রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, যারা সাংবিধানিক পন্থায় সরকার গঠন ও পরিচালনায় আগ্রহী।
৩. জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম লেখ।
উত্তর: জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক।
৪. জনমতের একটি মাধ্যমের নাম লেখ।
উত্তর: জনমতের একটি মাধ্যমের নাম হল সাহিত্য ও বইপত্র।
৫. জনমত বলতে কী বোঝায়?
উত্তর: জনমত হলো কল্যাণধর্মী, বলিষ্ঠ যুক্তিভিত্তিক ও সুস্পষ্ট মতামত, যা প্রধানত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে সম্পর্কযুক্ত।
৬. প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায় জনগণ রাষ্ট্রীয় কার্যাবলিতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে, তাকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে।
৭. ‘Voice of the people is the voice of God’ উক্তিটি কার?
উত্তর: ‘Voice of the people is the voice of God’ উক্তিটি ফরাসি দার্শনিক রুশো-র।
এইচএসসি ২০২৩ ও বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন হতে যাচাই-বাছাই উক্ত প্রশ্নগুলো বের করা হয়েছে। আলোচনাকৃত পৌরনীতি ও সুশাসন ১ম পত্র ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post