প্রতি বছরের মতো কোর্সটিকায় এবারও HSC 2025 পরীক্ষার্থীদের জন্য সাজেশন শেয়ার করা হয়েছে। HSC 2023 শিক্ষার্থীদের জন্য প্রকাশিত এইচএসসি প্রতিটি বইয়ের সাজেশন গুলো অনুসরণ করে শিক্ষার্থীরা ৯০% কমন পেয়েছিল। প্রতি বছরের ন্যায় এবারও আমরা পৌরনীতি ও সুশাসন প্রতিটি অধ্যায়ের সাজেশন গুলো তোমাদের মাঝে দিতে শুরু করেছি। আজকে আমরা পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করবো।
এই সাজেশনটিতে তোমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর পাশাপাশি উত্তরও পেয়ে যাবে। কোর্সটিকায় প্রকাশিত এইচএসসি মডেল টেস্ট ও সাজেশনগুলো অনুসরণ করলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি হবে আরও সহজ।
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. কত সালে ‘বেঙ্গল প্যাক্ট’ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর: ‘বেঙ্গল প্যাক্ট’ স্বাক্ষরিত হয় ১৯২৩ সালে।
২. কোন কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়?
উত্তর: ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর উত্থাপিত ছয় দফা কর্মসূচিকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
৩. মজলুম জননেতা কে ছিলেন?
উত্তর: আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীই (১৮৮০—১৯৭৬) মজলুম জননেতা হিসেবে সুপরিচিত ছিলেন।
৪. ফরায়েজি আন্দোলন কাকে বলে?
উত্তর: হাজী শরীয়তউল্লাহ সমাজে প্রচলিত পীরপূজা ও অন্যান্য কুসংস্কার ত্যাগ করে ফরজ পালনভিত্তিক যে আন্দোলন গড়ে তোলেন তা-ই ফরায়েজি আন্দোলন হিসেবে পরিচিত।
৫. ‘দ্বিজাতি তত্ত্ব’ কাকে বলে?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ হিন্দু ও মুসলমান সপ্রদায় দুটিকে পৃথক জাতি হিসেবে চিহ্নিত করে ধর্মের ভিত্তিতে ভারত বিভক্তির যে দাবি তুলেছিলেন তাকে দ্বিজাতি তত্ত্ব বলে।
৬. তিতুমীরের পূর্ণ নাম কী?
উত্তর: তিতুমীরের পূর্ণ নাম হলো সৈয়দ মীর নিসার আলী।
৭. ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা শরীয়তউল্লাহ।
৮. বঙ্গভঙ্গপূর্ব অবিভক্ত প্রদেশটির নাম কী ছিল?
উত্তর: বঙ্গভঙ্গপূর্ব অবিভক্ত প্রদেশটির নাম ছিল বাংলা।
৯. কত সালে বঙ্গভঙ্গ রদ হয়?
উত্তর: ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়।
এইচএসসি ২০২৩ ও বিভিন্ন বছরের বোর্ড প্রশ্ন হতে যাচাই-বাছাই উক্ত প্রশ্নগুলো বের করা হয়েছে। আলোচনাকৃত পৌরনীতি ও সুশাসন ২য় পত্র ৩য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post